ছন্দ জট ১.৯ (সে এবং সে)

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ০৯/০২/২০০৯ - ৩:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাথার ওপর একটা নীলাকাশ ছিল
পায়ের নিচে শিশির মাখা ঘাস ছিল
যেই ছেলেটা কান্না চেপে হাসছিল
তার মনেতে মন খারাপের বাস ছিল।

হাঁটতে গিয়ে হঠাৎ এলো গান মনে
সেই ছেলেটা গাইছিল তা আনমনে
চোখের কোণায় একটু শিশির প্রাণপণে
স্মৃতির সুঁইয়ে ক্লান্ত অভিমান বোনে।

সেই ছেলেটার একটা নিজের ঘর ছিল
সেই মেয়েটা অনেকটা দিন পর ছিল
সেদিন হঠাৎ... দু মনেতেই ঝড় ছিল
(তারপর..) দু দুটো মন এক ঘরে বাস করছিলো।

সেই ছেলেটার মনে তখন সুখ ছিল
বুক পকেটে সেই মেয়েটার মুখ ছিল
যেই মেয়েটার ঘর জুড়ে শাহরুখ ছিল
দেয়াল ছেড়ে ডাস্টবিনে সব ধুঁকছিল।

কিন্তু....

সূর্য জ্বলে আকাশ নামের ছাদটাতে
সেই ছেলেটাই হাঁটছে দেখো মাঠটাতে
আজ মেয়েটার হাত ধরা নেই হাতটাতে
ফাটল বুঝি ধরলো আবেগ বাঁধটাতে।

সেই ছেলেটার গানের খাতায় সুর ছিল
কিন্তু ওসব আজকে বহু দূর ছিল
মাথার ওপর একটা শালিক উড়ছিল।
মনটা ভীষণ প্রখর রোদে পুড়ছিল।

সেই ছেলেটা হাঁটছিলো তো হাঁটছিলো
হয়তো সবার অগোচরে কাঁদছিলো
দিনের বেলা, তবু মনে রাত ছিলো
ক্রমশ চোখের আড়াল হয়ে যাচ্ছিলো।

....................

সেই ছেলেটা হয়তো মনের কল্পনা
কিংবা এটা নিছক কোন গল্প না
তবুও জেনো কষ্টগুলো অল্প না
কেন? সেটা তোমায় আমি বলবোনা।

হয়তো তুমি জানবে কারণ আজ রাতে
নয়তো যখন হয়না তো ঘুম, কাজ রাতে
হঠাৎ জেগে দেখবে কোন মাঝ রাতে
ঘুমিয়ে ছেলে তোমার বুকের পাজরাতে।


মন্তব্য

সাইফুল আকবর খান এর ছবি

অন্নেেেেেেক সুন্দর হইছে।
আমি তো ছন্দাহত! কিছু বলতেই পারছি না আর এ মুহূর্তে!
বেশ ভালো লাগলো। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

স্বপ্নাহত এর ছবি

আপনাকেও অন্নেেেেেক ধন্যবাদ। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

জ্বিনের বাদশা এর ছবি

সুপার্ব!!!
একেবারে দত্তবাবু ধরাধামে নেমে এলেন মনে হলো চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

স্বপ্নাহত এর ছবি

আহেম, কোন দত্ত বাবুর কথা কন মশায়? চিন্তিত

ধন্যবাদ বস।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ঝরাপাতা এর ছবি

মনে হয় এই দত্ত বাবুর কথাই বলছেন।

বেশ লাগলো।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

স্বপ্নাহত এর ছবি

লিংক এর জন্য ধন্যবাদ, জনাব। আমি আসলে কি ভেবে প্রশ্নটা করসিলাম সেটা একবার নিচে বলসি দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রায়হান আবীর এর ছবি

ছড়া গল্প ভাল্লাগছে।

=============================

স্বপ্নাহত এর ছবি

ঠিকাছে দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি

ছড়া ভাল লাগছে (তালিয়া) তবে ছড়ার পিছনের কাহিনি কি চিন্তিত
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্বপ্নাহত এর ছবি

ছড়ার পিছনের কাহিনী কবি শেষের দুই প্যারায় খোলাসা করে বলেছেন। (ভাব)

--------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ, মানিক ভাই হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

