খবর: এখানে
দু:খু, বড় দু:খু হয়
এই জমানায় ক্যামনে মানুষ
এত্ত বড় মুখ্যু হয় ?
ভাবছিলো তো বাঁইচ্যা যাবে
জীবনভরই নাইচ্যা যাবে
বুঝতারেনাই মরার আগে
প্ল্যানটা এরম কাইচ্যা যাবে।
ঝুলবে গলায় ফাঁসটা রে
ছয়টা আরো রইলো বাকি
হইলো খতম পাঁচটা রে!
এইখানে ঠিক শেষ না করে
সামনে আরো দেক্তে চাই
খুব অচিরেই একটা আবার
এমুন ছড়া লেক্তে চাই।
তার আগে তক কই নিজামী
আর মুজাহিদ চাচ্চুরে
কিংবা গোলাম আযম এবং
ঐ রাজাকার বাচ্চু রে -
আর কটা দিন করেন সবুর
কইরা না আর কাইজ্যা রে
ইষ্টকে যা বাদাম আছে
খাইতে থাকেন ভাইজ্যা রে।
মন্তব্য
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
একদম সময় মতো হাজির!
আপ্নে গুরু !!!!!!!!!!
_________________________________________
সেরিওজা
মারডালা !!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ফাডায়ালাইছেন...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
পারফেক্টো!!
সবাইরে ধইন্যবাদ!
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
ফাট্টাফাট্টি...
— বিদ্যাকল্পদ্রুম
গুলি না, গ্রেনেড!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
প্রাণ জুড়ায় গেল...![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এগুলা মাথায় আসে কিভাবে![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
চরম হয়েছে।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অসাধারণ।
এত দ্রুত কিভাবে লিখলেন? আগে থেকে pre-cook করা ছিল নাকি?
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
জ্বী না। এইটা আগে থেকে রান্না বান্না করা হয়নাই। ঘটনা শোনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
দারুন, ভাই আপনে তো স্বভাবকবি![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
অসাধারন...
____________________________
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"
____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"
- যারা রাজাকারদের ফাঁসী হলে দুনিয়া উল্টে যাওয়ার 'যুক্তি' (পড়ুন, ভয়) দেখায়, এই রায় কার্যকর তাদের মুখে ঠুণ্ডা ঝাঁটার কইষ্যা বাড়ি।
বয়স হওয়ার পর থেকেই শুনে আসতেছি বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসী হলে হেন হবে তেন হবে। কী বালটা বাঁকা হলো এবার?
এইসব পাকি পেয়ারুদের কথাবার্তা, যুক্তিতর্ক প্রভৃতির হেজিমোনিকে ঠাস করে রাজাকারদের ধরে ধরে সের হিসেবে ফাঁসীতে ঝুলানো হোক।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বুখে আয় বাবুল!
কোবতেখানা বালো হয়েচে।
কানা-বাবা
কানা-বাবা@হটমেইল.কম
কেমন যেন শিহরণ লাগতেছে রে ভাই।
চিল্লাইতে ইচ্ছা করতেছে আনন্দে।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
পুরাই এটম বোম!!
দারুন লিখেছ বস!!!
প্রথম ভার্সন পড়েই গোলাগুলি শুরু কর্ছিলাম। এখন তো তাইলে বোমাবাজী করা লাগে![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
গুল্লি!
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
কড়া ছড়া ..................।।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
এইজন্যই ছন্দাহতকে এত ভালোবাসি। ঠিক সময়ে ঠিক কাজটি করার জন্য।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
গুল্লি!!!!!!!!!!!!!!!!!!
পুরাই গুল্লি বস!
হোতাইয়ালাইছেরেরেরেরেরেরেরেরে..................
মন ভরে গেল!
চমৎকার।
পুরাই
![গুল্লি গুল্লি](http://www.sachalayatan.com/files/smileys/guli.gif)
দারুণ!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ফাটাফাটি!!!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
ফাটাফাটি হইছে বস।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ওরে..............................
...........................
Every Picture Tells a Story
চ্রম !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
২৬ | দ্রোহী | বিষ্যুদ, ২০১০-০১-২৮ ০৬:০৪
হোতাইয়ালাইছেরেরেরেরেরেরেরেরে..................
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
জট্টিল ....![উত্তম জাঝা! উত্তম জাঝা!](http://www.sachalayatan.com/files/smileys/jajha.gif)
---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
যারা যারা মন্তব্য করলেন সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
কোপা!!!!!! কোপা!!!!!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পুরা দিলম চাক্কুরে !!!![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
একদম! পুরোই সেরাম হয়েছে![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
------------------------------------------------------------
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
দারুণ দারুণ (তালিয়া)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ভয়ঙ্কর ভালো লাগলো, অসাধারণ।
সন্ধ্যা
ফাটাফাটি!!
দু-একটা প্রশ্ন আছে, এই নিয়ে বিশদে জানতে চাই। এই অংশটা পেলাম নেটে:
The original trial court in 1998 found 15 ex-army officers guilty and sentenced them to death but the High Court later acquitted three of them. Of the remaining 12, five were hanged Thursday, six are fugitives and one died in Zimbabwe.
ঐ প্রথম ৩ জন এখন কী করে, থাকে কোন দেশে? আর ৬ পলাতকেরা কি নিরুদ্দেশ, না কি অন্য দেশে ঘাঁটি গেড়েছে?
প্রথম ৩ জন সম্ভবত দেশেই আছে যদিও আমি নিশ্চিত নই।
বাকিরা পলাতক বিভিন্ন দেশে...মতভেদ আছে কোন কোন দেশে...শুনেছি...পাকিস্তান, লিবিয়া, ইংল্যান্ড, কানাডা আর আমেরিকার নাম।
এটা পড়ে দেখুন। বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম তথ্য পাবেন, তবে দেশগুলো ঘুরেফিরে এই কয়টাই।
--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ঝাক্কাস।
আগুন হইছে পুরা রে ভাই! আগুন!!!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বস হইছে!
...........................
কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সব্বাইকে তৃতীয় দফায় ধন্যবাদ !
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
চতুর্থ দফার প্রথম
আমিই জানায়া গেলাম। ![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন