[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
খবর: এখানে
হইলোটা তার কী যে
আদর দিলেও যায় ইদানীং
পায়জামা তার ভিজে!
করসে অপমান নাকি কোন
এম সানাউল হকে
শুইনা আহা বুক ফেটে যায়
হয় জ্বলুনি ত্বকে!
তার অতীতের অনেক স্মৃতিই
আজ নাকি টিমটিমে
শুনসি অনেক পুষ্টি আছে
সিদ্ধ করা ডিমে?
জোর দাবি তাই মিনিটপ্রতি
ডিম দেয়া হোক দু'টু
পড়বে মনে সবই, সাথে
থাকবে ভালো পুটু!
মন্তব্য
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
# আপনাকে গালি দেবার উপযুক্ত ভাষা আমার জানা নেই, আল্লাহ আপনাকে হেদায়েত করুন।
# সত্যের সেনানীরা নিবে না'কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম।
# ধরে না, ধরে না; ধরলে শিবির ছাড়ে না.... (বাকীটা মনে নাই)
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
কদ্দিন পর!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পাশবিক আনন্দ পাইলাম!!
একেবারে
পুরাই ঢিসসুম----!!!!!
(গুড়)
মেফিস্টো
অরে গুরু, সবে তো শুরু। দোয়া করি, হুজুর আরও কয়েকদিন সেফ হাউসে আসা যাওয়ার মধ্যে থাকুক। বাজারে ডিমের দাম বাড়লেও ক্ষতি নাই। হুজুরের পুটু ভালো থাকা নিয়ে কথা!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোপা শামসু হইছে পুরাই
পুরা জাঝা হইছে .....
দরকার হইলে অজিগো দেশ থিকা উটপাখির ডিম আমদানি করা হোক।
______________________________________
পথই আমার পথের আড়াল
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ভাবছিলাম ইয়ের পর দিয়া পুরা সর্বনাশ হয়া গেছে আপনার। কিন্তু দেখলাম তা না
ছড়া সবসময়ের মতো মারাত্মক হইছে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
নতুন মন্তব্য করুন