কি অমায়িক তার ব্যবহার! কন্ঠ কতই মিষ্ট!
আম জনতা হইতো তাহার জ্ঞানের ভারে পিষ্ট!
শুনলে বয়ান ভাবতো লোকে- এই না হুজুর সাচ্চা!
কয়জনই বা জানতো কী চিজ এই শুয়োরের বাচ্চা!
কদিন আগেও তার নামেতে কইলে কিছু পস্ট
আমগো “বিশেষ অনুভূতি” পাইতো কতই কষ্ট!
এনটিভিতে পুছতো সওয়াল লাল দাঁড়িয়াল চাচ্চু
এই চুতিয়াই একাত্তরের সেই “রাজাকার বাচ্চু"!
মন্তব্য
চমৎকার!
_________________
[খোমাখাতা]
জটিল
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
আগুন!
আজকে ভাবতে লজ্জা লাগছে, আমি নিজেও এই লোকটিকে প্রচলিত হুজুরদের থেকে আলাদা মনে করেছিলাম-তার বলার ভঙ্গি আসলেই মিষ্টি ছিল (অন্তত সাঈদির মত কর্কশ ছিল না)। এই লোক আবার সিলভা মেথডও কমপ্লিট করেছে। কথায় কথায় ইংরেজি কোটেশান দিত। মাঝে মাঝে পাদ্রি, ভিক্ষু বা আচার্যদের নিয়ে সর্বধর্মিয় আড্ডাও দিত। এ সব কিছুর মাধ্যমেই সে নিজেকে আধুনিক প্রমাণের চেষ্টা করে যাচ্ছিল।
সম্ভবত জনকণ্ঠেই তার রাজাকারিত্ব সম্পর্কে প্রথম জানতে পারি। প্রচন্ড বিস্মিত হই সেদিন। ভোল পাল্টানোর ব্যাপারে আসলেই এদের জুড়ি নেই। এরপর থেকে যতবারই তাকে দেখেছি টিভির পর্দায়, ততবারই তার কপালে এক অদৃশ্য রাজাকারটিকা জ্বলজ্বল করতে দেখেছি।
স্বভাবসুলভ কাট কাট ছড়া উপহার দেয়ার জন্য স্বপ্নাহত ভাইকে
আপ্নে বাঁইচা আছেন তাইলে? প্রেম করার পরে এইটা নিয়ে মোট ২ টা ছড়া লিখছেন! সর্বনাশ তো মাইনষের এম্নেই হয়!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
হ।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
দুর্দান্ত
===============================================
ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF) || মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ
_____________________
Give Her Freedom!
আজকের খবরে দেখলাম, পুলিশের নজরদারীর ভিতরে থাকা সত্বেও ভোরবেলা বাচ্চু রাজাকার পালিয়ে গেছে।
পুলিশেও তার মুরীদরা আছে মনে হয়।
ছড়া দূর্দান্ত হয়েছে।
কীভাবে লেখেন আপনারা এসব বলুন তো ?
শতায়ু হোন।
হাহাহহা!!! বেশি জোস!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
জব্বর! জব্বর!
একসময় আমিও জানতাম না যে এই সেই রাজাকার। তারপর সম্ভবত রায়হান আবীরের একটা পোস্টে ডিটেলস পড়ি। পরবর্তীতে এক নিকট আত্মীয়ের কাছে কনফার্ম হই। এদের পরিবর্তন দেখে বিশ্বাস করা কঠিন যে কতটা পিশাচ ছিল এরা।
গত কয়েকদিনের পত্রিকা পড়েই ধারণা করছিলাম একে ধরা হবে। যেখানে আমার মত আম জনতা বুঝতে পারলো, সেখানে আমাদের আইন-রক্ষাকারী বাহিনী কেন বুঝতে পারলেন না সেটা আমি বুঝতে পারিনা। রাত তিনটার সময় বাসা থেকে বের হয়ে যান আর কেউ তাকে দেখে না, এই কাহিনীও বিশ্বাসযোগ্য হয় না।
ছড়া ভালো হয়েছে, তবে আরেকটু লম্বা করা গেলে আরো ভালো হতো।
মারডলা!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
facebook
পুরাই গুল্লি
..................................................................
#Banshibir.
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
প্রেম করলেও তুমি শ্যাষ হয়া যাও নাই দেইখা দিলে আরাম লাগতেছে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ভুলে, মন্তব্যটা উপরে করে ফেলেছি।
কবিতায়ঃ
চুতিয়া !!
শেষ লাইনটা বেশি জোস! বেশি বেশি জোস!
ইচ্ছার আগুনে জ্বলছি...
তুমুল। শেয়ার।
নতুন মন্তব্য করুন