মানিই বা না মানি
আমরা হলাম প্রাণী!
ভীষণ রকম আল্লাদী আর
ভীষণ অভিমানী!
আমরা নাকি আবার
সব প্রানীদের সেরা!
কেউ যদি এর দ্বিমত করে
চলবে কঠিন জেরা!
কার বা এমন সাহস
কিংবা গলায় জোর
সামনে এসে বলবে হেসে
তুই তো ব্যাটা চোর!
তাই দেখো সবখানে
আমরা কাজের কাজী
আমরা চালাই, ওরা চলে
লাগবা নাকি বাজি?!
তারপরও তো ভীষণ
চিন্তা আসে মাথায়
ক্যান যে এমন হয় যে ভাবি
মুখ জড়িয়ে কাঁথায়!
আমার পাশের বাসায়
লোকটা যখন ক্ষুধায়!
ক্যামনে আমি মগ্ন তখন
সুর, শরাবী, সুধায়!
কিংবা ছেলে ঐ
কাঁপছে যখন শীতে
কেউ আসেনা এগিয়ে তাকে
একটা চাদর দিতে!
সত্যিই তো তাই
আমরা সবই পারি!
সকাল বেলায় ভাইকে বাঁচাই
দুপুর বেলায় মারি!
আমরা আবার লিখি
কত্ত রকম কথা
আমরা নাকি বিশ্ব নেতা
আমরা মানবতা!
চোখটা রেখে বেঁধে
আমরা ওড়াই ফানুস!
তাও তো মোরা সবার সেরা
আমরা হলাম মানুষ!!
মন্তব্য
অনেকদিন পর ছড়া দিলি মনে হয়
ছড়া ভাল্লাগছে
কালকে পরীক্ষা আর আজকে এতরাতে ছড়া
এত এত পশুর মাঝে মানুষ পাইয়া বড়ই উমদা বোধ হইতেছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
পর্তে পর্তে ভাবলাম সচলে একটু ঘুর্তে যাই। আইসা কান্ড কার্খানা দেখে তো দশ ফুট গর্তে পৈড়া গেলাম। বেচে বর্তে থাক্তে থাক্তেই এই চান্স আর মিস কর্তে চাইলাম না
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
- ছড়িতার পরতে পরতে লুকানো ছন্দ পড়তে পড়তে নড়তে নড়তে চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হইছিলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাপ্পর? তাপ্পর কি হইলো গুরু? সত্যি সত্যিই পড়ে গেলেন?
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
অসাধারণ! সিম্পলি অসাধারণ!
বেশ অনেকদিন পর ফিরলা। এরকম দুর্দান্ত লেখা দিয়ে কামব্যাক করলে, মাঝে মাঝে এরকম নিরূদ্দেশ হওয়াটা মাফ করা যায় মনে হয়
আমি আবার নিরুদ্দেশ হইলাম কবে? ভীড়ের মধ্যে ছিলাম। এইজন্যে টের পান্নাই
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
কেন জানি লগ ইন করতে পারছি না।
পরীক্ষার সময় বেশী বেশী ছড়া লিখ।
ছড়ার মতোই পরীক্ষা হবে।
পরীক্ষার সময় বলতে কি আপনি পরীক্ষার খাতায় লিখতে বলতেসেন নাকি?
এত ঝড় ঝাপ্টা পার হয়ে কষ্ট করে মন্তব্য করার জন্য ধন্যবাদ!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
Lina Fardows
ভালই লাগল মানুষ ছড়া
সারা ব্লগ যখন পশুতে ভরা
Lina Fardows
ধন্যবাদটও কড়া!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আইছে এদ্দিন পরে! আরো লেখো মিয়া !!
লেখা জোস!
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কত লিখতে কন ছোট ভাই ! হাজার হইলেও তো মানুষ!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
জট্টিল!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
থ্যাংকু ভাইজান
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
অসামান্য রকম ভাল লাগলো। শুধু তারা না, প্রিয় পোস্টেও যোগ করে রাখলাম।
খাইসে! পশু দিবস বলে তাড়াহুড়ায় লেখা এই জিনিস এত ভালো লাগসে দেখে যারপরনাই আনন্দিত আমি!
অনেক ধন্যবাদ, অভি ভাই।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
অসাধারণ একলামেঘ! আবারো অসাধারণ! তোমার মাথাটা যে কি!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বড়সড় একটা কিউট থ্যাংকিউ, বুলিয়ান প্রিন্সেস!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
দারুণ।
থ্যাংকস, পান্থ দা।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
দারুন হইসে ছড়াটা জিহাদ মিয়া !
অনেক ভাল লাগল।
--------------------------
--------------------------------------------------------
হাউ মাউ খাউ ধন্যবাদ, ভূঁত ভাই!!
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
অনেক দিন পর স্বপ্নাহত'র ছড়া পড়লাম।
দারুন এক কথায় দারুন !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অনেকদিন পর আপনেও আমার একটা ধন্যবাদ নেন
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
অসাধারণ।
=============================
ঠিকাছে উস্তাদ
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
'মানুষ' ছাড়া আসলেও চলতেসিলো না, খুব ভালো কর্ল্লেন স্বপ্নাহত!!
আগে বলেন স্বপ্নাহত এখন পর্যন্ত কোন কাজটা খারাপ করসে?
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
জোস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
এতো কম ছড়া লিখেন কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বেশি লিখলে আপনিই একসময় বলবেন এত বাজে এবং এত বেশি লিখেন কেনু, কেনু, কেনু
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
এইটা মিস করছিলাম।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
নতুন মন্তব্য করুন