[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
বিদেশি "বন্ধু"দের প্রতি
---------------------------------
খুব দরদী আপনি নাখোশ "সাচ্চা , মহান বীর " বিচারে
( কই যে ছিলেন যখন তারা মারলো মানুষ নির্বিচারে ! )
কই যে ছিলেন একাত্তরে, কোথায় বসে? কার কোলেতে ?
বোনটা যখন সব হারালো, ফিরলোনা ভাই মা'র কোলেতে?
সব রাজাকার কীট নরকের , যোগ্য তারা ধিক শোনারই
আজ যে বড় তাদের ভেবে খোলেন প্রেমের ডিকশনারী ?
গোলমেলে খুব হয় হিসাবে যোগের ভেতর ভাগ গলালে
জানেন তো ব্রো নাক কাটা যায় বড্ড বেশি নাক গলালে ?
তাই বলি কি যতই করুন লবিং এ বা ওর ব্যানারে
যুদ্ধাপরাধ বিচার দাবী এক চুলও তাও সরবেনা রে
তারচে বরং যান ঘুমিয়ে , যেমনে ছিলেন একাত্তরে
চলছে বিচার , চলবে বিচার , এই জাতি আজ একাত্ন রে !
মন্তব্য
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
_____________________
Give Her Freedom!
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
সুপার্ব!!!!
আমার আরেকটা খুব পছন্দের ছড়া -
[img][/img]
চালাও গুলিয়া.....
আব্দুল্লাহ এ.এম.
ফাডায়ালাইছৎ!
অজ্ঞাতবাস
দুর্ধর্ষ
-মনি শামিম
এক্কেরে হোতাইয়ালাইছত!
বিধ্বংসী!
আপনার কবিতা দিনে দিনে আরও ক্ষুরধার হচ্ছে।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
চলুক ছড়া আগুন ঝরা !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
তারচে বরং যান ঘুমিয়ে , যেমনে ছিলেন একাত্তরে
চলছে বিচার , চলবে বিচার , এই জাতি আজ একাত্ন রে !
______________________________________
পথই আমার পথের আড়াল
উমদা !
নতুন মন্তব্য করুন