[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
ফেসবুকেতে বন্ধু আমার লোকটি বড় শান্ত
তার যে এমন কঠিন ব্যারাম কেউ কখনো জানতো?
দিব্যি ছিলেন খোশ মেজাজে স্ট্যাটাস খানা ছেপে
একলা বসে কমেন্ট পড়ে হঠাৎ গেলেন ক্ষেপে।
গর্জে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল
করেন কমেন্ট - "সাবধানেতে , মুখটা তোদের খোল!"
কেউ সিরিয়াস কমেন্ট পড়ে, কেউ বলে - ধূর! ফুলিশ
কেউবা বলে - পোস্টখানা ভাই সাবধানেতে খুলিস!
ব্যাস্ত সবাই দেখতে কমেন্ট, লেখলো কে কী ওরে?
ফ্রেন্ড তখনো যায় চেঁচিয়ে - "খাইসি এবার তোরে!"
পেঁচিয়ে ত্যানা এক দলে কয় , তাও কী হয় সত্যি?
বুঝছে বাকি সবাই এটা মিথ্যে না এক রত্তি।
কেউবা এসে সামনে ধরে যুক্তি নামের আয়না
বন্ধু তাতে দেখেও বলে - কিছুই দেখা যায়না!
যাই ছুটে তার প্রোফাইল পানে, হচ্ছে কীসব ব্যাপার?
ওহ রিয়েলি! এই তাহলে কারণটা তার ক্ষ্যাপার!
ব্যাপারটা ভাই ভীষন জটিল, নয় যে মোটেও তুচ্ছ
বন্ধু আমার প্যান্ট ফুঁড়ে তার যাচ্ছে দেখা পুচ্ছ
স্ট্যাটাস ছিলো - " যুদ্ধাপরাধ বিচার ঠিকই হবে
সবার সাথে আজ আমিও চাইছি বিচার , তবে.."
করলো কমেন্ট ত্যাদোড় ছেলে , ঘাড়টা করে ব্যাকা
"ঐ ছাগু, তোর লেজ খানা আজ যাচ্ছে ঠিকই দেখা!"
সেই যে শুরু , স্ট্যাটাস খানায় যাচ্ছে বয়ে Tide
লুকিয়ে রাখা ল্যাঞ্জা ইজ আ টাফ থিঙি টু হাইড!
রেগে আগুন, তেলে বেগুন বললো ছাগু তেড়ে -
"স্বচ্ছ আমি, আমাত্তে আর বুঝবে বেশি কে রে?"
হওনা যতই "স্বচ্ছ" তুমি, যতই প্যাঁচাও তেনা
লেজের ছাগু, লেজের ছাগী, তাই দিয়ে যায় চেনা।
( সুকুমার রায়ের "গোঁফ চুরি" থেকে অনুপ্রাণিত প্যারোডি )
উৎসর্গ: আমার অতি প্রিয় এক পুলিশ অফিসার বড় ভাইকে। সম্প্রতি কোর্টে বিশিষ্ট এক বরাহকূলশিরোমণিকে একান্তে পেয়ে যিনি জায়গামত রাম "চিপি" দিয়েছিলেন।
মন্তব্য
ফারাসাত
দারুন দারুন দারুন !!!!!
স্ট্যাটাস ছিলো - " যুদ্ধাপরাধ বিচার ঠিকই হবে
সবার সাথে আজ আমিও চাইছি বিচার , তবে.."
করলো কমেন্ট ত্যাদোড় ছেলে , ঘাড়টা করে ব্যাকা
"ঐ ছাগু, তোর লেজ খানা আজ যাচ্ছে ঠিকই দেখা!"
হাহহহাহহাআহহহাহ
ছড়া নিয়ে আর কি বলবো !! তবে জায়গামত চিপি দেয়া সেই বড় ভাইকে স্যালুট !! মোটা ডান্ডার একটা আচ্ছা বাড়ি দিলে আরো খুশি হতাম।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
জটিল। একদম জীবন থেকে নেয়া ছড়া।
এটা কে যদি অসাধারণ না বলি তাহলে আর কোনটাকে বলব! দারুণ। -রু
অসাধারন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
লুকিয়ে রাখা ল্যাঞ্জা ইজ আ টাফ থিঙি টু হাইড!
facebook
এইটা জব্বর হইসে দ্রোহীদা!
পাও কৈ এগুলা?
অজ্ঞাতবাস
4chan
আমারো একি প্রশ্ন ছিল- আপনার এই কালেকশন্স আনপ্যারালাল - একটা জায়গায় রাখার ব্যবস্থা করতে পারলে আমারাও অন্যান্য জায়গায় একটু স্যালুট ম্যালুট নিতে পারতাম
হাহাহাহা খুব মজা পেলাম।
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
দারুন!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহবা !
নতুন মন্তব্য করুন