অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০১

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৪:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে হেসে তিনি লুংগিটা খুললেন
লাঙলের ফাল ছেড়ে নৌকাতে ঝুললেন।

হাসিনার সাথে তার ভাগ্যটা গুললেন
প্রেসিডেন্টের গদি চড়ে ঘোরে ঢুললেন।

গণতন্ত্রের চোটে মুখে ফেনা তুললেন
দেশপ্রেমে হাবুডুবু খেয়ে পানি,ফুললেন
আরও কিছু বললেন....

শুনে সেই অনেকেই তালে তালে দুললেন
শুনলেন?

অতীতের সবকিছু আপনিও ভুললেন?


মন্তব্য

নিবিড় এর ছবি

অনেক দিন পর আপনার ছড়া পাওয়া গেল । তবে দারুন লাগল এরশাদ দাদুর কাহিনি । চলুক চলুক

স্বপ্নাহত এর ছবি

পেটে বিদ্যা কম। এইজন্য অনেক দিন পর পর দেখা যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

ভাইজান ঠিকাছে। দেঁতো হাসি

=============================

স্বপ্নাহত এর ছবি

কিছুই তো এখনো ঠিক্কর্লাম না!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

আড্ডায় না আইসা ছড়া? চিন্তিত
ছড়া সম্পর্কে: চলুক


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্বপ্নাহত এর ছবি

মন খারাপ মনের ঝাল দাদুর উপ্রে মিটাইলাম।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

তুমি আসবা- আমি এইটা ধইরাই নিসিলাম, সত্যি। কতবার যে রায়হানরে বলসি তোমারে যেন আনার ব্যবস্থা করে। তাও আসলা না। কষ্ট পাইসি মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

স্বপ্নাহত এর ছবি

সেম টু ইউ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ!!!

স্বপ্নাহত, একটা কথা। আপনার ছড়া গুলো সিরিজ হিসাবে দেন, সাথে নম্বর। যেমন ছন্দজট-১/২/৩। এটাও সেরকম।

পাঠক হিসাবে একটা কথা। আপনার পুরনো ছড়া পড়ার ইচ্ছে হলে খুঁজে পেতে সমস্যা হয়। তাই সব ছড়ার একটা করে আলাদা আলাদা নাম শিরোনামে দেয়া যায় কি? সাথে আপনার সিরিজ ক্রম না হয় থাকলোই...।

আশা করছি, ভেবে দেখবেন।

ধন্যবাদ।

ধুসর গোধূলি এর ছবি
স্বপ্নাহত এর ছবি

শিমুল ভাই, আপনার কথা বুঝসি আবার বুঝিনাই। আপনি কি বলছেন সব ছড়া সিরিজ আকারে লিখতে এবং সিরিজের ভেতরেই সবগুলোতে একটা করে শিরোনাম দিতে?

আমি অবশ্য যেগুলাকে সিরিজে ফেলা যায়না ওগুলো শিরোনাম দিয়েই লিখি। আর যেগুলা যায় সেগুলাকে আলাদা করে কোন নাম দেইনা।

ট্যাগ এর কথাটা মনে থাকবে, গুরু।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দুঃখিত , স্বপ্নাহত। কথাটা পেঁচিয়ে গেছে।

বলতে চেয়েছি, আপনার প্রতিটা ছড়ার একটা করে আলাদা আলদা শিরোনাম দিলে সুবিধা হয়। পরে মন চাইলে গিয়ে পড়তে পারবো।

যেমন এটা " অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০১ "
পরেরটা নিশ্চয় অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০২ হবে!
শিরোনাম দেখে বুঝবো না কোনটা কোন ছড়া। তাই বলছিলাম আলদা আলাদা শিরোনামের জন্য। যেমন ধরি, এই ছড়ার নাম আপনি দিলেন 'এরশাদচাচ্চু'। তাহলে অনেক এ ছড়াটা পরে পড়তে মন চাইলে শিরোনাম ধরেই ক্লিক করবো। আর আপনি যদি সিরিজ রাখতেই চান, তাহলে করতে পারেন "অর্বাচীনের নির্বাচনী ছড়া -০১ (এরশাদচাচ্চু)"। এরকম...

খুব জরুরী কিছু না । পাঠক হিসাবে চাওয়া আর কি... চোখ টিপি

এবার কি বুঝাতে পেরেছি!

স্বপ্নাহত এর ছবি

আসলে কেউ আমার ছড়া দ্বিতীয়বার পড়বে এই চিন্তাটাই কখনো মাথায় আসেনাই। দেঁতো হাসি
এই জন্যই এত গ্যাঞ্জাম। তবে নেক্সট টাইম থেকে একটা করে শিরোনামও লাগায় দিব ইনশাল্লাহ।

ভাল থাকবেন।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অবশেষে লিখলো ছড়া স্বপ্নাহত অর্বাচীন,
ভেবেছিলাম পালিয়ে গেছে কানাডা, মিসর বা চীন! হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

পালায়া আর কৈ যামু
সচল সাথে লৈ যামু দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

কীর্তিনাশা এর ছবি

ছড়া উত্তম হয়েছে চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ কীর্তিনাশা ভাই

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পান্থ রহমান রেজা এর ছবি

অতীতের সবকিছু আপনিও ভুললেন?

স্বপ্নাহত এর ছবি

জাতির বিবেকের কাছে প্রশ্ন চিন্তিত

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নির্বাক এর ছবি

দূর্দান্ত!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

স্বপ্নাহত এর ছবি

সবাক হয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

তারেক এর ছবি

দারুন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ, প্রিয় কবি।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এরশাদ কাগুর এখন প্রেসিডেন্ট হওনের স্বপ্নদোষকাল চলতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্বপ্নাহত এর ছবি

আপ্নের কাগু হয়? আমার তো দাদা...

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।