[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুশিয়ার! হুশিয়ার!! ]
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
নীতি গেলে রসাতলে তাতে কীবা গেলো আর
এত ভেবে যায়নাতো হওয়া পাকা খেলোয়াড়
বুঝি তাই হামেশাই দু দু'খানা কামলায়
আপনার পিছে ঘুরে পাজামা'টা সামলায়?
খুবই খাসা, অভিযোগ নেই তাতে আজ আমার
শুধু বলি সবকিছু গিট্টু না পাজামার
কত আর দুদু খাবে জামাতের বিলাই এ
মনযোগ দিন এবার মুখখানা সিলাইয়ে
এত বুকাুদাগিরি লাগেনাতো ভালো আর
স্বাধীনতা যুদ্ধটা না পাজামা, সালোয়ার
ভাবে যারা তারা ঠিকই শেষে এসে পস্তায়
এদেশের মাটি কেনা নয় এত সস্তায়
চাইনা তা' ঐ মুখে হোক সেটা খেলো আর
মুখ খানা সামলিয়ে কন কথা, দেলোয়ার!
মন্তব্য
চ্রম! চ্রম!! চ্রম!!!
দেশে আসলে পেট পুরে জিলাপী খাওয়াবো আপনাকে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আপনি একটা বিশেষনের অযোগ্য লোক !!!
_________________________________________
সেরিওজা
এক্কেবারে আমার মুখের কথা কাইড়া নিলো।
অমানুষ একটা। এইভাবে কেউ কাউরে...
ছড়া এক্কেরে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আসলেই
কীইবা'র জায়গায় কীবা বসিয়ে দেখুন তো। আমার জন্য ওভাবে পড়তে আরাম।
আর, দুধু শব্দটা কেমন কেমন যেন লাগে। দুদু শুনেছি, দুধু শুনি নি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সাজেশন দুইটা ডিজিটাল হইসে। গ্রহণ করলাম। দ্বিতীয়টা যদিও টাইপো ছিল। সবমিলিয়ে, ধন্যবাদ!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
চ্রম চ্রম ।
বুনোপুর সাথে একমত দুধু কি শব্দ?
পত্রিকায় খবরটা পড়েই মেজাজ গ্রম হয়ে গেছিলো। বেটা পাজামা পরতে পারিস না আর কিনা...
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
"মুখ খানা সামলিয়ে কন কথা, দেলোয়ার!"
এর বদলে 'পায়জাম খানা সামলিয়ে কন কথা, দেলোয়ার! ' বললে মানাসই হত
পাজামা সামলানোর লোক তো রাখাই আছে। এবার মুখ সামলানোর লোক দরকার। সেটাই বুঝাতে চেয়েছিলাম।
আপনার সাজেশনের জন্য অনেক ধন্যবাদ!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
গ্রম এবং চ্রম!!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
৬তারা থিক্কা এক্ষান কম
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ওদের জন্য ঘৃণা
...........................
Every Picture Tells a Story
- সালোয়ার পরা দেলোয়ারের কথাটা শুনেই মনে হয়েছিলো, ফিতা খুলে যাওয়া মুখ থেকে এর চেয়ে অন্য কিছু বের হলেই বরং আশ্চর্যান্বিত হতাম!
ছড়াকার স্বপ্নাহতকে অভিনন্দন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চালু রে চালু!
রেনেট দা, সুহান মিয়া, ওডিন, ফারুক হাসান, আকতার ভাই, বোহেমিয়ান, বাউলিয়ানা, রাসেল, বালিকা আফা, মোস্তাফিজ ভাই, ধূগো, হিমু দা, রাহিন ভাই, সাইফ তাহসীন - আপনাদের সবাইকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
নতুন মন্তব্য করুন