একটি ব্যান্ডের জন্য নাম আবশ্যক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২৩/১১/২০০৭ - ৩:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এতদ্বারা সচলগনের কাছে অনুরোধ করা যাইতেছে যে, একটি উঠতি প্রবাসী ব্যান্ডের জন্য নাম প্রস্তাব করুন। নামটি বাংলা হইলে ভালো হয়। তবে ইংরেজী হইলেও চলিবে। ব্যান্ডটি মূলতঃ পাথর সঙ্গীত (রক) বা ধাতব সঙ্গীত (মেটাল) বাংলা গান করিবে।

আপনাদের বিবেচনার এবং চিন্তা ভাবনা শুরুর জন্য কিছু নাম আগেভাগে প্রস্তাব করা গেল। আর ব্যান্ডটির ২য় পারফর্ম্যান্সের কিছু ভিডিও দেয়া গেল। আপনার মন্তব্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

ভবদীয়
এস এম মাহবুব মুর্শেদ

প্রস্তাবিত নামসমূহ
অয়ন - সূর্যের গতিপথ
বীক্ষণ - খুঁটিয়ে দেখা
পাহুন - নিষ্ঠুর
স্বাত্তিক - (মানে ভুলে গেছি)
কান্ডারী - পথ প্রদর্শক
পাঞ্জেরী - পথ প্রদর্শক
কাপ্তান - পথ প্রদর্শক
দ্রোহে - (মানে ভুলে গেছি)
বিপ্লব - প্রতিবাদ
মিছিল
পদাতিক - পায়ে হাঁটা দল
উন্নাস - নাক উঁচু ভাব
উল্লাস
বাউলীয়ানা - (মাকসুদের এলবামের নাম ছিল)
বাঙ্গালীয়ানা
কিংবদন্তী
স্বয়ম্ভু - নিজে হইতে উদ্ভুত

ব্যান্ডের দ্বিতীয় পরিবেশনার কিছু ভিডিও
ঐ দূর পাহাড়ের ধারে

ফেরারী মন

হৃদয় জুড়ে

২৪৪১১৩৯

ম্যারী এন

গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ

আবার এলো যে সন্ধ্যা

(দেশের দুর্দিনে গান বাজনা করে বেড়াচ্ছি ভাবলে ভুল করবেন। সেদিন বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ একটা বড় বিষয় ছিল পিকনিকে। গানের পরে পরে অর্থ সংগ্রহের অনুরোধ করা হয় এবং কিভাবে সবাই অংশগ্রহন করতে পারবে সেটা জানানো হয়। এই পোস্টটার মূল উদ্দেশ্য হচ্ছে সচলায়তনে বিষয় বৈচিত্র্য আনা এবং স্বাভাবিক ফ্লো ফিরিয়ে আনা। হেঃ হেঃ হেঃ - অবশ্য নিজেকে জাহির করার বিষয়টিও আছে। দেঁতো হাসি )


মন্তব্য

অমিত আহমেদ এর ছবি

এমন নাম সিলেক্ট করেন যেট দেশী/বিদেশী সবাই সঠিক উচ্চারণ করতে পারবে।


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বিদেশী ঠিকভাবে উচ্চারন করে লাভ কি? দেশীরা করতে পারলেই হবে। তবে এরকম নাম পাওয়া গেলে খারাপ হবে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

তার মানে ব্যান্ডের পরিকল্পনা বাংলাভাষীর গন্ডীর মধ্যেই বিচরণ করা। হুমমম!


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেশী কোকিল বিদেশী বুলিতে ডাকার মানে কি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

ভুল বুঝলেন। আমি বিদেশী কাকের দেশী বুলিতে ঢাকার কথা বলছিলাম। একটা নাম, যেমন, "প্রবাল" (Probal), দেশী/বিদেশী সবাই সঠিক উচ্চারণে বলতে পারবে।


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ও আচ্ছা। ভুল বোঝার জন্য দুঃখিত। এরকম নাম পাওয়া গেলে ভালই হয়। একটা নাম দাও ম্যান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

বিপ্লব রহমান এর ছবি

হ্যাঁ, যেমন - হার্ট অ্যাটাক! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনারে উত্তম জাঝা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

তীরন্দাজ এর ছবি

নিজেই তো অনেক ভাল ভাল নাম প্রস্তাব করেছেন!

ভুল করে এক অনুবাদই আরেকবার দিয়েছিলাম। মনে করিয়ে দেয়ার জন্যে ধন্যবাদ।
**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হাসিব এর ছবি

'ঢিল মারি তোর টিনের চালে'

ঢিল পাথর (রক) অর্থে ও টিন ধাতু (মেটাল) অর্থে গণনায় নিতে হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
জোস!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

ভিডিও গুলো একে একে দেখলাম। সাদা-কালো-খয়েরী চক্রাবক্রা গলফশার্টের ছেলেটার গলা সবচে' ভাল লেগেছে। ভাবীর গলাটা সুন্দর। আপনার ম্যারী অ্যান ভাল লেগেছে 2441139 ভাল লাগে নাই।

এভাবে স্ট্রেইট দাঁড়িয়ে কি রক/মেটাল গান হয় নাকি? বডি নাচাতে হবে ম্যান :D। কালো টিশার্ট পরা ছেলেটা ছাড়া আর কারো কোনো মুভমেন্ট নাই!


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফ্র্যাঙ্ক মতামতের জন্য ধন্যবাদ। চক্রবক্রা শার্টের ছেলেটা, আবির মেইন ভোকাল। গলা অসাধারন।

আমার ২৪৪১১৩৯ টা সেদিন আসলেই খারাপ হয়েছিল। প্র্যাকটিস ছিলনা সেদিন। ভুল হয়ে নার্ভাস হয়ে গিয়েছিলাম।

ভাবীর গানটাও ভাল হয় নাই। ভালো ভোকাল এম্প নাই আমাদের। এমনিতে খুব চমৎকার আসে গানটা।

দাঁড়ানোর ব্যাপারটা সত্যি অড। এটা ঠিক করতে হবে। তবে কালোশার্টের বেইজ গীটারিস্ট রাহুল আসলে বাঁকা হচ্ছিল অন্য কারনে। ওর গীটার স্ট্র্যাপে একটু সমস্যা আছে, গীটার দেখতে পায় না বলে বাঁকা হয়ে দেখতে হচ্ছিল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুবিনয় মুস্তফী এর ছবি

মাহবুব এন্ড দ্য ব্লগার্স
খাইছে
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ধ্রুব হাসান এর ছবি

মেঘবালক, জোস! , হেডঅফিস (মস্তিষ্ক অর্থে), বিন্দু, অথৈ, মৃগয়া,......আপাতত এই।

সুমন চৌধুরী এর ছবি

রক,হার্ড রক বা মেটাল ব্যান্ড হইলে নামের মধ্যে সেই মেজাজ থাকাটা জরুরি। একটা "খাইছে!" টাইপ ব্যাপার আর কি। "হাতুড়ি" হইতে পারে (ধাতুর তৈরী , পাথর ভাঙ্গে হাসি)। তারপর এমন কোন শব্দ যেইটা উচ্চারণ করা কঠিণ। তাতে মেটালের মেজাজ থাকে যেমন, অষ্টাবক্র, জমদগ্নি নাইলে পরশুরাম, ত্রিশঙ্কু কিংবা কোন প্রচলিত অতি সাধারণ শব্দ যেমন, টাস্কি।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি
ভাঙ্গচুর দিলে কেমন হয়?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

ক্রসফায়ার

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি
মুজিব মেহদী এর ছবি

আমার মতে নামটা বাংলা হওয়াই ভালো। যেমন হতে পারে 'বাংলাগান' অথবা 'রূপকথা'। আবার বাংলা নয় কিন্তু বাংলাদেশগন্ধী নাম 'ঢাকাব্যান্ড'ও হতে পারে।

আমার ১০ বছর বয়সী ছেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করলে সে 'রকস প্ল্যানেট' নামটি প্রস্তাব করল।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ইশতিয়াক রউফ এর ছবি

পায়চারি।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

"ফাটাবাঁশ" ‌...

(কেউ মাইন্ড খাইয়েন না, ইহা একটি জুক্স ...)

আরিফ জেবতিক এর ছবি

গজলায়তন

( আমি কই নাই ,পাশ থেকে আরেকজন কইয়া দিছে ,আমি খালি টাইপ করেছি )

একটি সংশোধন : আপনি আপনার লিস্টে লিখেছেন, বিপ্লব= প্রতিবাদ ।কথা সত্য নয় ,বিপ্লব মানে হলো ‌‌' আপনাকে আমি পাচঁ দিলাম । "

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কিংবা গজালায়তন

(পাশ থেইকা কয়া দেয়ার মত কেউ নাই ,আমি নিজেই ভাবছি এবং টাইপ করছি )

হিমু এর ছবি
রাহা এর ছবি

হাসিব এর নামটা খুব ভালো , বিবেচনা করতে পারেন ।

..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...

বিবাগিনী এর ছবি

ভাংচুর নামটা ভাল।
পাথর সঙ্গীত গাইলে নাম দেন প্রস্তর আর ধাতব সঙ্গীত গাইলে নাম দেন ইস্পাত। দেঁতো হাসি

::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

মাশীদ এর ছবি

বিমূর্ত।

তোদের পারফর্মেন্স ভাল্লাগলো। কিন্তু কিয়ের রক/মেটাল ব্যান্ড! একটা রক বা মেটাল গানও তো দেখি কাভার করিস নাই!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আবিরের গলার সাথে এইগুলাই ম্যাচ করে ভাল। আবার পাবলিক ডিমান্ড বলেও কথা। তবে হবে হবে পাথর এবং ধাতব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাশীদ এর ছবি

থাকলাম পাথরের অপেক্ষায় (ধাতব মাথার উপরে দিয়ে যায়)।
আর ঐ! তোদের নাটকের ভিডিও কই? সেই কবে টোপ দিলি! কেঁচো কিন্তু মাছ খেয়ে ফেলবে! তাড়াতাড়ি আপলোড কর! নইলে তোকে ১০১টি পাথর ও ভারী ধাতু ছোঁড়ার ফতোয়া দিয়ে দেব হ্যাঁ!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাতুড়ি, জমদগ্নি, ক্রসফায়ার!
খাইছে পাবলিক তো দেখি ভায়োলেন্ট হয়ে উঠছে!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ধাতবিকা। মেটালিকার বঙ্গানুবাদ দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

sulfosanpah এর ছবি

the bassist seems good. keep up.

Tanveer habib এর ছবি

১। "গু গু ম্যানস" - গু গু ডল্স থেকে নেওয়া
২। বোটানিকাল গার্ডেন - লিংকিং পার্ক থেকে নেওয়া
৩। কালো চোখা মটরশুটি
৪। ঝাঝালো

- গোপাল ভাড়ঁ

RajarSele এর ছবি

1) Khaw
2) PanPan
3) Chitkar
4) Namheen
5) Neel
6) Dheu
7) Gorjon
1st Album : Ful Fota Bagan

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।