সহজ লেখা আসুক, জমে উঠুক আড্ডা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ২৪/০৩/২০০৮ - ১০:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেক দিন সচলায়তন থেকে দূরে ছিলাম। ঠিক মত নাওয়া খাওয়ার সময় হত না - সচলায়তন তো পরের ব্যাপার। আগামী বুধবারের পর পুরোপুরি ফ্রী হব আশা রাখি।

সচলায়তনে ঢুকে একটু হোঁচট খেলাম। হাল্কা চটুল লেখা নেই। প্রিয় মানুষের লিখছেন না। মনে হয় সবাই শক্ত শক্ত লেখা ছাড়া আর কিছু লিখতে জানেন না!

কোথায় গেল আপনাদের সেই আগডুম-বাগডুম লেখা? যে লেখা গুলো পড়ে প্রান খুলে হাসতাম, প্রান খুলে খুঁচাখুঁচি করতাম, কমেন্টের জন্য পড়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা! কোথায় গেল আপনাদের সেই সহজ সরল ফালতু বিষয়ে ব্লগিং? সচলায়তন কি তাহলে আপনাদের সেই বোধকে অচল করে দিয়েছে?

লিখুন প্রান খুলে, কথা বলুন মন ভরে। আপনাদের আড্ডায় আবার খুঁজে পাই নতুন প্রানের সন্ধান।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আপ্নেই শুরু করেন বস ... কি করলেন লাস্ট উইকেন্ড? হাসি ................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাথার চুল ছিড়ছি আর থিসিস কারেকশন করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

আমারও তাই মনে হচ্ছিল কয়েকদিন ধরে
বেশ ওজনদার ওজনদার লেখায় ভর্তি সচলায়তন

যাক
এবার আপনি শুরু করেন একটা বাতাসি সিরিজ
হালকা
এবং পাতলা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখন তো দেখি মসজিদে সামনে ফাঁকা জায়গা নিয়ে অনুরোধের মত হইল ব্যাপরটা। "আপনে যান", "আরে ভাই আপনে যান"।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এই চান্সে কোন পিচ্চি পুলাপান সামনে গেলেগা তখন আবার ফতোয়া, বাচ্চারা পিছে যাও হো হো হো ................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

মাহবুব লীলেন এর ছবি

(মুর্শেদের জন্য)
আপনে যান না বলে কী আমার উপায় আছে রে ভাই?
সচলায়তনে আপনারা যে ইমেইল সিস্টেম করেছেন সেই ইমেইলগুলোতে লোকজন আমারে ধমকি-ধামকি দেয় তা তো আর দেখে না কেউ

এইজন্যই অন্যদের বলি যান সামনে যান
তাতেও নিস্তার নাই
লোকজন আমারে মেইলে শাসানি দেয়- এই পোস্টটা নিশ্চয়ই তোমার বুদ্ধিতে হয়েছে

ধমকের চোটে এখন কোনো কমেন্ট করলেও তিনবার ভেবে দেখি সেটা সমাজসম্মত হলো কি না
তার পরে কমেন্ট করি

ধুসর গোধূলি এর ছবি

- সচলায়তন "আন্তর্জাতিক বিষণ্ণ সপ্তাহ" উদযাপন করছে, জানো না!
উদযাপন শেষ হোক আগে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুজন চৌধুরী এর ছবি

হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বস আপনের কার্টুন কই?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

১টা সিরিয়াস কাজে আটকে গেছি দাদা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

রায়হান আবীর এর ছবি

সিরিয়াসনেস আর ভাল লাগেনা।
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

পিচ্চি পুলাপান লাইনের পিছে দাড়াও হো হো হো ................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

কুমড়োপটাশ  (নো যাচাই-টাচাই) এর ছবি

আইতাসি চানাচুর টাইপ লেখা নিয়া।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ মুড়ি চানাচুর দরকার।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

ফখরুরা যা কইতাছে বস
খাড়াই গিয়া মঞ্চে..
ওসব শুইনা সহজ কথা
ক্যামনে বলি কনচে !

ইশতিয়াক রউফ এর ছবি

হুম, কথা সত্য!

দিগন্ত এর ছবি

ঠিক বলেছেন, একটা মনখোলা লেখা দরকার। ডি-এন-এর চক্করে পড়ে আমার চিন্তাভাবনা গুলিয়ে যাবে নাহলে।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

তারেক এর ছবি

আমার বিড়ালটা পর্যন্ত বলতেছে... সহমত সহমত ম্যাঁও
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মুহম্মদ জুবায়ের এর ছবি

এই আইলাম, দ্যান মুড়ি-চানাচুর। এক কাপ চা-ও দিয়েন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই ন্যান ঝাল-সরিষার ত্যাল-মুড়ি-চানাচুর মাখা। লগে বাতাসাও আছে। ঝাল বেশী ধরলে পরে এক কামড় দিয়া নিয়েন। চা আসতেছে - এট্টু অপেক্ষা করেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

বাতাসা লাগবো না। নিজে একখান সো-কলড সিরিয়াস পোস্ট দিয়া ডরে আছি, পাবলিকে দৌড়ানি না দেয়। মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সবজান্তা এর ছবি

দীর্ঘদিন ধরে প্রবাসে দৈবের বশে কিংবা গোয়েন্দা ঝাকানাকার প্রাদুর্ভাব না ঘটাতেই, এই বিপত্তি বলে আমার বিশ্বাস !
-------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমারো তাই মনে হয়।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শিক্ষানবিস এর ছবি

ঠিক। কঠিন লেখার ভীড়ে সহজগুলো হারিয়ে যাচ্ছে। সবাই সহজ লিখুন, সহজে লিখুন, সহজ ভাবুন, সহজে ভাবুন। আনন্দে থাকুন।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মুর্শেদ ভাই:
আপনার লেখা মিস করি খুব।
নতুন কোনো আইডিয়া নিয়ে শুরু করেন। (আগে যেমন ফিসফাস চলমান গল্প ছিল।)

শেখ জলিল এর ছবি

উত্তম প্রস্তাব। সহজ করে লেখার চেষ্টা করছি বহুদিন থেকে....

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

স্বপ্নাহত এর ছবি

হ ভাই।এক্কেরে হাছা কথা।এম্নিতেই পুলাপান মানুষ।এত হোমরা চোমরা মানুষের মধ্যে থাকতে অস্বস্তি লাগে।তার মধ্যে যদি দেড় দুই হাজার নিউটন বলযুক্ত ব্লগ একটার পর একটা আসতেই থাকে অইগুলাতে মন্তব্য করতেও ভয় লাগে কি কইতে কি কইয়া ফালাই।

তাই কইসিলাম আর কি... একটূ সোজা বাংলায় ব্লগিং করলে আমাগো মত নাদান ব্লগারদের জন্যও ব্যাপারটা একটু সোজা হয়।

---------------------------------

বাঁইচ্যা আছি

বিপ্লব রহমান এর ছবি

একমত। ...সেই সঙ্গে কবিতা ও গল্পে ঠাসা ব্লগ প্রায়ই একঘেয়ে লাগে।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

লুৎফুল আরেফীন এর ছবি

হু শেষে ঝাল-মুড়ি আর চানাচুর দেই আর সবাই আমারে চানাচুর ওয়ালা বইল্যা ঠাউরাক!!! আমি তো লেখক! আমি কি আর চানাচুড় মুড়ির মামু নাকি?!!!!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।