[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
ত্রিমেরিক
---------
১.
কালামেরে কাছে ডেকে মুজাহিদ চুরাটা
বলে- তুমি জানো নাকি "কাওসার" এ সুরাটা?
মওলানা টুপিটারে
খুলে বলে চুপিসারে
চেনা চেনা লাগে, তবে নাই জানা পুরাটা!
২.
আল্লাহ তাআলার খাস নিয়ামত এই আমাদের পা'টাই
তাই তো আমি গোলাম আযম, খুইলা জুতা "বাটা"ই
মিটিয়ে মনের আঁশ, চাটিতাম
পাক বাবাদের দাস খাটিতাম
আর ইদানীং ডাইকা শিবির দুই পা নিজের চাটাই!
৩.
গ্রহগুলো ভর করে আছে শুধু শনিতে
বোঝা যায় সেটা তার নানা আলাপনীতে
কী যে বলে কী যে বলে
শুধু ডাহা মিছে বলে
নাকি ব্যাটা ছিল কাঁচা স্কুলে পাটিগণিতে?
মন্তব্য
ছোট্ট ছড়াগুলো আগের মতই অনেক ভালো লাগলো।
শুরুর দিকের তিনটি লাইনের হাইপেনের সংখ্যা একটু কমিয়ে দিলে কী ভালো হয় আরো?
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
ধন্যবাদ, রেশনুভা ভাই।
আসলে হাইফেনগুলা এক বিশেষ মহৎ উদ্দেশ্যে দেয়া। নইলে ছড়া প্রথম পাতা থেকেই পুরোটা পড়ে ফেলা গেলে কেউ আর ভেতরে ঢুকতে চায়না
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
স্বপ্নাজী, ভালু পাইলাম!
-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ধন্যবাদ, দুষ্টু আফামণি
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
রাজাকার বধাবলী, চলুক।
::::::::::::::::::::::::::::::::::::::::::
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
ধন্যবাদ। চালানোর ইচ্ছা আছে
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
২ নাম্বারটা তুখা!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ঠিকাছে
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
- ফাটাফাটি!!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুকরিয়া!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
তুখোর, লিংক গুলো দেয়ায় আরো ভালো হয়েছে, রাজাকার নিধন জারি থাকুক।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
২ নাম্বার আগুন হৈসে বস !!!
... উপরের হাইফেনগুলা একটু সাইজ দ্যান না বস, লাইন থেইক্যা বাইর্যাইয়া পড়সে...
_________________________________________
সেরিওজা
এখন ঠিকাছে? আমার মনিটরে ঠিকই আসতেসিল। সেই অনুযায়ী দিসিলাম।
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
- কামারু-চামারুরা এখন পাগলা কুত্তার মতো দিশাহারা হয়ে গেছে বাংলাদেশের জেগে ওঠা জনগণের দৌঁড়ানি খেয়ে। একজন আরেকজনের সাফাই গাইতেছে। "নিজামী-মুজারা একাত্তরে কোনো অপরাধ করে নাই। পাকিস্তানী নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধীতা করছে কেবল!"
কই যাইতাম!! এফডিসিতে কমেডি অভিনেতার কমতি পড়লে এগুলারে ঐখানে নিয়োগ দেয়া যাইতো ময়ূরীর লগে নাচার জন্য।
সারা দেশ যেইখানে মুক্তিযুদ্ধে ঝাঁপায়া পড়লো, সেইখানে তেনারা পাকিস্তানের মহান নাগরিকত্ব ধইরা রাইখা মুক্তিবাহিনী কতল করা শুরু করলো, এইটা কেবলই পাকিস্তানের প্রতি আনুগত্য, কোনো অপরাধ হইতেই পারে না!
আরে, কেবল এই কারণেই তো তাগোরে থ্রি-স্টুজেস স্টাইলে পাছায় লাইত্থাইয়া বাংলাদেশ থাইকা বাইর কইরা দেওন উচিৎ, কোনো বিচার ছাড়াই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবকটাতে
প্রথমটা সবচেয়ে বেশি দুর্ধর্ষ লাগলো আমার।
"কাওসার" এ সুরাটা'র বদলে "কাওসার" সুরাটা আর আল্লাহ তাআলার এর জায়গায় আল্লা তা'লার হলে কেমন হয়?
ঃ
হুশিয়ার > হুঁশিয়ার, ইদানিং > ইদানীং
আঁশ > আশ ( আঁশ=তন্তু, আশ=আশা )
পাটি গণিত > পাটিগণিত
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আপনিই আমার প্রকৃত শুভাকাংঙ্ক্ষী
বানানগুলা ঠিক করে দিলাম।
এ বাদ দিয়ে লিখলেও হয়। কিন্তু একটা অর্ধমাত্রা কম কম লাগে। এই জন্য দেয়া। আল্লাহ তা'লার দিলেও কোনই সমস্যা নাই।
সবশেষে, ধন্যবাদ!
---------------------------------
বাঁইচ্যা আছি
---------------------------------
বাঁইচ্যা আছি
"আশ" এখনো ঠিক হয়নি। নিচে দেখুন। ভুল বানানেই কোট করেছেন বাউলিয়ানা।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
জটিল!
২ নম্বরটা ফাটাফাটি!
কোপারে স্বপ্না কোপা.....
১ আর ২: এগুলা কী রে ভাই! কেমনে লেখেন?
সবগুলোই তুখোড়! রাজাকার বধাবলী চলতে থাকুক
প্রত্যেকটাই তুখোড়।
— বিদ্যাকল্পদ্রুম
নতুন মন্তব্য করুন