[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
করলে হ্যাকিং , নড়লে হাকিম
হুকুম তবু নড়বেনা
এই জাতি তাও বিচার থেকে
এক চুলও আজ সরবেনা !
তাই বলি , তুমি শুনছ ?
রাজাকার কাঁদে, তার পাতা ফাঁদে
কেন তুমি জাল বুনছো ?
ভুলে গেছ কি রক্তে রাঙানো
বাহান্নো , ঊনসত্তর ?
ভুলে গেছ কি একাত্তরের
জামাতি হিসাব-পত্তর ?!
তোমার আমার ধমনীতে বহে
পদ্মা , মেঘনা, যমুনা
ওদিকে দেখো রাজাকার গুলো
পাকিজাত সব নমুনা !
চায়নি ওরা, চায়নি কখনো
হোক স্বাধীন এ দেশটা
ত্রিশ লাখ খুনে রাঙ্গা করে হাত
মেটেনি ওদের তেষ্টা !
তাই বলি , তুমি শুনছো ?
একে একে একচল্লিশ খানা
বছর অবধি গুণছো ?!
দেখছোনা তুমি ছাগুদের দল
তাড়স্বরে করে চিত্কার ?
হয়েছে সময় দেখিয়ে দেবার
এদেশে আসলে জিত কার !
রাজাকার , ছাগু করে দিলে হাগু
থেকোনা তো আর চুপচাপ
রাজাকার চেনো , রাজাকার ধরো
রাজাকার মারো ধুপধাপ !
এই দেশ নয় খুনী শিবির আর
জামাতি কংস মামাদের
এই দেশ ছিল ,এই দেশ আছে
এই দেশ রবে আমাদের !
মন্তব্য
[img][/img]
হাকিম নড়ে তো হুকুম নড়ে না
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেকদিন পর
_____________________
Give Her Freedom!
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
দারুণ !
ঈপ্সিত আর চম্পাকলি
---------------------------------
বোলতা কহিল, এ যে ক্ষুদ্র মউচাক,
এরি তরে মধুকর এত করে জাঁক!
মধুকর কহে তারে, তুমি এসো ভাই,
আরো ক্ষুদ্র মউচাক রচো দেখে যাই।
--------------------------------------------
এই জাতি তাও বিচার থেকে
এক চুলও আজ সরবেনা !
facebook
তোমার আমার ধমনীতে
বহে পদ্মা মেঘনা যমুনা
অসাধারণ
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন