লেখা বদলান সচলায়তনেই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ১৯/০৭/২০০৭ - ৪:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন থেকে আপনার পুরোনো ননইউনিকোড লেখা ইউনিকোডে বদলে নিন সচলায়তনে থেকেই। প্রথমে নতুন স্ক্রীপ্ট লোড করতে ctl+f5 চাপুন।

প্রতিবার লেখা বদলাতে প্রথমে আপনার পুরোনো লেখা পেস্ট করুন টেকস্টবক্সে। তারপর পেস্ট করা লেখা সিলেক্ট করে টেকস্টবক্সের উপর "বদলাও" চাপুন। কোন ধরনের লেখা সেটা বলে দিন bijoy, bij, bangsee, bang, boisakhi, boi এভাবে। তারপর ওকে ক্লিক করুন। ব্যাস আপনার সিলেক্টেড লেখাটুকু বদলে যাবে ইউনিকোডে।

পুরোনো লেখা বদলে নিন সচলায়তনেইপুরোনো লেখা বদলে নিন সচলায়তনেই

লেগে থাকুন সচলায়তনেই।


মন্তব্য

হাসিব এর ছবি

এটাকে টুকিটাকির/প্রায়শ জিজ্ঞাস্যের মধ্যে নিয়ে আসা হোক ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বস এইটা আপনার চেহারা নাকি? হাসি

এইখানে পাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসিব এর ছবি



আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

শামীম এর ছবি

ফাটায়ালাইছে ... ... চলুক

হাতে ফন্টের নাম না লিখে বরং ঐখানে কয়েকটা রেডিও-বাটন টাইপের অপশন আসলে আরও ভালো হত -- তবে যদি মূলনীতি হয়, <ইউনিকোডে লেখ নাই কেন চান্দু, এবার খাইট্টা খাও> - তাহলে কোন কথা নাই খাইছে
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই আইডিয়াটা ভেবে দেখবার মতো। ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

??? এর ছবি

ধন্যবাদ দিয়া খাটো কৈরা দিমু নাকি? হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নাহ থাক এমনিতেই উচ্চতায় কমতি আছে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অফিসের কাজের ফাঁকে এর ছবি

Good Job Done!

তারেক এর ছবি

ব্যাপক !!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

জিকো এর ছবি

চমৎকার সংযোজন।

প্রশিকাশব্দে টাইপ করা লেখা রূপান্তর করা যাবে? অভ্র কনভার্টার দিয়ে করতে পারছি, অ-নে-ক সময় লাগে।

ইউনিকোডে রূপান্তর হওয়ার পর বিজয়ে লিখা অন্তঃস্থ-ব (যেমন, বিশ্ব শব্দে শ এর নিচে যে ব, তা অন্তঃস্থ) ঠিকঠাক দেখা যায় না। কোন ইউনিকোড ফন্টে অন্তঃস্থ ব-এর সঠিক গ্লিফটি পেতে পারি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রশিকা শব্দের কয়েকটা ডকুমেন্ট আমাকে দিয়েছিলেন মনে আছে। কিন্তু বসা হয়নি সেটা নিয়ে। মন খারাপ দুঃখিত।

ইউনিকোডের এই সমস্যাটাতে আমি পড়িনি তো! আপনি BNG ফন্ট ব্যবহার করে দেখেছেন? সচলায়তনের বাংলা সমস্যাতে দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জিকো এর ছবি

এখন পর্যন্ত যতগুলো বাংলা ইউনিকোড ফন্ট দেখেছি, অন্তঃস্থ ব বর্ণটি আলাদা করে লিখতে পারি নি। ফন্ট টেবিলে অন্তঃস্থ ব এর গ্লিফটাই খুঁজে পাইনি। BNG ফন্টের বেলাতেও তাই। কাজ চালানোর মতো আছে ্ব।

উদাহরণস্বরূপ, নিচের লেখাটি হুবহু ইউনিকোডে রূপান্তর করতে চাই:

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দেখব তো ইস্যুটা! ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

মামু, শামীম মিয়ার আইডিয়াটা খারাপ না। লিখে দেবার বদলে রেডিও বাটন সেট করে দিলে ভালো হয়।

আপনে আমাদের জীবনকে সহজতর করার জন্য যা করছেন তাতে করে মনে হচ্ছে তেমন কোন বড় পাপ না করে থাকলে সরাসরি হুরপরিদের কোলে গিয়ে পড়বেন।


কি মাঝি? ডরাইলা?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হ কে জানি আমার প্রতিভায় মুগ্ধ হইয়া প্রিয়াংকা চৌধুরী নামের একটা মাইয়ার প্রোফাইল পাঠাইছে! কন তো দেখি মানুষের কি খাইয়া দাইয়া কাম নাই?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

হা হা হা!! টুশী ভাবীরে বলছেন এই কথা? ভাবী তো আপনাকে ভাত দেয়া বন্ধ করে দেবার কথা।


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।