১ | লিখেছেন রেনেট (তারিখ: শুক্র, ১২/০৬/২০০৯ - ৩:১৯অপরাহ্ন)
ছড়াকারের জন্মদিনে ছন্দে ছন্দে শুভেচ্ছা না জানালে কেম্নে কি!
আকতার ভাইকে আবারও শুভেচ্ছা।
স্বপ্নাহত ভাইকে
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
২ | লিখেছেন নিবিড় (তারিখ: শুক্র, ১২/০৬/২০০৯ - ৩:১৯অপরাহ্ন)
সকাল থেকেই ভাবছিলাম কেও আকতার ভাইয়ের জন্মদিনে পোস্ট দেয় না কেন।আর কেও না দিলে আমিই দেওয়ার অপচেষ্টা নিতাম। তবে শেষ পর্যন্ত আরেকজন ছড়াকার পোস্ট দেয়ায় ভালই হল কারণ আমি আর যাই লিখি এইরকম ছড়া তো লিখতে পারতাম না। তাই জিহাদ তোর প্লাস।
৩ | লিখেছেন রেনেট (তারিখ: শুক্র, ১২/০৬/২০০৯ - ৩:২১অপরাহ্ন)
খেকশিয়ালের পোস্ট আপনার নজর এড়িয়ে গেছে...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
৫ | লিখেছেন রেনেট (তারিখ: শুক্র, ১২/০৬/২০০৯ - ৩:২৯অপরাহ্ন)
আরে মিয়া ভুলের কি আছে! জন্মদিনের পোস্ট যত বেশি, তত আনন্দ!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
১৬ | লিখেছেন শাহেনশাহ সিমন [অতিথি] (যাচাই করা হয়নি) (তারিখ: শুক্র, ১২/০৬/২০০৯ - ১০:২৮অপরাহ্ন)
তিনি ভোর সাড়ে সাতটায় আমার মুঠোফোনে লেখনীবার্তা পাঠাইলেন যেন বাসে চলে যাই তিনি কেক-কোক খাওয়াবেন। কিন্তুক দুর্ভাগা আমি আজকেই শরীরটা অচল হলো সাময়িকভাবে!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মন্তব্য
ছড়াকারের জন্মদিনে ছন্দে ছন্দে শুভেচ্ছা না জানালে কেম্নে কি!
আকতার ভাইকে আবারও শুভেচ্ছা।
স্বপ্নাহত ভাইকে
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সকাল থেকেই ভাবছিলাম কেও আকতার ভাইয়ের জন্মদিনে পোস্ট দেয় না কেন।আর কেও না দিলে আমিই দেওয়ার অপচেষ্টা নিতাম। তবে শেষ পর্যন্ত আরেকজন ছড়াকার পোস্ট দেয়ায় ভালই হল কারণ আমি আর যাই লিখি এইরকম ছড়া তো লিখতে পারতাম না। তাই জিহাদ তোর প্লাস।
প্রিয় ছড়াকার আকতার ভাই শুভ জন্মদিন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
খেকশিয়ালের পোস্ট আপনার নজর এড়িয়ে গেছে...
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ভুলটা আমারই আমিই আসলে খেয়াল না করে বলেছি, জিহাদ বেচারা আমার কথা শুনে পোস্ট দিয়ে দিল
তবে ব্যাপারটা খারাপ না দুইবার উইশ পেলেন প্রিয় ছড়াকার
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আরে মিয়া ভুলের কি আছে! জন্মদিনের পোস্ট যত বেশি, তত আনন্দ!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জন্মদিনের শুভেচ্ছা আকতার।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ জন্মদিন আকতার আহমেদ ওরফে আমাদের বেক্কল ছড়াকার।
ভাল কাটুক দিন।
ছড়ায় ছড়ায় কিন্তু reply চাই।
স্বপ্নাহত দারুণ হয়েছে।
পুনরায় শুভেচ্ছা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
শুভ জন্মদিন আকতার ছড়াকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শুভ জন্মদিন আকতার ভাই, ছন্দে ছন্দে কাটুক আপনার এই দিন
বাহ! দারুন ছড়া স্বপ্নাহত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আবারো শুভদিন
(স্বপ্নাহত ছেলেটা জিনিস আছে)
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
বেক্কল ছড়াকার
লেখনিতে কড়াধার!
---
হেপ্পী বাড্ডে।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
কতোদিন পর স্বপ্নাহত ?
মাঝে মাঝে দেখা দিলেও তো হয়।
ছড়া যথারীতি ভালো হয়েছে।
আকতার ভাইকে আবারো শুভেচ্ছা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
উইশ-ছড়াও অনেক ভালো হয়েছে কিন্তু স্বপ্নাহত!
আর, আকতার ভাই, হ্যাপি বার্থডে বলতে হবে?! কী খাওয়াবেন বলেন?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সচল কাঁপানো ছড়াকার আকতার ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
সচলে তাঁকে আরো নিয়মিত চাই!
তিনি ভোর সাড়ে সাতটায় আমার মুঠোফোনে লেখনীবার্তা পাঠাইলেন যেন বাসে চলে যাই তিনি কেক-কোক খাওয়াবেন। কিন্তুক দুর্ভাগা আমি আজকেই শরীরটা অচল হলো সাময়িকভাবে!
অনেক, অনেক, অনেক শুভেচ্ছা আকতার
আবারও অনেক ধন্যবাদ রেনেট, নিবিড়, রণ'দা, অনিন্দিতা, তানিম ভাই, গৌতম'দা, মুমু, রানা'পা, বিপ্লব ভাই, শিমুলাপা, সাইফুল ভাই, শিমুল ভাই, সিমন ভাই, স্নিগ্ধাদি...
স্বপ্নাহত'র সচল নিদ্রা এবার শেষ হোক। ছড়ার জন্য থ্যাঙ্কু!
শুভ জন্মদিন, আকতার ভাই।
স্বপ্নাহত, দারুণ ছড়া। কিন্তু লেখালেখিতে এত অনিয়মিত কেন?
আবারো জন্মদিনের শুভেচ্ছা আকতার ভাই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
জন্মদিনের পারিজাত শুভেচ্ছা আকতার ভাই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আমার কেবলই দেরি হয়ে যায়। জন্মদিনতো পার হয়ে গেছে। তাই শুভ কামনা জীবনের বাকি সবগুলো দিনের জন্য।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
থ্যাঙ্কু অ.প্র, তাতা'পা, মানিক ভাই ও পান্ডব'দা।
শুভ জন্মদিন। সব ভালো হোক।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
শুভ জন্মদিন আকতার ভাই।
শুভ জন্মদিন আকতার ভাই
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন