[ দেশে আজো টেকা দায় ছাগুদের গন্ধে, চলো ছাগু বধে নামি, পাশবিক ছন্দে। রাজাকার ছানাপোনা, হয়োনাকো খুশি আর, আবারো জেগেছে জাতি, হুঁশিয়ার! হুঁশিয়ার!! ]
ডীয়ার জাতিসংঘ!,
থাকতে সময় ছাইড়া দ্যান এই
খুনী জামাতের সংগ!
টেকাটুকা পাইলে বেশি
ভাড়ায় খাটান নিজের পেশী
ন্যায়ের বিচার দেখলে করেন
খুনসুটি আর রঙ্গ!
ডীয়ার জাতিসংঘ!
মানবাধিকার খুব ফলালেন
বাঁচাতে খুনি নাক গলালেন!
পারলে করেন নিজের বাপের
যাত্রাখানি ভঙ্গ!
ডীয়ার জাতিসংঘ!
মন্তব্য
ইচ্ছার আগুনে জ্বলছি...
মাসুদ সজিব
____________________________
ডিয়ার ব্রোকার জাতিসংঘ ।
ভালো লিখেছেন সপ্নাহত
ওয়েল্কাম্ব্যাক বস, রাজাকার বধাবলীতে আর কোনও স্থগিতাদেশ জারি না হোক...
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
জব্বর।
লজ্জা যদি থাকে, ঢাকেন
নিজের বিশেষ অঙ্গ!
ডিয়ার জাতিসংঘ!
শেষের মাইরটা চ্রম হইছে! ডিয়ার (ধনাত্মক অর্থে) স্বপ্নাহত ভাই!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
______________________________________
পথই আমার পথের আড়াল
রাজাকার বধাবলী চলছে, চলতেই হবে।
অসাধারণ!!!!!!
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।
এঈবার মনে হয় আর আটকাবে না।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
জাতিসংঘের এই অপমানের তীব্র প্রতিবাদ জানালাম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন