এই রকম একটা
বড় প্রয়োজন ছিল।
এই রকম একটা
বড্ড প্রয়োজন থাকে
চিরকাল।
ঘুমের ভিতর থেকে জেগে
অসুরিক হাতগুলো
পাগুলো
কুৎসিত মুখমন্ডল
লালায়িত জিহ্বা
টেনে ছিঁড়ে ফেলা
মুচড়ে ভেঙ্গে ফেলা
বড্ড দরকার ছিল।
বাতাসে দুমড়ে যায় কাগজ
তাই সংগবদ্ধ হার্ডবোড
হয়ে ওঠা সত্যিই বড্ড বেশী দরকার ছিল।
তারপর মিটে যায়
পাশবিক লেনদেন।
এই রকম একটা নিটোল ১৬
বড় বেশী দরকার ছিল।
২০ সেপ্টেম্বর, ১৯৯৬
(কলেজের দেয়াল পত্রিকার জন্য লেখা ছিল যতদুর মনে পড়ে)
মন্তব্য
বাহ্ চমৎকার।। ধন্যবাদ শেয়ার করার জন্য।।
আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
সংঘবদ্ধ হার্ডবোর্ড কেন, ইস্পাতই বা নয় কেন?
বাতাসে কাচা লোহা দুমড়ে যায় না? যায়। লোহার রঙ কিন্তু সাদা, তবু তাতে মরচে ধরতে হয়, লবণে, অক্সিজেনে, বাতাসেরই কান্নায়!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এই রকম একটা
বড় প্রয়োজন এখনো আছে
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
দারুণ একটা পরিবর্তন দরকার এখন!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নিজের নামের কবিতা সচলে দেখে বড়োই আনন্দিত হলাম!
নতুন মন্তব্য করুন