১।
কেউ বোঝেনা কেউ নেই
অথচ
আমি রেগে যাই ; কখনো
মৃদু অভিমানে কেটে ফেলি নিজের সহনশীলতা
কেউ জানে না বহু দিন আগে এমন একটি লাল পাতা
ঝরে
পড়েছিল
যখন
শুক্লপক্ষে শুণ্যতা ছিলো
স্লাইডিং জানালা ঘেষে,
ঘামছিলো আর কেউ কেউ বোঝার চেষ্টা করছ...
আপনি
আপনি নেই আজকাল । ভাবতেই গা শির শির করে উঠে ; ঘামতে থাকি অনবরত । ঘেমে ঘেমে উল্টে দিতে থাকি নিজের ভেতরকার লজিক আর এন্টিলজিক।
আপনি নেই বলে আসকারা পেয়ে যায় পদ্যগুলো । কবিতা হয়ে উঠে না অনেকাংশ জুড়ে, তবুও মন মাতানো টিংটং হতে থাকে ...
ঝুলছো শপিং ব্যাগ
কেমন হলো শপিং ? তুমি খুউব উড়ে বেড়াচ্ছো প্রজাপতি আবহে একতলা দোতালা তিনতালা প্রতিটি ফোর ভেদ করে ঢুকে যাচ্ছো বাতাসের বেগে খুবলে নিচ্ছো প্রতিটি হাড় তারপর ঢেকে যাচ্ছো রুপালী - সোনালীতে থামছো এসে ট্রাফিক জ্যাম ছুঁে...