অরূপ আইডিয়া দিয়েছিল ই-বুক চালু করার। আরিফ জেবতিক ভাই পরামর্শ দিয়েছিলেন
১/নির্বাচিত গল্প (সঞ্চালক:শিমুল ও কনফু)
২/নির্বাচিত কবিতা (সঞ্চালক:নজমুল আলবাব ও ইমরুল হাসান, সুমন চৌঃ)
৩/নির্বাচিত দর্শন (সঞ্চালক:সুমন রহমান, সুমন চৌঃ)
৪/নির্বাচিত রাষ্ট্রচিন্তা (সঞ্চালক:হা.মোরশেদ ও জা.ভাষ্কর, শোমচৌ, সুমন চৌঃ)
৫/নির্বাচিত রম্য (সঞ্চালক:হিমু, শোমচৌ)
আরো বিভিন্ন বইয়ের নাম দিন এবং সম্পাদকের নামও দিন। তো শুরু করে দিন এক এক করে। প্রথম প্রচেষ্টা হিসেবে নির্বাচিত রাষ্ট্রচিন্তা (সঞ্চালক:হা.মোরশেদ ও জা.ভাষ্কর) শুরু করতে অনুরোধ করব।
সুবিধা
সাধারন ব্লগিংয়ের সাথে পার্থক্য কি? বিশেষ কিছু লেখা সম্পাদনার পর এই জায়গায় আসবে। এতে করে ব্লগের আর অন্য লেখার মত বই হারিয়ে যাবে না। বই থেকে:
টিউটোরিয়াল
সম্পাদক যিনি তিনি প্রথমে লেখালেখি > বইয়ের পৃষ্ঠা ক্লিক করুন। তারপর শিরোনাম দিয়ে প্যারেন্ট বা মূল বই হিসেবে "top level" সিলেক্ট করুন। 'রচনা' ঘরটিতে আপনার ই-বুকটির একটি ভুমিকা লিখে ফেলুন। তারপর সংরক্ষণ করুন।
লেখকেরা প্রথমে লেখালেখি > বইয়ের পৃষ্ঠা ক্লিক করুন। তারপর শিরোনাম দিয়ে প্যারেন্ট বা মূল বই হিসেবে সঠিক বইয়ের নাম সিলেক্ট করুন। 'রচনা' ঘরটিতে আপনার রচনাটি লিখে ফেলুন। পুরো লেখাটা একটা রচনা হিসেব প্রকাশ করুন। তারপর সংরক্ষণ করুন। প্রথম পেজে না দেখতে চাইলে "নিজ ব্লগে প্রকাশ করুন"।
সম্পাদক পছন্দ না করলে বই থেকে কিভাবে সরাবেন সেটা পরে জানাবো। মনে রাখবেন এটা বাছাই করা লেখার সমাহার। সুতরাং আপনার প্রকাশিত লেখা পরে বইয়ে না দেখলে অনুগ্রহ করে মন খারাপ করবেন না। কারন হয়ত আপনার লেখার মান নয়, বরং বইয়ের সাথে এপ্রোপ্রিয়েটনেস।
মন্তব্য
বস-রা সেইরম সব জিনিষ বানাইতাছেন-- সাবাস!!
থাঙ্কুস বস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রাজনৈতিক লেখা নির্বাচনে সুমন চৌঃ সংযুক্ত করতে অনুরোধ করছি । কবিতায় ইমরুল হাসান'কে । দর্শনে শোমচৌ ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শুরু করেন বস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমাকে কনটেন্ট ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিলে প্রচ্ছদ সহ পিডিএফ করে দিতে পারি..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
পিডিএফ করার মডিউল আছে
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভেচ্ছা.... জাঝা
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
sm3:আহছাবুল আমিনের ইমেল কি আছে? সুমন রহমানের পোষ্ট টা একটু দেখেন ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শুভ উদ্যোগ। অপেক্ষায় থাকলাম।
আমার আসলে নিজের মত করে একটা সচলায়তন সংকলন করার পরিকল্পনা আছে... সেটা একটু ভিন্নরকম।
সেটাই শুরু করেন। কাউরে না কাউরে তো লিড নেয়া লাগবে। এটা একটা খুব মজার জিনিস হবে।
লেগে পড়ুন বস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ্যাঁ। শুরু করবো ভাবতেছি। তবে ই-বুকের পরিকল্পনাও চালু থাকুক। কারণ, আমার পরিকল্পনায় হয়ত কবিতা, গল্প, দর্শন, রাজনীতি এরকম বিভাজন থাকবে না। ই-বুকের আইডিয়াটা কিন্তু ভালো। আমি যেহেতু রিলেটেড আরেকটা কাজের লোড আগেই নিয়ে রেখেছি, তাই এর সাথে যুক্ত হচ্ছি না। সময়ের অভাবে। আর আমার কাজটা ঠিক ই-বুকেই শেষ হয়ে যাবে না বোধয়। সংকলনটাকে কাগজে-ছাপা অবস্থায় দেখার পরিকল্পনা নিয়েই এগুচ্ছি। সবার সহায়তা লাগবে।
কাগজে ছাপা হলে তো দারুন হয়! আমাদের কাছ থেকে সব রকম সহায়তা পাবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জাঝা
-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥
জগতে সবই অধ্যাস।
ভার্চুয়াল দুনিয়া অধ্যাসের উপরে অধ্যাস।
কীভাবে সবার মনে এই বিভ্রান্তি আমি ছড়াইলাম যে আমি দর্শন জানি। সারা জীবনে দর্শনের একঘন্টারও একটা ক্লাস আমি করি নাই। ঐ জায়গা থেকে আমার নাম বাদ দেয়া হোক।
রাষ্ট্রচিন্তায় আমি ঢুকতে পারি, তবে অন্যদের আড়াল দিয়া।
আর হিমুরে রম্য একা দেয়া যাবে না। রম্য আমি পারি বা না পারি ভালবাসি। রম্য রহিম আমার বন্ধু, এইটা রম্য অস্বীকার করবো না। আর সম্পাদনা করার জন্য এই টুকু যোগসূত্রই যথেষ্ট।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ঠিক কইরা দিলাম। চালু করেন তাইলে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এসএমথ্রী ...রাজনীতি পড়তে পড়তে তো বুইড়া হৈয়া গেলাম....আবার কবিতায়ও দেখি বাদ..
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অসুবিধা নাই। আপনাগো যে কেউ শুরু করেন আগে। আপনার নাম যোগ কইরা দিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হা: হা: হা:
আমি আগেই দেখছি সুমন চৌ বড় বেজায়গায় ফিট হইছে।
আমার বদৌলতে খানিক আরো হইলো।
এইবার বুঝেন কি কবতে লেখলেন এ্যাদ্দিন।
যাক এইটা বড় কথা না। বইটা শুরু করেন। পরে লোকে যোগ দেবে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
শুরু করেন বসেরা। কাইলকা বইয়ের তালিকা ঝুলায় দিমু ডানদিকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জটিল আইডিয়া।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আচ্ছা আমি তাইলে বইয়ের নাম বুক দেই।
আমার বইয়ের নাম, "প্রথম রাতে বেড়াল মারা"।
এটা হবে চর্বিআলা কৌতুকের সংকলন। বিষয় হচ্ছে টাংকি, প্রেম, ভালবাসা, ছ্যাঁকা, গায়ে-হলুদ, বিবাহ, পরকীয়া; অর্থাত্ নর-নারীর প্রেমের বিভিন্ন পর্যায় নিয়া কৌতুক।
যাবতীয় কৌতুক মেদুল করে লেখে ও অনুবাদ করে বাঙালিরে কিছু হাসি সরবরাহ করতে চাই।
এইটা আমার অতি-পুরানা একটা পরিকল্পনা। সুতরাং আমি বইয়ের পরিবেশনা নিয়ে ভাববো। হিমুকে তো অতি অবশ্য দরকার।
অন্য যে কেউ আওয়াজ দিয়া যোগ দিতে পারেন।
আর কৌতুক সরবরাহ করতে হবে সবাইকে। সপ্তাহে একটা মাস্ট করে আইন করবো ভাবতেছি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ই-বুক তো বই-ই নাকি।
তাহলে ই-বই ই বলি।
বুক টুক বললে কেমন শোনায়!
এম্নেই আপনার লিস্টে কোনো নারী ব্লগারের হদিস নাই।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বe বলা যেতে পারে :)।
হাঁটুপানির জলদস্যু
এইজন্য আমি হিমুকে ভালবাসি। স্কুল ফাঁকি দেয়া টাংকিবাজ বদ বুদ্ধির মেয়েদের সাথে মোবাইলাপ করতে করতে তার অনেকদিকে চোখ ফুটছে।
ব এর পরে হাইফেন দিয়া e দিলে মনে হয় সব বলা হয়ে যায়।
ব-e
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হায় হায়.... আমি তো ই-বুক প্রকল্পে থাকতেছি না। আর এদিকে "দর্শন" নির্বাচন থিকা শোমচৌ যে ছুইট্টা গেলেন? আমার মনে হয়, শোমচৌ যত বিনয়ই করুন, দর্শন বিষয়াদি সঞ্চালনের জন্য ইনিই উত্তম ব্যক্তি। উনাকে কলকব্জাসমেত ( ফিরায়া আনা হোক পূর্বাবস্থায়।
তাহলে
ব-e
ই সই, কী বলেন সবাই?
হাঁটুপানির জলদস্যু
অবশ্যই অবশ্যই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুঃখিত অপশনটা বন্ধ ছিল। এই কারনে তো বলি কেউ লেখা দেয়না কেন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গল্পে অমিত আহমেদ ও সৌরভের অন্তর্ভুক্তির প্রস্তাব করছি।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
নতুন মন্তব্য করুন