শক্ত করে একবার জড়িয়ে ধরে আলগা করে দিলে বাঁধন। আমাকে ফেলে দৌড়ে উঠে গেলে দোতলার বারান্দায়। এর ফাঁকে জামার হাতা দিয়ে চোখ মুছে নিয়েছ। কষ্ট করে এক টুকরো হাসি ফুটিয়ে আমাকে হাত নাড়লে।
আমি বিপন্ন এই আত্মাটাকে টেনে হিঁচড়ে গাড়ির ভিতর নিয়ে গেলাম। গাড়ির কাঁচের ভিতর থেকে হাত নাড়লাম। তারপর স্টার্ট দিলাম গাড়িতে। আকাশে একচিলতে কালো মেঘ। তোমাকে ফেলে আমি চলে যাচ্ছি।
তোমাকে ফেলে আমি চলে যাচ্ছি। ফেলে যাচ্ছি মাইলের পর মাইল শস্য ক্ষেত, সবুজ বনভুমি আর কালো রাস্তা। আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে অনেক আগেই। সূর্যটা আমার পাশ দিয়ে ঠিকরে পড়ছে চোখের উপর। শেইডটা নামিয়েও আড়াল করতে পারছি না কিছুতেই। হঠাৎ করেই আশপাশটা মনে হয় ফাঁকা হয়ে গেল। কে যেন হাহাকার ছড়িয়ে জানিয়ে দিল তুমি নেই তুমি নেই। অসীম শূণ্যতায় খা খা হাহাকার আমার।
ইন্টারস্টেইট ৭১ এর উপর যখন, সন্ধ্যা তখন নামবে প্রায়। পুরো পশ্চিমের কয়েকশত মাইলের আকাশ জুড়ে আহত সূর্য বুকের রক্ত ছড়িয়ে মরতে বসেছে। আমি উত্তর মুখে গাড়ি চালাতে চালাতে হাভাতের মত চুরি করে ঘাড় ঘুরিয়ে মাঝে মাঝে সেই দৃশ্য গিলছি। ৭১, রক্ত এই শব্দগুলি মুক্তিযুদ্ধের কথা মনে করায়নি সেটা বলবনা। তবু তোমার কান্না ছল ছল মুখ খানি মনে পড়ছিল বার বার।
রাত বাড়ছে হু হু করে। রাস্তায় পড়ে থাকা মৃত হরিনীদের দুঃখ আমাকেও ছুঁয়ে যাচ্ছে বারবার। আর প্রায়শ ঝাপসা লাগছে আশপাশ। বুঝতে পারছি থামা দরকার এখুনি। যে কোন মুর্হুতে যে কোন দুঘর্টনা হয়ে যেতে পারে।
কিন্তু যুক্তিতে সায় দেয় না মন। বুকের ভিতর হাহাকার বাড়তে থাকে, বাড়তেই থাকে। শুণ্যতা কমাতে এক্সেলেটারে বাড়িয়ে দেই চাপ। সত্তর, আশি, নব্বই...
মেয়ে, তুমি না সাথে এলে আমি গ্যালাক্সী ছাড়িয়েই চলে যাব।
I don't have you (ভিডিও দেখনেকা নেই, সিরফ গান শুননেকা)
মন্তব্য
ভালো লাগলো। কেনো জানি পড়তে পড়তে মনে হলো, আমারো কোনোদিন এমন ছিল, যা আজ আবার আপনার এই লেখাটি পড়ে মনে পড়লো। ধন্যবাদ।
আপনার গল্প লিখে ফেলুন। আমরাও আপনার দুঃখের ভাগীদার হই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেকদিন পর SM3
হ্যাপি রিটার্ন টু ব্লগিং
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হ বস। একটু সময় লেগে গেল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আরে ব্যাপার না। উইকএন্ডে তো দেখা হবেই।
কী করবেন বলেন? বেঁচে থাকাটাই এমন!
কি মাঝি? ডরাইলা?
