ক্যামনে বলো জিত তারে?

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ১৬/১২/২০০৯ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বলবো তবে জিত কারে
আজো যখন কান পাতা দায়
রাজাকারের চিৎকারে ?

চাইলো বিভেদ হিন্দু এবং
মুসলমান আর বৌদ্ধতে
মারলো যারা সোনার ছেলে
ডিসেম্বরের চৌদ্দতে।

আজ নিদারুণ স্পর্ধাতে
সেই মুজাহিদ, গোলাম আজম
যখন টিভির পর্দাতে

টক শো করে মাস্তি করে
আমার দেশের মুক্তিতে
তোমার তবু হয়না বিকার,
জিত হলো কোন যুক্তিতে?

আল-বদরের কথায় যখন
সত্য হয় আজ মিথ্যারে
ক্যামনে বলো জিত তারে?


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

হিমু এর ছবি

সাবাশ ব্যাটা বাঘের বাচ্চা!

এই বরাহদের শিকার করতে হবে!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুহান রিজওয়ান এর ছবি

জিতবোই এইবার...

_________________________________________

সেরিওজা

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পাঁচতারা!
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

স্বপ্নার ঘুম তাইলে ভাঙছে...
সাবাশ ব্যাটা বাঘের বাচ্চা... ফাটায়া ৫
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ওডিন এর ছবি

ভাইরে গুল্লি দিয়া হবে না, একখান কামানের ইমো দরকার।
______________________________________
আসলে কি ফেরা যায়?

স্নিগ্ধা এর ছবি

কোত্থেকে বিশেষ বিশেষ দিনে এরকম মারকাটারি এক একখান ছড়া নিয়ে উদয় হন? হাসি

স্পার্টাকাস এর ছবি

বসিক ছড়া।

জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মত
বেরিয়ে এসেছ পথে, স্বাধীনতা, তুমি দীর্ঘজীবি হও।

রাহিন হায়দার এর ছবি

দূর্দান্ত!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অনার্য সঙ্গীত এর ছবি

দূর্দান্ত!
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নাশতারান এর ছবি

উত্তম জাঝা!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

ধুসর গোধূলি এর ছবি

- সাবাস ব্যাটা। চলুক

শেষের প্যারাতে "জিত জিত বলে চিল্লাও সবে" ধরণের একটা লাইনের কমতি অনুভব করছি পড়তে গিয়ে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

ক্যামনে বল জিত তারে?

সবজান্তা এর ছবি
মামুন হক এর ছবি

এই বরাহদের শিকার করতে হবে!

স্বপ্নাহত এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক এর ছবি

এসো... একসাথে বুক চিতিয়ে দাঁড়াই,
আরো একবার বাঘ হই-
স্বমস্বরে করি গর্জন গুড়িয়ে দেই পাথুরে দেয়াল,
একসাথে থাবা তুলি,
রাক্ষসের দুঃসহ দুঃস্বপ্নের বাস্তবায়নে...

---- মনজুর এলাহী ----

নিবিড় এর ছবি

ঘুম ভাঙ্গলে এইভাবে মাঝে মাঝে ফিরে আসিস দারুণ করে চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

ভণ্ড_মানব এর ছবি

দোস্ত, সেইরকম ঝাঁঝালো লেখা দিসোস। তারা দাগাইতে মঞ্চায়। হাসি
এদের বিচার না হওয়া পর্যন্ত প্রকৃত বিজয় আসবেনা, সংগ্রাম চালিয়ে যেতে হবে।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

নিঘাত তিথি এর ছবি

চলুক
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সাফি এর ছবি

ধারুন

অনিন্দিতা চৌধুরী এর ছবি

অনেক দিন পর পড়লাম মনে হয়।
খুব ভাল লাগল স্বপ্নাহত।

তিথীডোর এর ছবি

দুর্দান্ত !!!!

--------------------------------------------------

"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক উত্তম জাঝা!

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

খেকশিয়াল এর ছবি

অসাধারণ, অতুলনীয় !!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।