কথোপকথন

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: মঙ্গল, ২৫/০৮/২০০৯ - ১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

তুই আমারে কইলি- যদি জানতি রে!
এই শিবিরের ছায়ায় কত শান্তি রে!

দুই জাহানের বাঁধন হবে নিবিড় রে
দিলটা যদি দান করে দিস শিবির রে!

শুইনা ভাবি দুই গালে দেই দুই থাপড়
লাল সবুজে পা দিয়া লস তুই ফাপর ?!

( যার মনেতে জ্বলতেসে আজ চাঁদ, তারা
গড়বে নাকি দেশের দেয়াল , ছাদ তারা! )

বললি - কেন? কোনখানে ঠিক ব্যাঘাত তোর?
আমার মনেও ইসলামী জোশ, একাত্তর!!

স্মার্ট ছেলে তুই, ক্যান যে এসব তুলতে হয়
সময় সময় অতীতটাকেও ভুলতে হয় !

রাগ চড়ে যায় - যা গিয়া মর পাকিস্থান
করগা নাপাক; পাক হয়ে থাক বাকি স্থান!

স্পর্ধা কত! ভন্ডরে কস্ - " কি বীর রে! "
মুক্তি ভুলে জায়েজ করিস শিবির রে?!

এই দেশেতে শ্বাস নিতেসিস কোন মতে?
তুই রাজাকার, গাদ্দারি তোর জন্মতে!


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চমৎকার !
মাঝে মাঝে এরকম লিখলে তো হয়...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

মাঝে মাঝে তো লিখতেসিই ই দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

s-s এর ছবি

এই মাত্র ঢুকলাম সচলে।অতিচমৎকার ছন্দাহত! শুধু ফাপড়ে আর ছাঁদ বানান দু'টো ঠিক নেই। ছাদ মানে মাথার ওপর যা তাই তো বুঝিয়েছেন, না'কি ছিরিছাঁদের কথা বলছেন? যাই হোক, পাঁচ তারা, অনিকেতের মত বললে বিশ লক্ষ তারা। এবার আপনার কাজ হচ্ছে ঢাকায় শিবিরের কোনো মজলিশে এটাকে তালে তালে আবৃত্তি করে শোনানো।
সাবাশ!

স্বপ্নাহত এর ছবি

ঠিক করে দিলাম। ধন্যবাদ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এবার আপনার কাজ হচ্ছে ঢাকায় শিবিরের কোনো মজলিশে এটাকে তালে তালে আবৃত্তি করে শোনানো।

সঠিক!

স্বপ্নাহত এর ছবি

সিমন ভাই, সাথে বডিগার্ড হিসেবে আপনারে নিয়ে যাইতে হবে তাইলে চোখ টিপি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

এরাম আরো চাই।

নজমুল আলবাব এর ছবি

স্মার্ট ছেলে। চোখ টিপি

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

স্বপ্নাহত এর ছবি

হ! খাইছে

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

নুরুজ্জামান মানিক এর ছবি

তুই রাজাকার, গাদ্দারি তোর জন্মতে!

দূ্র্দান্ত ! অসাধারণ !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ মানিক ভাই হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

কীর্তিনাশা এর ছবি

গুল্লি ছড়া হইছে। গুল্লি

এই না হলে স্বপ্নাহত ! কই থাকেন ভাই ইদানিং ????

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

ইদানিং খালি ঘুমাই আর স্বপ্ন দেখি দেঁতো হাসি

ধন্যবাদ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

সুহান রিজওয়ান এর ছবি

উড়ায়ে দিসেন বস, পরিচিত মহলে এই লেখার কপি-পেস্ট দিয়া দিতাসি অক্ষনি...
মারহাবা ! !
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

স্বপ্নাহত এর ছবি

অনেক ধন্যবাদ সুহান মিয়া। অবশেষে নিজের চে একটা ছুট পুলা পাইসি সচলে! দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক
....................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক
....................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

আকতার আহমেদ এর ছবি

চলুক
ভাই, এইবার একটু নিয়মিত হওন যায় না?

হিমু এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

তুই হাস্তার্লে আমার্হাস্তে দোষ্কী হো হো হো

স্বপ্নাহত এর ছবি

কিসু কৈলাম না । আক্তার ভাইয়ের কমেন্ট পইড়া প্রথমে আমার হাসিও হিমু ভাইয়ের মত হইসিল দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

সবজান্তা এর ছবি

এই দেশেতে শ্বাস নিতেসিস কোন মতে?
তুই রাজাকার, গাদ্দারি তোর জন্মতে!

অসাধারণ ! অসাধারণ !! অসাধারণ !!!