গত চার উইএন্ডে দেখা হয়েছে। তবু প্রতিবারই খারাপ লাগে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার লাস্ট দেখা হইছে প্রায় ছয় মাস হইতে চললো ... বুঝেন কেমন লাগে
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
ব্যাপার না বস। শুরুর দিকে একটু স্ট্রাগল করতেই হয়।আজ গেলে কাল দুইদিন।
সেই দুইদিনই তো ফুরাইতে চায় না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বস, এইবার ধুমায়া ব্লগিং করেন তো। নতুন আইডিয়ার সিরিজ নামান।
অবশ্যই অবশ্যই। নতুন আইডিয়ার জিনিস অবশ্যই আসবে। চোখ রাখুন সচলায়তনের পাতায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খুব ভালো লাগলো, মাহবুব ভাই।
ধন্যবাদ আখতারুজ্জামান ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কী আর বলি... ছবির ওই ধ্রুপদী সৌন্দর্যকে একাধিক কারণে ঈর্ষা করছি
অ্যাহেম...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
একাত্তর কে ৭১ দেখলেই কোথায় যেন আগুন জ্বলে ওঠে।
গল্পে "ইন্টারস্টেইট ৭১... " পড়ার সাথে সাথেই ব্যপার টা হল। আপনিও ব্যপার টা লিখেছেন দেখলাম। তার উপর কেবল মাত্র একাত্তরের কিছু ডকুমেন্ট দেখে মাথা গরম হয়ে আছে! ঐলাইনের পরেই লেখার মুল ফ্লো থেকে বেরিয়ে পড়েছি।
ছবির মেয়েটাই 'তুমি' হলে তাড়াতাড়ী গ্যালাক্সি ছাড়িয়ে যাবার টিকেট কাটুন!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
টিকিট কাটব? বলচেন তাহলে? এই কাটলুম কিন্তু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মেয়ে, তুমি না সাথে এলে আমি গ্যালাক্সী ছাড়িয়েই চলে যাব।
এই হুমকিতে কাজ হয়ে যাবে মনে হচ্ছে। যেতে হবে না আসলে, ধারণা করি।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
কাজ হবে তো!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভালৈছে মুর্শেদ ভাই
নিয়মিত লেখেন না ক্যান?
লিখব বিরাদর, লিখব।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মনে আছে, নির্মলেন্দু গুণের 'তুমি চলে যাচ্ছ' কবিতাটি?
তুমি চলে যাচ্ছ, তুমি চলে যাচ্ছ, তোমার যাওয়ার কিছুতেই শেষ হচ্ছে না...
.................................................................................
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে। আমাদের মা আজো লতাপাতা খায়।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
আমার জন্য হবে, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু আমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মাইচ্চে রে
কাইন্দা কাইট্টা ব্লগ ভাসাই দিছে
অ্যাঁ অ্যাঁ লীলেন ভাই আমাকে ক্ষ্যাপায়। অ্যাঁ অ্যাঁ অ্যাঁ ... খেলব না বলে দিচ্ছি।
কেমন যেন এক মহাপ্রস্থানের সুর এই কথাগুলোই। কোথায় যেন চলে যাই হঠাত! সুন্দর, সুন্দরম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ বস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মেয়ে তুমি ফিরে দেখনি...
---------------------------------
চলে এলুম... তোমায় ছেড়ে চলে এলুম... রইলো পড়ে ছেঁড়া কাঁধা ভাঙ্গা সানকি...
আপনার লেখাটা অনেক অনেক কবিতার কথা মনে করায়ে দিলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব ছোটবেলা এরকম অনুভূতি হত। সেটা অবশ্য অন্যকারণে। এখন অনুভূতিগুলা তেমন জ্বালায় না আর।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আহারে, বিরহ!
আমি তো বিরহে পড়ে নৃশংস একটা কবিতা লেইখা ফেলছিলাম, আপনার কথা পড়ে খারাপ লাগলো।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
- ধুরো মিয়া।
আমি ভাবলাম শৈশবের প্রেমের কথা কইবা, এখন দেখি বউ বিরহের উপাখ্যান।
আরে পরকীয়া করার এমুন চান্স পাইয়া কেউ কান্দে? দ্রোহী মেম্বাররে দেখো না? সারাক্ষণ নাকি বউয়ের হাতে চেলা কাঠের আদর খায়, পরকীয়ার কথা মুখে আনলেও না আনলেও।
তোমার তো কপাল ভালো। সপ্তাহে অন্তত পাঁচটা দিন তোমার পিঠ রক্ষা পাইবো। বাকী দুইদিন আল্লাহ্'র ওপর তোয়াক্কাল রাইখো। দাঁতে দাঁত চিইপ্যা সহ্য কইরো মা. মু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই হইল ঘটনা
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
তাইতো বলি এত গুতাগুতি কেন এইখানে !!! লেখা ভাল হইছে।ভাল লাগল।
~~টক্স~~
Journey-র Faithfully গানটা শোনো।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হূদয় খুড়ে বেদনা জাগানিয়া ব্লগ
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নতুন মন্তব্য করুন