[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুশিয়ার! হুশিয়ার!! ]
ডরাইসে রে ডরাইসে
যুদ্ধাপরাধ গরাদ ভেঙে
ফিল্ডে যখন গড়াইসে
বুইঝা বিপদ মর নিজামী
দ্যাখ না কেমুন ডরাইসে
পাক চাটা ছাগ বাদ্দিয়া কাজ
দুই গালে দুই হাত দিয়া আজ
কাঁপতাসে আর ভাবতাসে কোন
পাগলা সাঁকো নড়াইসে
মন্ত্র আবার একাত্তরের
কোন নালায়েক ছড়াইসে!
দ্যাখ, নিজামি ডরাইসে!
হইতেসেনা শান্তিতে ভোজ
স্বপ্নে খালি দেখতেসে রোজ
মুক্তি নামের বিচ্ছুগুলা
মাল্য জুতার পড়াইসে
রাষ্ট্র নামের যন্ত্র(ণা) টা
উল্টা শূলে চড়াইসে!
দ্যাখ, নিজামি ডরাইসে!
"গন্ডগোল" এর ভন্ড ছাগল
মাথার ঘায়ে কুত্তা পাগল
হইয়া গিয়া দ্যাখ না কী সব
পায়জামাতে ঝরাইসে!
বীর বাঙালি আজকে আবার
বক্ষে কাঁপন ধরাইসে!
দ্যাখ, নিজামি ডরাইসে!
মন্তব্য
জোস!
হাহাহা
জটিলস্য !
বালককে নিয়মিত দেখে ভালো লাগতেসে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মাল্কবি,
লেখাটা শেয়ার করলাম খোমাখাতায়।পাগল হয়া গেছি পইড়া।
ইতি তোর মাস্ফ্যু ভাই।
এই সিরিজে এইটা সবচেয়ে দারুণ
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আগুন ঝরানো লেখা!!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কাহিনি কি? ব্লগের সব পুরান পাপী একলগে হইসে দেখা যায়
সবাইরে ধইন্যবাদ!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
রক্ত গরম হয়ে গেল ছড়াটা পড়ে।সাবাস মাল্কবি!
এখন পর্যন্ত পড়া রাজাকার বধাবলী'র মধ্যে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
দুয়েকটা টাইপো আছে। ঠিক করে দেবেন। যেমন- কাপণ।
নিঃসন্দেহে সিরিজের সেরা। বক্তব্য হিসেবে তো আছেই, শুধু একটা ছড়া হিসেবেই এটা দারুণ হয়েছে - চমৎকার গঠণ, ছন্দ, শব্দচয়ন। স্বপ্নাহত রক্করে!
অসাধারন! এক কথায় অসাধারন!
যেমন শব্দ চয়ন তেমনি ছন্দের মিল!
আসলেই, এই ছড়াটাই সিরিজের সেরা!
সময় এসেছে পক্ষ চিনে নেবার, এবং তার হয়ে লড়বার। অবশ্যই তা স্বাধীনতার স্বপক্ষ শক্তির।
বিচার চাই, বিচার হতেই হবে এবার!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
এইটার ছন্দ সবগুলার চেয়ে জোস !!!!
... আপনে মানুষ না, মেসি একটা !!!
_________________________________________
সেরিওজা
পুরাই ঝাক্কাস...!
কেমনে লেখেন এইগুলা?
এমন দুঃসহ ভালো ছড়া লেখা ঠিক না!
প্রতিবাদস্বরূপ
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
সিরিজের নামটা ট্যাগে ব্যবহার কোরো। তাহলে একবারে সব কয়টা দেখার সুযোগ থাকবে।
সিরিজ চলুক গড়গড়িয়ে।
দারুণ!
- থামন্তিস নাই। এই সিরিজের জ্বলন্ত সব ছড়া আসতে থাকুক যতোদিন না এইসব বরাহকে শূলে চড়ানো হচ্ছে।
যা ব্যাটা, পরকালে তোর হুরভাবীদের থেকে একটাকে তোর নামে ওয়াক্ফ করে লিখে দিলাম। [পোয়েটিক তুই তুকারী যদিও!]
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুণ... বেশি মজা পেলুম পড়ে...... চলতে থাকুক!!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
অসসাধারণ! আপনার হাত খানাও কাটিতে চাই! যদি অনুমতি দ্যান...
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
সচলের সবচেয়ে ফাটান্তিস ধারাবাহিক
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
খুবই ভালো লাগলো।
চলুক
______________________________________
লিনলিপি
______________________________________
লীন
ছড়া গুলো যদি এম আখতার মুকুলের মতো গলার কেউ আবৃত্তি করে সচলে পোষ্ট দিতো!!!
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
উপ্রের মন্তব্যের সাথে তীব্র সহমত।
অসাধারন হয়েছে ছড়াটা/ছড়া সিরিজটা।
অসাধারণ! অসাধারণ!!!
অসাধারণ! অসাধারণ!!!
নতুন করে বলার কিছু পাই না।
শুধু বলা যায় দুর্দান্ত!
দূর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দারুণ!!!
মাষ্টারপীস!!!!
নতুন মন্তব্য করুন