স্বপ্নাহতকে এখন থেকে ছন্দাহত ডাকা হোক

স্বপ্নাহত এর ছবি

স্বপ্নাহত কি দোষ করলো? মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

এত চমৎকার ছন্দে লিখে ,এটাই তো দোষ।

দৃশা এর ছবি

ফুলাটা কেঠা? তার চুখে এতো পানি আসে কেম্নে? গ্লিসারিনের কৌটা পকেটে লইয়া ঘুরে নাকি? বুকে হাত রাইখা ইমানে কন ফুলাডা আপনে না তো?
আপনার ছন্দময় কথন তো সবসময় সুন্দরই হয়, নয়া কথা কি কমু কন?
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

স্বপ্নাহত এর ছবি

ঈমান নিয়া টানাটানি। কাজেই এম্নেই কৈ।

"ছেলেটা" এইখানে ব্যাপকার্থে ব্যবহার করা হৈসে। কাজেই সেটা যে কোন সময় যে কারো ক্ষেত্রেই হৈতে পারে। হৈতে পারে কোন একসময় সেই ছেলেটা রায়হান আবীর, কোন এক সময় ধূসর গোধূলী (গুরু, মাফ কৈরা দিয়েন। এম্নি এক্টু কৈলাম আর কি) কিংবা কে জানে; জীবনের কোন এক পর্যায়ে সেই ছেলেটা ছিল বারাক ওবামা খাইছে

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

খুব চেনা চেনা লাগল কাহিনীটা চোখ টিপি

স্বপ্নাহত এর ছবি

নিজের জীবনে ঘটলে চেনা চেনা লাগারই তো কথা, না? চোখ টিপি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সেই ছেলেটার একটা শুধুই দোষ ছিলো:
বিষণ্ণতা তার যে বড়োই পোষ ছিলো... মন খারাপ

সব সময় অ্যাতো মন খারাপ ক্যান??? আপনে কি সৌরভের নিকটাত্মীয়?

ছড়া বরাবরের মতোই দুর্দান্ত।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

সৌরভ ভাই আমার সচলাত্নীয়। কাজেই নিকটাত্নীও বল্লেওবল্তেপারেন।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

তীরন্দাজ এর ছবি

অতি সুন্দর ছন্দের নৃত্যকলা, খুবই সুন্দর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

স্বপ্নাহত এর ছবি

অনেক ধন্যবাদ, তীরুদা। হাসি
---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মৃদুল আহমেদ এর ছবি

বাঃ! ভারী চমত্কার রোমান্টিক কবিতা... গীতিময়!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

স্বপ্নাহত এর ছবি

মৃদুল ভাই, অনেক ভাল লাগলো শুনে। কাজেই অনেক ধন্যবাদ দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শেখ জলিল এর ছবি

বাহ্ । বেশ চমত্ কার।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ !

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ইশতিয়াক রউফ এর ছবি

দুর্দান্ত!

স্বপ্নাহত এর ছবি

অভি ভাই, ঠিকাছে দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্বাপ্নিক।

স্বপ্নাহত এর ছবি

বোধহয় প্রাকৃতিকও চোখ টিপি

অনেক ধন্যবাদ।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

উত্তম জাঝা! হে , স্বপাহত ।

স্বপ্নাহত এর ছবি

শিমুল ভাই দেখি আমারে স্বপাহত বানাইতে একেবারে উঠে পড়ে লাগসে মন খারাপ

তারপরও একটা ধন্যবাদ না দিয়া পারলাম না দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

যুধিষ্ঠির এর ছবি

অতীব ফাটাফাটি। ইদানিং এখানে আসি কম, মন্তব্য করারও সময় হয় না। কিন্তু এই জটিলস্য জটিল ছড়া পড়ে মন্তব্য না করাটা ফৌজদারী আদালতে দণ্ডনীয় অপরাধ হতো।

স্বপ্নাহত এর ছবি

আহারে! যুধিষ্ঠির ভাইরে এই ব্যস্ততার মধ্যে বেশি পেইন দিয়া ফেল্লাম মনে হয়। দেঁতো হাসি

কষ্ট করে মন্তব্য করসেন, অনেক ধন্যবাদ বস।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রানা মেহের এর ছবি

চলুক
এটা দিয়ে চমতকার গান হয় কিন্তু
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্বপ্নাহত এর ছবি

তাই?!! আচ্ছা যান, আপনাকে কপিরাইট দিয়ে দিলাম। গান করার জন্য হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রেনেট [অতিথি] এর ছবি

কিছু বলার ভাষা নেই। অসাধারণ!

