আমরা কারা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ০৫/০৬/২০০৭ - ৭:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
আমরা ক'জন আগে অন্যকোনা ব্লগে সহব্লগার হিসেবে লিখতাম। সেই ব্লগস্ফিয়ারে আমরা অনুভব করলাম সুস্থধারার লেখালেখির চেয়ে গালাগালিই বেশী হয়। কর্তৃপক্ষ বেশীরভাগে ক্ষেত্রেই চুপ থাকেন নয় একটি বিশেষ শ্রেনীর পক্ষ নিয়ে পোস্ট মুছে দেন। সুনির্দিষ্টভাবে বলতে গেলে: ১। বায়াসড মডারেশন গালাগালি মডারেট করা হত না, কিন্তু ধর্মীয় বিষয় যেটা সুস্থবুদ্ধির মানুষের যৌক্তিক আলোচনা সেটা মুছে ফেলা হত। এমন সব বিষয়ে লেখা আসত যা সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী। অথচ তার কোন মডারেশন হত না। ২। অর্ধস্বচ্ছ কাজকর্ম ব্লগারদের ভালো লাগা মন্দ লাগা কেউ শুনছে কিনা, কেউ এর দায়িত্বে আছে কিনা, এগুলো শোনার কেউ ছিল না। যখন ইচ্ছে তখন সাইট ডাউন, যেমন ইচ্ছে বেটা টেস্টের বলি হতে হত। ৩। ব্লগ ফর ব্লগার বনাম ব্লগ বাই ব্লগার ব্লগটা ছিল ব্লগারদের জন্য কিন্তু এই ব্লগ হবে ব্লগারদের দ্বারা। তাই ব্লগারদের চাহিদা আগের ব্লগে ঠিক মতো রক্ষা না করা হলেও এখানে সেটা হবে।

মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
এরকম আরো কিছু আর্টিকেল লাগবে প্রাথমিক ভাবে ইউজারদের সাথে পরিচিত করতে। সাজেশন কিংবা নতুন ভার্সন স্বাগতম।
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
আরিফ ভাইয়ের শেষ পোস্টটায় আসল কথা আছে। ঐসব মডুরাম একটা মুরগীর লড়াই দেখছিল। হায়রে - - -
নজমুল আলবাব এর ছবি
মোরগের লড়াই চাইনা...মোরগ হইতে চাইনা...
আরিফ জেবতিক এর ছবি
মোরগ খেতে চাই।ঝাল ঝাল করে ভুনা ভুনা..(শালার লাঞ্চটা এখনও করতে পারলাম না,বিকেল হইলো ৪টা)
সৌরভ এর ছবি
অরুপ দার উপরে ভীষণ রাগ হচ্ছে । সামহোয়্যার এ এক নজর দেখি - খাওয়ার একখান জম্পেশ পোস্ট দিছে । বড়ই বিরক্ত লাগলো । লাঞ্চ তো দূরের কথা, ডিনারের সময় হইলো - পেটে কিছুই পড়ে নাই। আল্লা,যারা খাবারের কথা কয়, তাদের ক্ষুধা তুমি নষ্ট করে দাও। তারা যেন খেয়েও স্বাদ পায় না । -- [অনুভূতিশূন্য কেউ একজন]

আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।