বড় হচ্ছে সচলায়তন। নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। আলোচনা হচ্ছে, সেমিনার হচ্ছে, খবরের কাগজে নাম আসছে, বই বের হচ্ছে/হবে এখানের লেখা গুলো থেকে। হোমরা চোমরা লোকেরা আসবেন, বিরাট বিরাট বুলি কপচাবেন, মডারেশন হবে, ফ্লাডিং হবে না আর। আহ কি সুবাতাস চারিদিকে। এভুলিউশান - মতামত আদান প্রদানের ক্ষুদ্র জায়গা থেকে বিরাট লোকদের আনাগোনায় মুখরিত বাংলা ব্লগস্ফিয়ার।
খুঁটি ব্লগার তত্ত্ব বলে একটা তত্ত্ব আলোচনা করেছিলাম সমাহোয়্যারইন ব্লগে। তত্ত্বটা আমার নয়, আনর্তজালের ছড়িয়ে ছিটিয়ে থাকা কোন এক জায়গায় থেকে পেয়েছিলাম এটা।
বড় বড় মার্কেট লক্ষ্য করেছেন কখনও? সেখানে দেখবেন মার্কেটের কর্নারগুলোতে যেখানে লোকেদের ভিড় হয় খুব বেশী সেমস্ত জায়গায় বড় বড় কোম্পানী অনেক দাম দিয়ে দোকান দেয়। ঐ সমস্ত কোম্পানী তাদের নিজস্ব দাবিতে জাজ্বল্যমান। বেশীরভাগ মানুষ মার্কেটে যাবেই শুধু ঐ সব দোকান থেকে জিনিস পত্র কিনতে। এদেরকে বলা হয় শপিং সেন্টারের খুঁটি।
দুই দিকের দুই খুঁটির মাঝখানে দেখবেন অনেক শূন্যস্থান পূরণকারী দোকান থাকে। মানুষ এক খুঁটি থেকে আরেক খুঁটি যাবার সময়, কিংবা খাবার কিনতে যাবার সময় ঐ সমস্ত শূন্যস্খান পূরণকারী দোকান চোখে পড়ে এবং টুকটাক কেনা কাটা করে। এদের নিজস্ব তেমন কোন আকর্ষন নেই।
সচলায়তনকে (বা যে কোন ব্লগকে) সাকসেসফুল করতে হলে এই নীতি অনুসরন করতে হবে। কিছু 'খুঁটি' ব্লগার নিয়ে আসতে হবে। এদের লেখার টানেই মানুষ আসবে। বাকিরা হবে ফিলার। উদাহরন হিসেবে সচলায়তনের অনেকের কথাই বলা যায়, এদের লেখার টানে যতজন আসে ততজন আর কারো লেখার টানে আসে কিনা আমার সন্দেহ আছে।
সুতরাং ব্লগার বাড়াতে হলে, কিংবা ব্লগস্ফিয়ারের পরিধি বাড়াতে হলে
১। খুঁটি ব্লগার বাড়াও
২। প্রয়োজনীয় বিষয়ে (যেমন শপিং সেন্টারের খাবারের দোকান) ব্লগার বাড়াও।
আমাদের মত শূণ্যস্খান পূরণকারী এমনিতেই বাড়বে।
এবার আমার দু পয়সার ভাবনা। সচলায়তনের এভুলিউশান হচ্ছে, খুঁটি ব্লগার বাড়ছে আর আমরা হয়ে পড়ছি শূণ্যস্থান পূরণকারী। এযেন ঘরের কাছে বড় কর্পোরেট মার্কেট গড়ে উঠবার ফলে ছোট ছোট মুদি দোকানের মার খাবার গল্প। আগে সাধারন মানুষ আরো অনেক সাধারন মানুষের ভিড়ে সাহস করে টুকটাক লেখালেখি শুরু করত। তারপর মকষো কাটতে কাটতে হয়ে উঠত ভালো লেখক। এখন হোমরা চোমরাদের ভিড়ে নতুন ব্লগার কজন আসবে আবার সন্দেহ আছে। বিলকুল সন্দেহ আছে।
তবুও - এভুলিউশান থামানো যায় না, থেমে থাকে না। এভুলিউশানের সাথে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। তারই চেষ্টা করে যাচ্ছি।
মন্তব্য
ক্লোজড গ্রুপে কি খুঁটি তত্ত্ব কাজ করে ?
এছাড়া আজকের স্টারবাকস কিন্তু শুরুতে ছিল একটা টংয়ের দোকান টাইপের।সুতরাং ফিলাররাও একসময় খুঁটিতে পরিণত হতে পারে আবার উল্টোটাও সম্ভব। সচলায়তনের কাজ হোক ফিলাররা যাতে একসময় একএকটা স্বয়ংসম্পূর্ণ খুঁটিতে রূপান্তরিত হতে পারে, এই সাপোর্টটা দেওয়া।
____________________________________
suspended animation...
সবাইকে হতে হবে বলাইয়ের মত টেনশনবিহীন। যা ইচ্ছা লিখে যাওয়া, কেউ সেটা দেখে নাক সিঁটকালে দোষ নাকের, লিখার না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সেটাই , যার যেমন খুশী!
অরূপের পোষ্টে কমেন্ট অপশন গায়েব,গ্রাফ গুলো ও দেখা যাচ্ছেনা @মুর্শেদ
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অরূপ ইচ্ছে করেই কমেন্ট বন্ধ রেখেছে মনে হয়। লিংকে ক্লিক করলেই তো গ্রাফ দেখা যাবার কথা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ফায়ারফক্সে দেখুন। ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা যাচ্ছে না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ঠিকাছে
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নীতিমালা / ভীতিমালা নিয়ে আলোচনার সময় কোথাও পড়েছিলাম (গৃহীত নীতি না কারো প্রস্তাব মনে নেই), প্রথম পাতায় দুইয়ের বেশি পোস্ট থাকলে তা ফ্লাডিং হিসেবে গণ্য হবে। এই মুহূর্তে প্রথম পাতায় ৩টি মাহবুব মুর্শেদ।
হবু চন্দ্র রাজার আইন মনে করিয়ে দেবো?
বিধিবদ্ধ সতর্কতা : আশা করি কেউ সিরিয়াসলি নেবেন না। কলহ লাগানো খুব অপছন্দের কাজ আমার। কলহ দেখতে/শুনতেও ভালোবাসি না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
মাহবুব মুর্শেদকে নিস্ক্রান্ত করা হোক
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনার এই থিয়রীটা কপিরাইট করে রাখেন। কোনো দিন ২১ শতকের ব্লগিংয়ের ইতিহাস লেখা হইলে এটা sm3's pillar theory নামে আলোচিত হবে।
নাঃ, মাফ করে দেওয়ার সুপারিশ করি। এমনিতেই পোস্ট কম - দিনে ৮-১০টার বেশি তো হচ্ছে না।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হ জিহাদী জোশেই তো পোস্টাইলাম আজকে! আমার কি দোষ কেউ কিছু লিখে না!!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ওই মিয়া ডর দেহাও কে? পড়তে ও কি পারুমনা।
কিছু কিনমু ও না, বেচমু ও না, খালি ঘুইরা ঘুইরা দেখুম, কোনো সমস্যা?
যে যতো পারেন, ফ্লাডিং করেন।
দরকার হলে মডুরামদের ঘুষ দেবো!
আবার লিখবো হয়তো কোন দিন
পোস্ট যেইকয়টা আইছে তার সবই অনেক সুপাঠ্য...আমিতো কোন সমস্যা দেখতেছি না। খালি নীরব ব্লগারদের লেখা ছাড়া আর সবই তো আছে। ঐসব অনিয়মিত ব্লগারগো লেখা দেখতে চাই অচিরে...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
পিলার থিওরিটা আমার পছন্দ হইছে। পিলারের ফিলার হইতেই মজা বেশি। সব পড়মু, কমেন্টামু, মাঝে মাঝে আল্লাহর নাম নিয়া দুই একখান পোস্ট ভাসাইয়া দিমু।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
থিওরি পছন্দ হৈছে। তয় pillar আর filler নিয়া ভাবতে ভাবতে মনে হৈল peeler আর feeler নিয়াও ভাবনার দরকার আছে। ভাইবেন সময় পাইলে।
সবাই বেশি করে পোস্টান, পিলার শক্ত করুন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ঘ্যাজম্যাজ ঘ্যাজম্যাজ কইরা লেইখা যান সবাই...
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ওরে খাইছে!
তোমার সুরে সুরে সুর মেলাতে
আর আমার মতো উইন্ডো শপারদের জন্য কি বিধান?
ইন্টারেস্টিং। এখনকার সচলায়তনের জন্য এটা অনেকাংশেই প্রযোজ্য!
নতুন মন্তব্য করুন