অর্বাচীনের নির্বাচনী ছড়া - ০৩

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: শুক্র, ২৬/১২/২০০৮ - ২:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা নয় আজিকার
দেশে যত রাজাকার
ভোটে, জোটে আছে দল পাঁকিয়ে
আমি, তুমি, তাহারা
ভাই,বোন, মা হারা
দেখবো তা' শুধু শুধু তাকিয়ে?

আর কত অনাচার
দেশ নয় প্রাণ আচার
শুয়োরেরা চেটেপুটে যে খাবে
এক দুই করে তিন
এদেশেতে দিনদিন
ক্ষমতার নামতা সে শেখাবে।

তাই বলি এসময়
এখনি যে সে সময়
হও যদি দেশপ্রেমী সাচ্চা
ভোটে বলো-" সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।"


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কিপিটাপ, স্বপাহত।

স্বপ্নাহত এর ছবি

কিপিটাপ, স্বপাহত।

আহেম, এইটা কারে কৈলেন?

যে কীনা স্ব (নিজের) পা দ্বারা আহত? চিন্তিত

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

স্যরি ম্যান!
স্বপ্নাহত। চোখ টিপি

স্বপ্নাহত এর ছবি

গুরু, আপ্নেরে নিয়া তো টেনশনে আছি ব্যাপক।

কবে না আবার আপ্নেরে নিয়া ক্যামনে কি পোস্ট দিতে হয় !

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- গুরু, ছড়াটা আগ্গুন। আবারো বলছি। আপনে পোস্ট দিতে ইচ্ছা হইলে দিয়েন, কিন্তু এইরম ছড়া লেখা থামায়েন না।
আমরা চিক্কুর দিয়া দিয়া কমু, "দ্যাখ শালারা, ভালো কইরা চাইয়া দ্যাখ- এই হইলো তোগো পরাজয় হাজার বছর ধরে। বাংলার টগবগে তরুণেরা তোগোরে কতোটা ঘৃণা করে দ্যাখ!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অমিত আহমেদ এর ছবি

" সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।"

দারুন।

ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

স্বপ্নাহত এর ছবি

অনেক ধন্যবাদ, অমিত ভাই।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শিক্ষানবিস এর ছবি

চমৎকার হচ্ছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

তাই বলি এসময়
এখনি যে সে সময়
হও যদি দেশপ্রেমী সাচ্চা
ভোটে বলো-" সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।"

আবারও মুগ্ধ হলাম, স্বপ্নাহত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্নিগ্ধা এর ছবি

চমৎকার!!

রায়হান আবীর এর ছবি

ওকে...

=============================

সচলায়তন এর ছবি

শিরোনাম মডারেট করা হল।
আমরা এক্সপ্লিসিট শব্দ/শব্দগুচ্ছের প্রয়োগ সীমিত করতে চাচ্ছি
_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

_________________________________
সচলায়তন.COM কর্তৃপক্ষ

নিবিড় এর ছবি

তাই বলি এসময়
এখনি যে সে সময়
হও যদি দেশপ্রেমী সাচ্চা
ভোটে বলো-" সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।" চলুক

অনিকেত এর ছবি

স্বপ্নাহত,

অসাধারন হয়েছে বস------!!!

অনিন্দিতা চৌধুরী এর ছবি

স্বপ্নাহত একটা কাজ করবে?
এই ছড়াটাই তুমি তোমার ক্যাম্পাস, পরিচিত বন্ধু- বান্ধব যারা নতুন ভোটার বা পুরোনো ভোটার সবার কাছে যতটুকু জায়গায় পারো মেইল , এস এম এস বা পোষ্টারের মত লিখে
জানিয়ে দিতে পার?
হাতে সময় তো বেশী নেই ও।
একবার চেষ্টা করা যায় না?
আমি ও করবো।

বিপ্রতীপ এর ছবি

আগুন! চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

যুধিষ্ঠির এর ছবি

আবারও ফাটাফাটি!

লীন [অতিথি] এর ছবি

আরে বাহ!
দারূণ লিখেছেন।
আমিও বলি, কিপিটাপ।

কালবেলা এর ছবি

মুগ্ধ

নজমুল আলবাব এর ছবি
নির্বাক এর ছবি

ফাটাফাটি, লা জবাব!
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

স্পর্শ এর ছবি

চলুক
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুন ছড়া।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভোটে বলো-" সর তুই,
দূরে গিয়া মর তুই;
তুই হলি শুয়োরের বাচ্চা।"
অসাধারণ ! চলুক

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

এই ছড়াটা পোস্ট করেই ভোট দেবার জন্য দেশের বাড়ি বরাবর যাত্রা শুরু করেছিলাম। তাই দেরী হয়ে গেল....

সবাইকে অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য এবং ভোটে রাজাকারদের মুখে সরাসরি থুথু মারার জন্য।

জয় বাংলা।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।