অলমিতি বিস্তারেণ

স্বপ্নাহত এর ছবি

দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

হিমু এর ছবি

বিধ্বংসী! পুরা ইন্টারকন্টিনেন্টাল!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

স্বপ্নাহত এর ছবি

ঠিকাসে দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মৃদুল আহমেদ এর ছবি

দারুণ ভাইটি! দারুণ! ফাটাফাটি! জোশ! ...আর কত কী বলব?
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

স্বপ্নাহত এর ছবি

আর কিসু বলার দরকার নাই। এটুকুতেই খুশি হয়া গেসি ভাইডি দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

নিঘাত তিথি এর ছবি

ফাটাফাটি। কি ব্রিলিয়ান্ট একটা ছেলে যে সচল পাইসে, গর্ব হয়। চলুক
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

স্বপ্নাহত এর ছবি

তিথি আপু কোন সময় কম প্রশংসা করতে পারেন না!

তবে আপনার কমেন্ট পড়ে খুব মজা পাইসি। কালকেই ক্লাসে এক শ্রদ্ধেয় শিক্ষক পরীক্ষার খাতা দিতে দিতে আমার প্রশংসা করে অনেক কিসুই বলসেন। তারমধ্যে যে দুইটা শব্দ সবচে বেশি বার বলসেন তা হচ্ছে - ননসেন্স আর রাবিশ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

রেনেট [অতিথি] এর ছবি

কেম্নে লেখেন এমন! অসাধারণ!

স্বপ্নাহত এর ছবি

ঠিকাসে । ধন্যবাদ রেনেট ভাই ! দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিকেত এর ছবি

বাহ, চমৎকার----
s-s তোমাকে পাঁচতারা এবং আমার বিশ লক্ষ তারা দেয়ায় মনে করো না যে আমার তারার ভান্ডার খালি!

এই চমৎকার ছড়ার জন্যে এক্কেরে 'ইস্পেশাল' ত্রিশ লক্ষ তারা---!!!

মাভৈঃ

স্বপ্নাহত এর ছবি

হা হা। আমার পোস্টে অনিকেতদার নিদেন পক্ষে কয়েক লক্ষ তারা না থাকলে কেমন যেন খালি খালি লাগে।

অনেক ধন্যবাদ, অনিকেত দা!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

_প্রজাপতি এর ছবি

জোশিলা

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

অনেকদিন আগে একবার ফোন করে আপনাকে বলেছিলাম ছড়া লেখায় আরেকটু মনোযোগ দিতে। হেয়ালি বাদ দিয়ে আরেকটু নিয়মিত হইতে। আজ এতোদিন পরে আবারও বলি (এইটা অনুরোধ হিসেবেও বিবেচনা করতে পারেন) আপনার মধ্যে যে সম্ভাবনা এইটা শুধু শুধু নষ্ট করা অন্যায় হবে। ছড়া অনেকেই লেখেন, কিন্তু পাঠককে চমকে দেয়ার ক্ষমতা সবার থাকেনা। আপনার সেই ক্ষমতা আছে এবং বেশ ভালো রকমেরই আছে। ছন্দ-মাত্রা-বিষয় নির্বাচন সমস্ত কিছুই বেশ জোরালো ভাবে উপস্থিত আপনার লেখায়।
তাই, স্বপ্নাহত নিয়মিত ছড়া লিখুক- এই দাবী অনেক পাঠকের মতো আজ আমারও

স্বপ্নাহত এর ছবি

আপনার মন্তব্য রীতিমত ইন্সপায়ারিং , আকতার ভাই!

চেষ্টা করবো নিয়মিত লিখতে । তবে আগেই বলে দিচ্ছি আমার মত অলস বালকরে দিয়া কিসু হবার চান্স খুব কম!

এবং অনেক ধন্যবাদ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

আকতার আহমেদ এর ছবি

অনেকদিন আগে একবার ফোন করে আপনাকে বলেছিলাম ছড়া লেখায় আরেকটু মনোযোগ দিতে। হেয়ালি বাদ দিয়ে আরেকটু নিয়মিত হইতে। আজ এতোদিন পরে আবারও বলি (এইটা অনুরোধ হিসেবেও বিবেচনা করতে পারেন) আপনার মধ্যে যে সম্ভাবনা এইটা শুধু শুধু নষ্ট করা অন্যায় হবে। ছড়া অনেকেই লেখেন, কিন্তু পাঠককে চমকে দেয়ার ক্ষমতা সবার থাকেনা। আপনার সেই ক্ষমতা আছে এবং বেশ ভালো রকমেরই আছে। ছন্দ-মাত্রা-বিষয় নির্বাচন সমস্ত কিছুই বেশ জোরালো ভাবে উপস্থিত আপনার লেখায়।
তাই, স্বপ্নাহত নিয়মিত ছড়া লিখুক- এই দাবী অনেক পাঠকের মতো আজ আমারও

শামীম রুনা এর ছবি

_জোশ!_

_______________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ, আপু হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মামুন হক এর ছবি

দুর্দান্ত ছড়া! পুরাই কমান্ডো হইসে!!!
নিন্দুকে যাই বলুক আমি এই ছড়ারে বিলিওন বিলিওন তারা দিয়ে গেলাম।
সাথে ছড়াকাররে স্যালুট!!

