ডেল স্টেইন নাকি বলেছিলো হেসে
"যাবোনাতো ঐ বাংলাদেশে
চুনোপুটিদের বিপরীতে আমি
হাতটা ঘুরাতে চাইনে!"
আমরা তো ভায়া "সিরিজ বিজয়"
ছাড়া কিছু আর খাইনে!
স্টেইনলেস দল, ব্যর্থ মিশন
দেখে আমাদেরও কষ্ট ভীষন
(যেচে পড়ে এক উইকেট দিয়ে)
"সেলামী ঈদের, ভাই নে"
আমরা তো ভায়া "সিরিজ বিজয়"
ছাড়া কিছু আর খাইনে!
ক্রমাগত কত চলিয়াছি বামে
কত বদনাম বাঘেদের নামে
হেরে যেতে যেতে শিখে গেছি আজ
হাঁটিবো কীভাবে ডাইনে
আমরা তো ভায়া "সিরিজ বিজয়"
ছাড়া কিছু আর খাইনে!
সেই দিনও আজ হইয়াছে গত
এক বিজয়েই দিন পার কত
আজকাল নয় উইকেটে জয়
টিএসসি তবুও যাইনে
আমরা তো ভায়া "সিরিজ বিজয়"
ছাড়া কিছু আর খাইনে!
হয়েছিলো শুরু কিউই দিয়ে
এলো তারপরে জিম্বাবুইয়ে
ইন্ডিয়া, পাকি, আফ্রিকা গেল
অজি'রাও আছে লাইনে
আমরা তো ভায়া "সিরিজ বিজয়"
ছাড়া কিছু আর খাইনে!
মন্তব্য
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
ইচ্ছার আগুনে জ্বলছি...
দারুন হয়েচে দাদা!
স্টেইন ক্যান বাংলাদেশে আইতে চায় নাই সেইটা এতদিনে বুঝলাম, হালায় ডরাইছে
ছড়া ঝাক্কাছ। বহুতদিন পর দুর্ধর্ষ ছড়া পড়লাম একটা
______________________________________
পথই আমার পথের আড়াল
ডেল স্টেইনের জমা করা বলগুলার কি হইল, কোনও সাংবাদিক জিগায় না?
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
বল্গুলা না বলস
_______________
আমার নামের মধ্যে ১৩
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দেবদ্যুতি
ফাটাফাটি হৈছে
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
কড়া ছড়া
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
ক্রমাগত কত চলিয়াছি বামে
কত বদনাম বাঘেদের নামে
হেরে যেতে যেতে শিখে গেছি আজ
হাঁটিবো কীভাবে ডাইনে
---জটিল হয়েছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দারুণ ছড়া। এমন একদিন আসবে সিরিজ বিজয় নিয়ে আর ছড়া লিখতে হবে না। আশা করি নেক্সট ছড়া বিশ্বকাপ হাতে নিয়ে লিখবেন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
সিরিজ নিয়ে ছড়া কিন্তু সেইভাবে লিখিওনাই। সেই নিউজিল্যান্ডরে প্রথমবার বাংলাওয়াশের পর লিখসিলাম, এখন আবার এইটা। হ, বিশ্বকাপের আগে আর লিখালিখি নাই, কোটা শেষ।
---------------------------------
বাঁইচ্যা আছি
সাবাশ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
হা হা হা আছে যাহারা লাইনে পালাবে কোথায়?
গৌতম হালদার
জম্পেশ ছড়া হয়েছে। তবে খেলা দেখে আরাম পাই নি, কোন প্রতিযোগিতা নাই। বাংলাদেশ প্রোটিয়াদের উবুত করে ধারাবাহিকভাবে খালি দিয়েই গেল!
অটঃ আপনার রাজাকার বধাবলী মিসাই।
_______________
আমার নামের মধ্যে ১৩
রাজাকার বধাবলী লেখা আমিও মিসাই। তবে ব্যস্ততা, আলসেমি ইত্যাদি ইত্যাদি কারণে এখন আর লেখা হয়ে ওঠেনা
---------------------------------
বাঁইচ্যা আছি
হুমমম
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
চরম!
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
দুর্ধর্ষ ছড়া
অনন্যা
এমন দারুণ ছড়াখানা দিয়ে
মনকে গেলেন আজ রাঙিয়ে
কী আর বলি ভেবে পাইনে।
আমরা তো ভায়া "সেরকম লেখা"
ছাড়া কিছু আর খাইনে!
____________________________
অসাম!
সবাইরে অনেক ধন্যবাদ!
---------------------------------
বাঁইচ্যা আছি
দারুণ ছড়া!
-উদ্দেশ্যহীন
চরম হইছে..।
নতুন মন্তব্য করুন