[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুশিয়ার! হুশিয়ার!! ]
.................................................................................................
.................................................................................................
কইছে হ্যারা মাস্টরেরা, দেশটা যারা চালায়
ফান্দে নাকি পড়বে এবার সব রাজাকার হালায়
আম জনতার জ্বালায়
তাল তো ভালোই দিসেন তাতে শেখ হাসিনা খালায়
কিন্তু এখন সবতে কি াল ফালায়?
লুঙ্গি তুলে মীর কাশেম-এ নইলে কিবায় পালায়?
মন্তব্য
মহামতি দ্রোহী, জোকারের পিছের ব্যাটা কী করে?
একই প্রশ্ন আমারো...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
▀ ▄
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
চমৎকার.....মারত্মক মজা পাইছি ...
মূর্তালা রামাত
শেষ দুই লাইনের ছন্দ ঠিক ধরতে পারতেসি না। নানানভাবে ট্রাই করতেসি
দেখা হইলে বুঝায় দিবোনে
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
আগুন!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
পুরা গুল্লি...
আরেকটু বড় হইলে আরও জোস পাইতাম।
পড়া শুরু না করতেই শেষ হয়ে গেল।
আমি নিশ্চিত - আপনি আরো ভালো লিখতে পারেন!
ঠিকাছে
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
কনটেক্সট ঠিকাছে গুরু। প্রচেষ্টাও ঠিকাছে। কিন্তু এই ছড়াটা ঠিক গুরুসুলভ হয় নাই।
আরেকটা লিখেন ছড়া, বড় কইরা। এতো ছোট ছড়ায় পোষায় না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু, ছড়া ছোট কেন সেটা পিপিদা বলে দিসে। সিরিজ যখন নাম দিসি তখন আরো নিশ্চয়ই আসবে
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
ভাল হয়েছে। আমার মনে হয় ছড়াটাতে সমসাময়িক একটা ঘটনা উঠে এসেছে বলে ছোট। আপনি বোধহয় এই ঘটনা নিয়েই লিখতে চেয়েছেন। এরকম আরো ঘটনা/অঘটনা ঘটবে, আপনি নতুন মশলাও পেয়ে যাবেন।
পিপিদা আমার ব্যাপারটা ধরতে পারসেন দেখে ধন্যবাদ!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
দ্রোহী দা, বুনো হাঁস, তৌফিক হাসান, স্পর্শ ভাই , মুর্তালা রামাত , শুভাশীষ দাস - মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
নতুন মন্তব্য করুন