ভাই-বেরাদর,বোনটা নিয়া
একটু শোনেন মনটা দিয়া
আপনি কি চান দুই জীবনেই
ফায়দা বহুত কামাতে?
তাইলে এত চিন্তা কিসের
সবতে খাড়ান জামাতে।
ঐ যারা সাঁই মূর্তি গড়ে
বে শরীয়ত ফুর্তি করে
দেশ থেকে সেই সব নালায়েক
আজকে হবেই থামাতে
চাঁন তারা তাই সাক্ষী রেখে
সবতে খাড়ান জামাতে।
কোন শালা আজ ভন্ড বলে
একাত্তরের গন্ডগোলে
আমরা কজন নাই খাড়ালে
পারতো কি কেউ থামাতে?
ঐ পাকিদের নরম গদির
ওমটা ছেড়ে নামাতে?
তাই বলি চোখ বন্ধ করে
অযথাই না সন্দ করে
আসছে এবার ইলেকশনে
ভোটটা দিয়েন আমাতে
দেশের এমন দুর্দিনে ভাই
সবতে খাড়ান জামাতে।
মন্তব্য
- আগ্গুন গুরু
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু, আসেন কিমুন?
কত্তদিন আপনের লগে দেখা নাই। আমি, আমরা ছাড়াও সাইবার দুনিয়ার আরো কতজনে আপনের পথ চেয়ে বসে আছে আপনে দেখি ফিরাও তাকান না।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
- নজু ভাইতো মুরুব্বি মানুষ, তারোপর হৈতে পারে ভায়ড়া। তারে তো কিছু কইবার পারি না। মাগার আপনেরে কইলাম ছাড়ুম না। এইসব বেদাতী কথাবার্তা কইলে কইলাম স্বপ্নারে পিছে লাগাইয়া দিমু! জান খান্দান কইরা দিবো
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু, আপ্নের পিছে যেই জন লাগসে তার ব্যবস্থা আগে করেন। আমাদের কথা পরে ভাব্লেও হবে। পালায় তো যাইতেসিনা আর।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
তাইলে তাই হউক স্বপ্নাহত। লাইনে দাঁড়ালাম কিন্তু।
ঠিকাছে। খাড়ান। বহুত ফায়দা হবে ইনশাল্লাহ।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আমিও খাড়াইলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পরীক্ষা শেষ নাকি তোমাগো ?
ছড়ার পর ছড়া পাইতাছি যে !
ভাল আছনি জিহাদ মিয়া ??
ছড়াডা মনে ধরছে ।
--------------------------------------------------------
স্বপ্নার তো ভবিষ্যত উজ্জ্বল দেখি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হুমম...
[i][b]বাহ্
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
এরা নতুন করে ভন্ডামি শুরু করেছে। দেখা যাক কতটা বদলায়।
স্বপ্না অন ফায়ার ...
মডুদের কাছে আবেদন, আগুনের একটা ইমোটিকন বানানো হোক।
হাঁটুপানির জলদস্যু
তালিয়া ।
স্বপ্নাহত,
দুর্দান্ত !!!!!
- খালি গুল্লি করলেই হবো? জনগণের দাবী পূরণ করা লাগবো না? আপনি তো ছড়াখেলাপী হয়ে যাচ্ছেন আকতার ভাই। জাতি কইলাম সইবে না এই অনাচার!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছড়ার ছন্দ বুঝতে না পারা আমি ও তোমার দুর্দান্ত ছড়ায় মুগ্ধ।
একদম প্রেস কনফারেন্স করে জামাতের উদ্দেশ্যে এই ছড়া আবৃত্তি করে শোনানো উচিত।
খুবই দুর্ধর্ষ!
ভাই স্বপ্নাহত, ছড়ায় লেগে থাকুন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জটিল!
ফাটাফাটি হইছে.....
অবস্থা দেখে তাই মনে হচ্ছে!
-------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
ছড়া তো নয় একটা আগুনের গোলা গো।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সবতে খাড়ান জামাতে । খাইছে । জটিল তয় ডেডলি ভালৈছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
জাস্ট দুর্দান্ত!
তোমার হাত প্লাটিনাম দিয়া বান্ধাইয়া রাখা দরকার।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
- তাও ভালো কুংফু মুন্সী অমিতউদ্দিন আউলিয়ার মতো সোনা দিয়া বান্ধায়া দিতে চায় নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
আসলেই আগুন...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন