[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
"স্যার"দের সমীপে
-------------------------
চোখ রাঙায়া ভয় দেখালে
“কসাই কাদের”, মইত্যা
তাই বলে কি বিবেক নিয়া
যাবেন পিছু হইট্যা ?
কিংবা যদি কেউবা সাধে
পান, কলিজু, লইট্যা
দেশের কথা ভুইলা তাতে
যান গা যদি পইট্যা
তাকায় দেখেন আমজনতা
আইজকা গেসে চইট্যা
লাইনে আসেন, নয় কাহিনী
যাইবো ঠিকই ঘইট্যা।
মন্তব্য
--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি
কসাই কাদেরের ফাঁসি চাই ফাঁসি।
তুহিন সরকার।
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
নতুন মন্তব্য করুন