স্বপ্নাহত এর ছবি

ভাষা পুনরুদ্ধারের মাস এ ভাষা হারায় ফেললে তো বিপদের কথা মন খারাপ

থাক, মন খারাপ কৈরেন না। একটা ধন্যবাদ নেন। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

-

স্মৃতির সুঁইয়ে ক্লান্ত অভিমান বোনে।
এখানে বোধহয় 'বুনে' হবে গুরু। ণ-ত্ব বিধানের ব্যাপারটা শিউর না যদিও।

ছড়ার ব্যাপারে তো বাকীরা বললোই, আমি এট্টু খুঁত ধরলাম আরকি! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্বপ্নাহত এর ছবি

গুরু কি কখনো ভুল কৈতে পারে নাকি। চোখ বন্ধ করে মেনে নিলাম। তবে মাঝখানে এক চোখ একটু খুলে উইকিতে গিয়ে দেখলাম দুই বানানের ব্যবহারই সেখানে আছে।

যাউকগা, বেয়াদবি নিয়েন না গুরু। ভুল হৈলে তাই সই। আমি সোনাতে একটু খাঁদ মেশানোর ব্যাপারে বরাবরই আগ্রহী। চোখ টিপি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

s-s এর ছবি

দত্ত মানে ছন্দের যাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত, যেহেতু আপনি এত ছড়াতে মত্ত ভেবেছিলাম আপনি নিশ্চয়ই জানেন তাঁর ছন্দের কথা!। ছড়ার কয়েকটা জায়গায় একটু ছন্দপতন হচ্ছে, কিন্তু পড়তে বেশ লাগলো, হাসি আর মেয়েটা , মানে স্বপ্না কে???

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

স্বপ্নাহত এর ছবি

জ্বী, এই দত্ত মশায়কে চিনি। হাসি তার নাম না শোনার মত মূর্খ আমি নই মন খারাপ কিন্তু বেশি সোশ্যাল মানুষতো। কাজেই আরো বেশ কয়েকজন দত্ত মশায়কে চিনি। এই জন্য একটু শিওর হবার জন্য বলেছিলাম আর কি দেঁতো হাসি

প্রথমেই সরল স্বীকারোক্তি: মাত্রাজ্ঞান ব্যাপারটা আমার মাঝে খুব কমই আছে। যা লিখি তার পুরোটাই শ্রুতিনির্ভর। মানে মুখে মুখে আওড়িয়ে যতটুকু ছন্দ মেলানো যায় আর কি।

আপনি ছড়ার কয়েকটা জায়গায় ছন্দপতনের কথা বলেছেন। তবে আমি ধরতে পেরেছি কেবল এই একটা জায়গায়।

যেই মেয়েটার ঘর জুড়ে শাহরুখ ছিল

তবে একটু কায়দা করে পড়তে পারলে সেটাও তেমন খারাপ শোনায় না।

আর শেষ থেকে দ্বিতীয় নাম্বার প্যারাটা ভিন্ন মাত্রায় লেখা। মানে যতটুকু বুঝি তা থেকে বলা আর কি।

এর বাইরে কিছু থেকে থাকলে (বিশেষত ছন্দের ক্ষেত্রে) যদি কষ্ট করে ধরিয়ে দেন খুব খুশি হতাম।

ভাল থাকবেন হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

শামীম এর ছবি

ছন্দ খুবই ভালো .... কিন্তু কাহিনী পছন্দ হয় নাই (প্যানপ্যানানি মার্কা)

লেখকের ট্যাগলাইনটা খেয়াল করার মত।
(বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?) - এইসব বিলাসিতা বাদ দিয়ে বহুত কাজ করার আছে ... চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

স্বপ্নাহত এর ছবি

কিচ্ছু করার নাই। প্যানপানিও জীবনের অংশ। পালিয়ে লাভ নাই চোখ টিপি

আমার কাছে বিলাসিতা মানে যেটা মাঝে মাঝে আয়েশ করে করা হয়। নিয়মিত করলে সেটাকে অভ্যাস বলে।

কাজেই বিষণ্ণতা আমার বিলাসিতা বলতে পারেন। অভ্যাস নয়।

ধন্যবাদ।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

ইসসস খালি নামটা বল!! কোন মেয়ে তোমার এই কান্ড করসে?, তারে আমি পাইলে....................................................... একটা থ্যংকস দিব দেঁতো হাসি
নাহলেতো এত সুন্দর কবিতাটা লিখতে পারতা না, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভাল হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍॥॥

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্বপ্নাহত এর ছবি

নাহ। তোমারে নিয়া যুদ্ধে যাওন যাইবোনা। আমি কিসু লিখলেই সেইটা তুমি আমার সাথে গুলায় ফেলো মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পান্থ রহমান রেজা এর ছবি

ব্যাপক হৈছে।

স্বপ্নাহত এর ছবি

থ্যাংকু দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।