দেশটা ডিজিটাল!
আহা, দেশটা ডিজিটাল!
শেখ হাসিনা মুরগী দ্যাখায়
খাওয়াইতেসে ডাল!
আহা, দেশটা ডিজিটাল!
শেয়ার, তেল আর মরিচ, বাগুন
সব বাজারেই বেজায় আগুন
তাইনা দেখে মোহন বাঁশি
বাজায় আবুল মাল
দাঁত ক্যালায়া কয় টিভিতে
“সিন্ডিকেটের চাল”
আহা, দেশটা ডিজিটাল!
বই ফেলে সব ক্লাসের চিপায়
“কেন্দ্র” নামক স্থানের কৃপায়
ভার্সিটিতে কুপায় বেড়ায়
ছাত্রলীগের পাল
আমজনতা চুল ছেঁড়ে আর
মন্ত্রী ছেঁড়ে বাল!
আহা, দেশটা ডিজিটাল!
দেশদরদী মহান নেতা
সংসদেতে পুড়ায় খ্যাতা
টিপাইমুখে বাঁধ উঠে আর
রাস্তা ঘাঁটে খাল
বাংলা সোনার হবেই হবে
আজকে, না হয় কাল!
আহা, দেশটা ডিজিটাল!
মন্তব্য
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বলেতো একদম ঝাক্কাস। ফাডাইয়া ফালাইছেন। গুরু । কোপা মামা কোপা...
ডাকঘর | ছবিঘর
- কোপানি
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অনেকদিন পর। যথারীতি চমৎকার ।
আপ্নারে জেইলে পুরবে ! রেডি ঠাকেণ!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
৬ মাস!
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
দুর্দান্ত।
----------------
স্বপ্ন হোক শক্তি
বেশি না মাত্তর ছয় মাস
আহা, দেশটা ডিজিটাল!
জটিল, কঠিন ও সেইরকম!!!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
জেলে যাইতে চাস নাকি
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
তুই শেষ।
এমন টনটনে আর মচমচে ছড়া অনেকদিন পড়িনি! ছড়া তো নয় যেন, আগুনেরই গোলা!
দারুণ! মজার বিষয় হল, জনতা চুল ছিঁড়তে ছিঁড়তে একসময় নিঃস্ব-ফকির হয়ে যায়, আর অন্যদিকে মন্ত্রী যতই বাল ছিঁড়তে থাকে, ততই যেন আরও বলবান হতে থাকে!
স্বপ্নাহত'র খবরাছে রে
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
এক্কেরে 'বাপের ব্যাটা সাদ্দাম' টাইপের পদ্য হইছে
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
(গুড়)
------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।
সুবহানআল্লাহ, মমিন আপনাকে দাঁড়িয়ে করে সালাম
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
৬ মাস থেকে ২ বছর!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হাহাহাহা
============================
শুধু ভালোবাসা, সংগ্রাম আর শিল্প চাই।
দারুন।
ডিজিটাল
ঝাকানাকা লিখেছেন ভাই
___________________
সহজ কথা যায়না বলা সহজে
উমদা হইছে।
ডিজিটাল!
"খুলনার ডিজিটাল ইউনিভার্সিটির জন্য সুপারিশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।"
>>>>কঠিন কঠ্ঠিন....
নতুন মন্তব্য করুন