কদিন ধরেই স্বপ্নাহত'র
দিনগুলো যায় মুশকিলে
তাও যদি প্রাণ
পায় পরিত্রাণ
একশো টাকা ঘুষ দিলে।
কিন্তু তাতেও লাভ হবেনা
এই জেনে নেই হুশ দিলে
না পেয়ে থৈ, স্বপ্নাহতই
খাচ্ছে লেবেনচুষ গিলে।
উপায় খোঁজার স্বত্ত্বাধিকার
মার্কিনীদের রুশ দিলে
পারবে কি আনতে সল্যুশান
ওবামা আর বুশ মিলে?
স্বপ্নাহত সত্যিই এবার
ভীষণ রকম মুশকিলে।
সমস্যাটা খুব ক্রিটিক্যাল
উপায় চোখে ভাসছে না
এটুক পড়েই ঠিক অনেকেই
মুখ টিপে বেশ হাসছে, না?!
সত্যি বলি, এই কদিনেই
বেশ হয়েছে বাঁশ চেনা
ঠান্ডা লেগেও তাই বেচারা
একটুও আজ কাশছেনা।
এই ঝামেলা হয়নি আগে
এবার প্রথম, লাস্টে না
ফিউচারেতো হয়নি বটেই
কিংবা রিসেন্ট পাস্টে না।
শক্ত এমন রোগ সারাতে
লাগবে মামা, ভাস্তে না
তাই নিরুপায় খুঁজছে উপায়
ভীষণ জোরে, আস্তে না।
বলিই তবে স্বপ্নাহত
কি ভেবে আর হাসছে না
ক্লাশ টাইমে আগের মত
ঘুম ইদানীং আসছেনা।
মন্তব্য
ইশশশশ্ , কত্তো কষ্টরে !!!
তারপরেও দিনপঞ্জি অনবদ্য হয়েছে।
সবই আপনাদের দোয়া। আজকে সকালেই ঘুমের জন্য সকালের সবগুলা ক্লাশ মিস করসি
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
[পান্থ বিহোস] অন্তমিল ঠিক আছে তবে মাত্রাতে গড়মিল হয়েছে। অবশ্য ভালো লেগেছে।
ছড়ায় মাত্রা-রক্ষার চেয়ে ছন্দ-রক্ষাটা বেশি জরুরি বলে মনে করি। মাত্রার হিসেব মেলাতে গিয়ে ছন্দ খাবি খায়, এমন উদাহরণ ঢের দেয়া সম্ভব।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একমত ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। পাশাপাশি ভুলগুলো একটু নির্দিষ্টভাবে ধরিয়ে দিলে পরবর্তীতে শুধরে নেয়া অনেক সহজ হতো।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
লিখলে ছড়া স্বপ্নাহত
পড়ি পরম খুশ দিলে
(তাই) হবেন ব্যাজার -খুব রেগুলার
ছড়া চেয়ে পুশ দিলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আচ্ছা জনাব, ব্যাপারটা তাহলে ভেবে দেখি। পরে জানাবো
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
দারুন ছড়া তাই পঞ্চ তারা !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেক ধন্যবাদ, কীর্তি ভাই
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
বেচারা স্বপ্নাহত, ভালই মুশকিলে আছো দেখা যায়... তাহলে দুইদিন আগে "আজ অনেক অনেক ভালো আছি" কে লিখসিলো?
ঐটাও আমি লিখসি। এইটাও আমি লিখসি।
তো সমস্যাটা কোথায়?
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
ফাটাফাটি!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
থ্যাংকু
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
বেশ ফাজলামির ছড়া দেখা যায় ছড়াকার আকতার কে মিস্করছি! খুবই!!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
আপনি আকতার ভাইকে মিস করছেন, আর আমি আকতার ভাইয়ের ছড়া মিস করছি।
ঠিকাছে, না??
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আপ্নি তো স্বপ্নাকে মিস্কর্ছেন দ্যাখা যায়!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
লিখা পইড়া পত্থমে ভাবছিলাম আপনেও হিমু'র মত কৌষ্ঠকাঠিন্য রুগে ভুগছন, পড়ে আইসা ভুল ভাঙ্গিল। জব্বর হইছে।
-------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
থ্যাংকু, আফামণি
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
[পান্থ বিহোস> লেখাটির মাত্রা ও ছন্দ নিয়ে দুটি কথা লিখেছি।]
কদিন ধরেই স্বপ্নাহত'র
দিনগুলো যায় মুশকিলে
তাও যদি প্রাণ
পায় পরিত্রাণ
একশো টাকা ঘুষ দিলে। [পান্থ বিহোস> এই প্যারা ঠিক আছে]
কিন্তু তাতেও লাভ হবেনা
এই জেনে নেই হুশ দিলে
না পেয়ে থৈ, স্বপ্নাহতই
খাচ্ছে লেবেনচুষ গিলে। [পান্থ বিহোস> এই প্যারাও ঠিক আছে]
উপায় খোঁজার স্বত্ত্বাধিকার> ৮ মাত্রা
মার্কিনীদের রুশ দিলে > ৭ মাত্রা
পারবে কি আনতে সল্যুশান> ৮ মাত্রা
ওবামা আর বুশ মিলে? > ৭ মাত্রা [এই প্যারায় মাত্রার কোনো সমস্যা নেই। কিন্তু ছন্দে সমস্যা আছে তৃতীয় লাইনে। প্রিয় লেখক, খেয়াল করুন... তৃতীয় লাইনটি যদি এমন হতো> "সল্যুশান কি আনতে পারেন" তাহলে কি ছন্দটা আরও স্মোথ হয় না? " পারবে কি আনতে সল্যুশান" এটা গদ্যের লাইন, পদ্যের নয়। এভাবে আরও কিছু পরিবর্তন করলে লেখাটি চমত্কার হবে। ধন্যবাদ।]
কষ্ট করে মন্তব্যে বুঝিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তবে "পারবে কি আনতে সল্যুশান" এর ব্যাপারে যেটা বলেছেন সে ব্যাপারে আমি বলবো এই লাইনটাকে যদি আপনি এভাবে - "পারবে কিয়ান তে সল্যুশান" পড়েন তাহলেই এই লাইনের ছন্দ নিয়ে দ্বন্দে পড়া বন্ধ হবে আশা করি।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
মজা হইছে।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ঠিকাছে
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
গুল্লি লেখস মিয়া!
=============================
হ ! এইবার গ্রেনেড লেখার ধান্দায় আসি
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
চমৎকার!
নতুন মন্তব্য করুন