স্বপ্নাহত এর ছবি

হা হা হা। মামুন ভাই এত তারা রাখি কোথায় বলেন?! অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নতুন একটা আকাশ ইজারা নিতে হবে!

অনেক ধন্যবাদ, বস!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শাব্বাস!
চলুক

স্বপ্নাহত এর ছবি

হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

তুলিরেখা এর ছবি

দারুণ!
আপনি নিয়মিত লিখলে খুব উপকার হতো।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্বপ্নাহত এর ছবি

নিয়মিত না লিখলেও অপকার অন্তত হবেনা। কথা দিচ্ছি!

ধন্যবাদ ।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি

তুই কী জানস তুই কী চোখ টিপি একটু নিয়মিত হ এইবার নাইলে কেম্নে কী হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্বপ্নাহত এর ছবি

হ জানি। দেখা হইলে কমুনে চোখ টিপি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

ফ্যান্টাবুলাস!!!!!

নৈশী।

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ, নৈশী !

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

যুধিষ্ঠির এর ছবি

ব্যাপক ফাটাফাটি হইসে!

এটা কি ফিরে আসা, নাকি আবার দীর্ঘ শীতনিদ্রার প্রস্তুতি?

স্বপ্নাহত এর ছবি

এইটা হচ্ছে শত ব্যাস্ততা(?) অথবা শত আলসেমির পরেও আপনাদের টানে ফিরে ফিরে আসা ! দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা চৌধুরী এর ছবি

স্বপ্নাহত দারুন লিখেছ!

স্বপ্নাহত এর ছবি

যাক্! অবশেষে আমার সবসময়ের শুভাকাঙ্ক্ষীর মন্তব্য পাওয়া গেল!

অনেক ধন্যবাদ, আপু!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মূলত পাঠক এর ছবি

এমন ছন্দ, আর ভাব যা ফুটেছে তা আর কত কী বলবো! আমি তারাটারা বিশেষ দিই না, কিন্তু এ ছড়ায় অনিকেত স্টাইলে লাখখানেক দিলাম। হাসি

স্বপ্নাহত এর ছবি

আপনি দিলেন, আমিও নিলেম!

ধন্যবাদ মূলত পাঠক কিন্তু জন্মগত ভাবে লেখক ভাইকে!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মৃত্তিকা এর ছবি

এক কথায় চমৎকার!

-------------------------------------------------------------------------------------
সামনে যদি যাবি ওরে, থাক-না পিছন পিছে পড়ে।

স্বপ্নাহত এর ছবি

আপনাকেও এক কথায় ধন্যবাদ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

এনকিদু এর ছবি

দূর্দান্ত হয়েছে । অনেক দিন পর তোমার লেখা পড়ার সৌভাগ্য হল । এখন থেকে আবার নিয়মিত হও । সচলে তোমরা লিখনা দেখে কোরাম পূরণের জন্য আজকাল চার হাত পায়ে লেখে এরকম লোক ঢুকান হচ্ছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্বপ্নাহত এর ছবি

আপনারেও আজকাল দেখা যায়না। কই থাকেন? ইয়ে, মানে...

সচলে তোমরা লিখনা দেখে কোরাম পূরণের জন্য আজকাল চার হাত পায়ে লেখে এরকম লোক ঢুকান হচ্ছে

কন্কি!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

স্বপ্নাহত এর ছবি

গুরু গুরু

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফাটান্তিস...

ফেসবুকে মারলাম এইটা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফাটান্তিস...

ফেসবুকে মারলাম এইটা...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দৃশা এর ছবি

আমাদের ক্রিকেটারদের কখনও বাংলার দামাল ছেলে আবার কখন সময় বিশেষে বাংলার ধামরা পোলা বানাইয়া দেওয়া হয়। কিন্তু এই ছেলেটারে স্থায়ীভাবে বাংলার দামাল ফোয়া খেতাব দেওয়ার দাবী জানাইয়া গেলাম।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।