এক আঁজলা বাংলাদেশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ০৯/১১/২০০৭ - ৩:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকার একটি উঠতি শহর। আকারে প্রকারে বাড়তি এই শহরে বিন্দু বিন্দু করে শিশির জমার মতো কিছু বাঙ্গালী জড়ো হচ্ছে ধীরে ধীরে। সেই শহরের কিছু ছেলেপিলে এরা।

পিকলুর খুব স্বপ্ন ব্যস্ত জীবন একদিন শান্ত হবে। তারপর খুবসে গান বাজনা করবে সে। এই ভেবে গীটার কেনে, শব্দ বাড়ানোর যন্ত্রপাতি কেনে (এম্প), রেকর্ড করবার যন্ত্রপাতি কেনে। কিন্তু জীবন আর শান্ত হয়না। সময় আর মেলে না। ধুলো পড়তে থাকে যন্ত্রপাতিতে।

আবির স্বভাবে খুব শিশু এখনো। গাইতে পারে ভালো, আর কিবোর্ড বাজায়। মনে তার খুব উচ্চাশা। টুকটাক গান লিখে, কিভাবে কিভাবে সুরও করে ফেলে একটা দুটা। পিকলু আর আবির এক সাথে হলেই গান বাজনা করার সুপ্ত বাসনাটা চাগিয়ে ওঠে দুজনের মধ্যে।

সুমন হাবাগোবা ধরনের একটা ছেলে। প্রথম প্রথম এসে চুপেচাপে থাকে কিছুদিন। তারপর একদিন কি করে যেন পিকলুকে বলে বসে সঙ্গীতে তার আগ্রহের কথা। পিকলু আগ্রহী হলে তাকে গীটার বাজিয়ে শোনায় সুমন। কিন্তু পিকলু খানিকটা দমে যায় তা দেখে।

এর মাঝে বাংলাদেশ থেকে আসে রাহুল, যে কিনা বেইজ গীটার বাজাত আগে। পিকলুর মাথায় সম্ভাবনাটা জেগে উঠে আবার। আবির আর সুমনকে স্বপ্ন দেখায়। ইতিমধ্যে সুমন বাংলাদেশে থেকে একটা একুয়াস্টিক গীটার কিনে টুকটাক মকসো কেটে ফেলেছে। রাহুলের সাথে যোগাযোগ করতেই তার আগ্রহটা টের পায় পিকলু আর সুমন। ব্যস তারা দুহাত দিয়ে মেলে ধরতে চায় এক টুকরো বাংলাদেশকে বিভুঁইয়ের মাটিতে।

সমস্যা হলো, পিকলুর যদিও ধুলো পড়া কিছু যন্ত্রপাতি আছে, বাকী কারো কিছু নেই। কোন ভাবে পকেট উল্টে সবকিছু বের করে কেনা হল বেইজ গীটার আর এম্প। সুমনও ক্রেইগলিস্ট ঘেঁটে কোন রকমে পুরোনো একটা গীটার আর এম্প কিনল। এই দিয়েই চলা শুরু করল তারা।

অচীনপুরে এক আঁজলা বাংলাদেশ আর চোখে স্বপ্ন।


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

স্বপ্ন পূরণ হোক!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসিব এর ছবি

সুমনটা কি আপ্নে ?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জ্বী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুজিব মেহদী এর ছবি

সময় যদি দলটিকে কিছুটা সময় দেয় একান্ত, তাহলে স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা থাকলই। কারণ তাঁরা শেষপর্যন্ত শুরু করতে পেরেছেন।

হ্যাঁ, আমারও জানার আগ্রহ হচ্ছে যে চরিত্রগুলোর মধ্যে কোনজন আপনি।

কনফুসিয়াস এর ছবি

সুখবর।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুমন চৌধুরী এর ছবি

পডকাস্ট ছাড়ো...



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সবে তো শুরু। ছাড়বো নিশ্চয়ই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শেখ জলিল এর ছবি

বেশ তো! স্বপ্নপূরণের দিকে যাচ্ছে এক আঁজলা বাংলাদেশ।
সুন্দর পোস্ট। সুখবর নিঃসন্দেহে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ আপনাদের।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শ্যাজা এর ছবি

এক আঁজলা বাংলাদেশ ঐ আঁজলা ছাড়িয়ে ছড়িয়ে পড়ুক অনেকটা জায়গা জুড়ে...


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

??? এর ছবি

সুমন হাবাগোবা ধরনের একটা ছেলে।

একমত চোখ টিপি

..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

নিঘাত তিথি এর ছবি

কি ভালো লাগছে শুনতে...থেমে যায় না যেন। গান শোনার অপেক্ষায় রইলাম।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

সৌরভ এর ছবি

চলুক।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

গীতিকবি এর ছবি

পিকলু, আবির, সুমনদের স্বপ্ন পূরণের প্রতীক্ষায় আছি - তাহলে সামনে অনেক গানা বাজনা শোনা যাবে।

____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ বস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাশীদ এর ছবি

স্বপ্নটাকে বাঁচিয়ে রাখিস।
তোদের জন্য অনেক শুভ কামনা।
তোর এই সুন্দর লেখাটার শেষ লাইন পড়ে মনে হল তোদের ব্যান্ডের নাম 'অচিনপুর'ও দিতে পারিস। আসলেই তো, ব্যান্ড হিসেবে ভিনদেশে বসে কেমন যেন এক অচিনের দিকেই যেন তোদের যাত্রা!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

বিবাগিনী এর ছবি

মাশীদ আপুর আইডিয়া জটিল দেঁতো হাসি
স্বপ্ন পূরণ হবেই।আমি জানি । হাসি

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।