এই সমস্যাটা মূলতঃ দেখা দিতো ইন্টারনেট এক্সপ্লোরার ৬.০ ব্যবহার করলে। আমরা কিছু টুকটাক ফিক্সিং করেছি। ফলস্বরূপ, আমি এবং আরো একজন সদস্য ইন্টারনেট এক্সপ্লোরার থেকে লগইন করে সাইট ব্রাউজ করছি - অটো লগআউট হয়ে যাচ্ছি না। কিন্তু যারা এখনও সমস্যাটিতে পড়ছেন অনুগ্রহ করে জানান এখানে।
প্রথমে লগআউট অবস্থায়, একবার পেইজ রিফ্রেস করুন ctl+f5 দিয়ে। তারপর লগইন করুন। বিভিন্ন পোস্ট ঘুরে ফিরে দেখুন। বেশ খানকিক্ষন ঘোরা হলে পরে জানান অটো-লগআউট হচ্ছেন কিনা।
যারা এখনও অটো লগআউট হয়ে যাচ্ছেন তাদের জ্ঞাতার্থে, লগআউট হওয়া মাত্র আবার লগইন করার প্রয়োজন নেই। ctl+f5 চাপলে আবার লগইন অবস্থায় দেখতে পাবেন নিজেকে। সমস্যাটা সমাধানে বেশ চেষ্টা করছি আমরা, কিন্তু বান মাছের মতো পিচ্ছিল সমস্যাটা ধরতে বেগ পেতে হচ্ছে আমাদের। সমস্যা সমাধানে সাহায্য করার জন্য অনুগ্রহ করে আপনি আপনার ব্রাউজার ভার্সন, অপারেটিং সিস্টেম ভার্সন জানান মন্তব্যে।
আপনাদের সহযোগীতা আমাদের পাথেয়।
মন্তব্য
আমার হইতেছে...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
ctl+f5 চাপলে আবার লগইন অবস্থায় দেখতে পাবেন নিজেকে। অনুগ্রহ করে আপনি আপনার ব্রাউজার ভার্সন, অপারেটিং সিস্টেম ভার্সন জানান মন্তব্যে।
ব্রাউজার ভার্সন জানতে পারবেন ব্রাউজারে Help > About থেকে।
অপারেটিং সিস্টেমের ভার্সন জানতে পারবেন ctl+break চাপলে যে উইন্ডো চোখের সামনে আসবে সেখান থেকে। অথবা My Computer এর রাইট ক্লিক করে > Properties থেকে।
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাস্কর ভাইয়ের দৃষ্টি আর্কষন করছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আগে এই সমস্যা ছিল। তখন ctrl+f5 মারতাম। ঠিক হয়ে যেতো। এখন আর সমস্যা হয় না।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
ব্রাউজার ফায়ারফক্স ২.০.০.৫
অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি প্রোফেশনাল ভার্সন ২০০২ সার্ভিস প্যাক ২
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
ctl+f5 চেপে রিফ্রেশ করার পরও কি হচ্ছে? কষ্ট করে একটু জানান প্লীজ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার আতকা আতকা হয়।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
লাস্ট কবে হয়েছিল? প্লীজ ctl+f5 দিয়ে একবার রিফ্রেশ করার পর দেখুন সমস্যাটা থেকে মুক্তি পাওয়া যায় কিনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখন হচ্ছে না। গতকাল ও Ctrl+F5 দরকার হইত।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমার সবসময় হয়।
ব্রাউজার ফায়ারফক্স।
এ ও এলে দেখা যায় সুন্দর। বাংলা লেখা যায় না। তাই বাধ্য হইয়া ফায়ার ফক্স।
লগআউট হয়া গেলে নাম পাস ওয়ার্ড ছাড়াই আবার লগইন করি।
লাল অক্ষরে কিছু নীতিমালা কয় কিন্তু যথারীতি আগের পাতায় নিয়া যায়।
এইসব লীলাখেলা বুঝা কঠিন। ওয়েবসাইটের যে নিজস্ব জান নাই সেইটাই বা কে জানে? জগদীশ চনদ্র বসু থাকলে গবেষণাটা করা যাইতো।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সমস্যা কিছুক্ষন আগেও ছিল। এখন ctl+f5 চাপার পর হচ্ছে না।
××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
এখন মনে হয় ঠিক হয়ে গেছে।
কাল সারা রাত ছবি বদলানোর চেষ্টা করলাম হলো না।
বাদ দিয়ে দিলাম চেষ্টা।
এখন দেখি ছবি অটোই বদলায়া গেলো।
সচলে ভূত আছে......................
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
লগ আউট মানে যে লগ আউট নয়, তা মাঝেমধ্যে টের পাই দুই প্রকারে। ব্রাউজ করার সময় লগ আউট দেখালে রিফ্রেশ-এর কায়দাটা কাজ করে। কিন্তু সত্যি সত্যি লগ আউট করার পরও লগড ইন দেখতে পাই। এমনকি ব্রাউজার ক্লোজ করে নতুন করে ওপেন করলেও।
অপারেটিং সিস্টেম : উইন্ডোজ এক্সপি প্রফেশনাল, সার্ভিস প্যাক ২ এবং উইন্ডোজ এক্সপি হোম এডিশন, সার্ভিস প্যাক ২।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
লগআউট হবার পর আপনার নাম দেখায় ইউজার লিস্টে - এটা অন্য একটা ইস্যু। লগআউট সমস্যা সমাধানের পর ধরা যাবে।
ctl+f5 চেপে রিফ্রেশ করার পর, ব্রাউজ করার সময় লগআউট হচ্ছেন কিনা সেটা আপাতত কনফার্ম করতে চাচ্ছি। অর্থাৎ দেখতে চাচ্ছি রিসেন্ট ফিক্সটা কাজ করছে কিনা। এটা একটু জানান প্লীজ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রিফ্রেশ কাজ করে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ভাস্কর ভাই জানালেন সমস্যার সমাধান হয়েছে। নজমুল ভাই এখনও কিছু জানাচ্ছেন না। আশা করছি এই সমস্যাটির সমাধান হয়ে গেছে। "সমস্যা ও আব্দার" থেকে সরিয়ে ফেল্লাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন