কিছু আর বাকি

মধুশ্রী এর ছবি
লিখেছেন মধুশ্রী (তারিখ: বিষ্যুদ, ২১/০২/২০০৮ - ১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মলিন এ বেঁচে থাকা ধুসর জীবনসহ
রোজের পথে ঘাটে ব্যস্ত সব মুখ,
যেটুকু পাওয়া যায় রসদ লোটার মোহ
কিছুটা টিঁকে থাকা বাকিটা দেহসুখ ।

ধুসর রঙটাকে দেখেও না-দেখার
ভান করেই চলে অন্য রঙের খোঁজ,
আপ্রাণ খুঁটে-নেওয়া বেরঙিন দুনিয়ার
কিছুটা মাঝে-মাঝে বাকিটা রোজ-রোজ ।

মানুষগুলো শুধু কেমন নির্বিকার
দিব্যি হাসে কাঁদে সবই স্বাভাবিক,
গতানুগতিক ভাবে করছে দিন পার
কিছুটা অনিচ্ছায় বাকিটা ঐচ্ছিক ।

এসেই পরেছি যখন, ভোগ তো করে যাই
এমনি ভাবনার কথাতে বোঝা যায়,
বাঁচার মানেটুকু করেছে দূরছাই
কিছুটা জেনেশুনে বাকিটা নিরুপায় ।

যান্ত্রিক আগাগোড়া জ্যান্ত লোকগুলো
ঘড়ির দাসত্বে নেই তো ভাবলেশ,
এ নিয়ে বললে বলে, কি আর করবো বলো?
কিছুটা ছকবাঁধা বাকিটা অভ্যেস ।

স্বপ্ন যদিও থাকে, কমই ধরা যায়
একলা নি:শ্বাস হয়েই থাকে সেসব,
জমে ওঠে অজুহাত খরচের খাতাটায়
কিছুটা বঞ্চনা, বাকিটা বাস্তব ।

তবুও দাবী বাঁচার লড়াই করে বাঁচা
হারিয়ে যাওয়া মানে স্লোগানে ফিরে পায়,
নতুন আশা পায় খোলা মনের খাঁচা
কিছুটা সাময়িক বাকিটা রয়ে যায় ।
________________

সব সচলকে মহান একুশের প্রীতি ও শুভেচ্ছা


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

বাহ, এতোদিনে সচলেখা! আরো কবিতা হোক।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।