[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
ডাকলো আবার হরতালও!, সব
"দেশপ্রেমী" উজবুকে
থুঃ মারি ঐ দলের উপর
থুঃ মারি তোর মুখে!
তুই রাজাকার বাঁচলি বহুত
আল্লাহ তা'লার কৃপায়
এবার বাছা যাইবি কুথায়
পাইছি তোরে চিপায়!
মইরা গিয়া বাঁইচ্যা গেছে
তোর রাজাকার বাপে
হচ্ছে এবার কবর খোঁড়া
তোর শরীরের মাপে!
আজরাইলেও আনসে নোটিশ
খুব ছোট তার আকার
লিখসে তাতে - "খুব অচিরেই
হইবো ফাঁসি সাকা'র"!
মন্তব্য
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
অওছাম!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ডিসেম্বরের ষোল তারিখ
উইঠা সকাল বেলা
এবার তবে সাকা'র পুতের
সাঙ্গ হল খেলা।
ওদিক দিয়ে দেলুর বহর
জুড়সে আবার জিকির
পার পাবিনা এবার তো আর
যতই করিস ফিকির।
এক মাঘেতে যায়নারে শীত
আরো অনেক বাকি
আর কতদিন তুই দিবি রে
আমজনতা ফাঁকি?
--------------------------------------------
আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।
--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।
ফকার পুত হওয়া উচিত...
______________________________________
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গুরু গুরু
______________________________________
দেবাশিস মুখার্জি
[db.mukherjee.blog@gmail.com]
দুর্ধর্ষ!
________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...
দুর্ধর্ষ
এর উপরে কোনো কথা নাই।
অনন্ত
আপনার এই সিরিজটা প্রিন্ট করে রাখছি (কপিরাইটসমেত)। বাসায় কেউ আসলে পড়াই।
ফাহিম হাসান
খবরে পড়লাম, সাকা আদালতে শেখ মুজিবর রহমান'কে "বঙ্গবন্ধু" সম্বোধন করছে! যেই সাকা এই সেদিনও টেলিভিশনের ক্যামেরার সামনে "মরহুম শেখ মুজিব" সম্বোধন করে তার স্বভাবসিদ্ধ সস্তা ফাত্রামী করছে, এই সাকাই ধরা পরার পরে শ্রদ্ধায় নত হয়ে একেবারে "বঙ্গবন্ধু"তে উত্তীর্ণ করে দিছে নিজের সম্বোধন!
এই সেই বেহায়া সাকা যে কি না বিএনপি থেকে বেরিয়ে গিয়ে খালেদা জিয়ার ব্যাপারে একবার বলেছিলো, "তালাক দেয়া বিবির সাথে ঘর করা যায় না", সেই সাকাকে বাঁচাতেই খালেদা জিয়া এবং তার সালোয়ার খোলা মহাসচিব দেলোয়ার জাতিসংঘকেও আয় আয় চাঁদমামা স্টাইলে সাকার কপালে টিপ দিয়ে যেতে ডাকাডাকি করে গলায় ফেনা তুলে ফেললো! খালেদা জিয়াকে 'কুকুর' আর বিএনপির নীতি নির্ধারকদের 'কুকুরের লেজ' সম্বোধন করার পরেও আবার সেই বিএনপিতেই গিয়ে নোঙ্গর ফেলেছে শেইমলেস সাকা।
আর খালেদা জিয়ার কথাই বা কী বলি! বিলাস বহুল বাড়ির জন্য কেঁদেকেটে একাকার করে, হরতাল, ঘর্মঘট দিয়ে, গাড়ি পুড়িয়ে- ভেঙে, মানুষ মেরে 'জনগণের স্বার্থ' আদায়ে সচেষ্ট হওয়ার পরেও তৃপ্তি তিনি পেলেন না। এবার এ্যাকশনে নেমেছেন সাকা'র মতো প্রতিষ্ঠিত সন্ত্রাসীদের গড ফাদার, একাত্তরের খুনী, কুখ্যাত রাজাকার'কে রক্ষার জন্য। এবারও তিনি হরতাল ডাকবেন, বিক্ষোভ করাবেন সাধারণ মানুষকে দিয়ে। তাদেরকে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দূরে, নিরাপদে শীতল বাতাস খেতে খেতে বাংলা সিনেমার শেষ দৃশ্য অবলোকন করবেন। যেখানে পুলিশ পিটায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কারণে সাধারণ মানুষের পাছার ছাল তুলে নিবে।
খালেদা জিয়া, খন্দকার দেলোয়ার- এদের তো কিছু না। ময়দানে মারপিট করতে থাকবে পুলিশ আর সাধারণ পাবলিক। মরলেও তারাই মরবে। সাকা'র মতো হিংস্র পশুরও তো কিছু হবে না।
ভুদাই বাঙালি যদি একটা বারের জন্যও বুঝতো, এইসব বালছাল আর পশু মার্কা নেতা-নেত্রীগো লাইগা বেহুদাই নিজের জানটারে বারবার আজরাইলের হাতে তুইলা দিতে যায়!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চ্রম হৈছে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ছড়া আপনার মতোই চ্রম হইছে! কেম্নে যে এইগুলান লেখেন!!!
(অট: ছড়ার তেজ বাড়তাছে, কোন ইন্সপিরেশন? )
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
চ্রম!!
-কুটুমবাড়ি
কাকস্য পরিবেদনা
অসাধারন এবং
চ্রম!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
নতুন মন্তব্য করুন