হঠাৎ করে আবার সচলায়তনে ঢোকা যাচ্ছে দেখে একটা কনফিউশনের সুযোগ তৈরী হয়েছে। আমাদের আগে রুল আউট করতে হবে সমস্যাটা বা সাময়িক ঢোকার সুযোগ কোনভাবেই টেকনিক্যাল মিসহ্যাপ না।
১। যারা দেশ থেকে ঢুকতে পারছেন তাদের ট্রেসরাউট ৩০ সেকেন্ডের কাছাকাছি বা বেশী দেখাচ্ছে। সম্ভবতঃ এটা স্থায়ী কোন সমাধান নয়। সিদ্ধান্তে আসার আগে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করছি।
২। এইমাত্র সার্পোট চ্যাটে আবার বসেছিলাম। যেহেতু এখন কোনো না কোনোভাবে ঢোকা যাচ্ছে তাই নির্ভরযোগ্য কোনো সুত্র পেলাম না।
৩। বাংলাদেশে যারা সচলায়তনে ঢুকতে পারছেন না তারা ট্রেস রাউট পাঠান:
ধন্যবাদ।
এবার বলেন দেখি ঠিক কোন দুই জায়গা বন্ধ থাকলে ঢোকা বন্ধ করা যায়?
মন্তব্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খাইছে! আপনারা এখনো কনফার্ম না টেকি প্রব নাকি! :|
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
একটু সমালোচনা করি। এই পোস্ট কালকে সবার আগে দেয়া উচিত ছিলো। এই মুহুর্তে যদি বুঝা যায় এনি হাউ, এইটা টেকি প্রব, তখন? হাসির পাত্র হতে হবে না আপনাদের? এই পোস্ট থেকে তো বুঝা যায়, আপনারা স্টিল কনভিন্সড না - এইটা টেকি প্রব না - সেই ব্যাপারে। :|
আমি সচলের কেউ না, তাও সচল ব্যান হয়ে থাকলে মুক্তি দাবী করি, হেল্প করা গেলে করবো। এইরকম কিন্তু বেশিরভাগ অন্য সব ব্লগসাইটের ব্লগারদের মনোভাব। সচলের ব্যান বিষয়ক বিরোধীতা খুব বেশি ব্লগার করে নাই। অথচ বেশ কিছু সচলের কমেন্ট পড়ে হতাশ হই, চরম হতাশ হই নাক উঁচু মনোভাব দেখে কারো কারো।
[পাবলিশ কি হবে এইটা! :P]
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাই রাশেদ, আপনার সমালোচনার একটু সমালোচনা করি।
আপনি একটা ধারণা তৈরি করে বসে আছেন, সেই ধারণার সাথে ফ্যাক্টকে মেলানোর চেষ্টা করছেন। আমরা উল্টো পথে হাঁটছি, ফ্যাক্ট দেখে একটা ধারণা পাওয়ার চেষ্টা করছি।
সচলায়তনের ডেভেলপাররা হয়তো আপনাদের মতো এতো বড় পন্ডিত না, কিন্তু কাজ চালানোর মতো জ্ঞান তাঁদের আছে। আপনাদের মূল্যবান পরামর্শ, যা আপনারা সচলে এসে এবং অন্যত্র বসে ক্রমাগত দিয়ে যাচ্ছেন, প্রচুর বিদ্বিষ্ট সারকাজমের ফাঁকে ফাঁকে, সেগুলিও তাঁরা বিবেচনায় নিয়ে দেখেছেন। আপনার সমালোচনার ভাষা পড়ে বার বার মনে হচ্ছে, এই সমস্যায় আমাদের আচরণ আপনার মর্জিমতো হচ্ছে না, কাজেই আমরা নাকউঁচু, আমরা হ্যান, আমরা ত্যান। আসল কথা হচ্ছে, আমরা আমাদের সমস্যাটাকে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখছি, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আমাদের প্রতিক্রিয়াও তাই আপনার আশানুরূপ নয়। এই পার্থক্যটুকুর মূল্য দিলে বোধহয় অনেককিছু সহজ হয়।
সচলায়তনের দিক থেকে টেক-প্রবলেম থাকলে আপনি বা আমি বিদেশ থেকে ঢুকছি কিভাবে বলুন তো? আমরা তো শুরু থেকেই বলে আসছি, আমাদের দিক থেকে যে সমস্যা নেই সে ব্যাপারটি আমরা নিশ্চিত করেছি। বাংলাদেশে কোথায় সমস্যা, কী কারণে তা সৃষ্ট হলো, সেটা নিয়েই তো এতো পরিশ্রম করছি সবাই মিলে।
আমি জানি না আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের লোক কি না। যদি হন, দয়া করে উত্তর আগে থেকে ঠিক করে ঘটনা যাচাইয়ের অভ্যাস থেকে বেরিয়ে আসুন। তা না হলে নিজেও বিপদে পড়বেন, অন্যকেও বিপদে ফেলবেন।
খুবই সম্ভাব্য ব্যান পরিস্থিতিতে সচলায়তনের পাশে থাকার সদিচ্ছা পোষণ করেছেন বলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। কিন্তু পাশে থেকে কাঠি দেয় অনেক লোকে, দয়া করে তাদের মিছিলে শামিল হয়ে নিজেকে ছোট করবেন না। এ আমার একান্ত অনুরোধ।
হাঁটুপানির জলদস্যু
আমি বললাম আমার কথা, আপনি বানালেন আমাদের কথা!
যাইহোক, পড়লাম আপনার পুরো মন্তব্যটা। তপু ভাইয়ের বাসায় যেই হিমুভাই রে চিনতাম, তার থেকে অনেক চেঞ্জ চেঞ্জ লাগে আপনাকে।
সারকাজম করছি, এমন কিছু মনে পড়ে না। তাও ধন্যবাদ রিপ্লাইয়ের জন্য।
উফ, এই দুই জনের খালি খুনসুটি লেগে যায়!
ভাই রে, দুই জনেই তো সচলায়তন ব্যান হওয়া নিয়ে চিন্তিত। মাথা সবারই গরম, তবু আসেন সবাই মেসেজে থাকি। পার্সোনাল করে ফেলার খুব বাজে সময় এটা।
আমার মত নিচের কমেন্টেই দিয়েছি।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
এই হিমু ভাই এনএসউ এর দু দু বার করে বললাম কৌতুক শুনাইতো। এখন গাইল দেয়!
আপনাকে বেশি মহব্বত করে তো...
সমমনাদের মধ্যেও মনোমালিন্য হয়। এই মুহূর্তে সেগুলোর চেয়ে ব্লগারদের উপর নিষেধের খাড়া-টাই বেশি চিন্তার। বাদ দেন এই থ্রেড'টা। যে যার বক্তব্য দিয়ে ফেলেছেন। মরার বিটিআরসি'ই কিছু বলে না!
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
রাশেদ, আপনার অভিযোগ শুনে মনে হলো, সব পরিস্থিতিতেই লোকজনকে কৌতুক শোনানোর বিরাট দায় আমি কাঁধে নিয়ে ঘুরি। আমার কোন বন্ধুর বাসায় আপনাকে আমি সংকটের মূহুর্তে কাঠিবাজি করতে দেখিনি, কাজেই সেখানে আমাকে আপনার অন্যরকম মনে হবেই। সংকট কেটে যাক, তখন মশকরা আবার শুরু হবে। আপনার যদি মনে হয় আমি আপনাকে গালি দিয়েছি, তাহলে আবার স্পষ্ট করি, আপনাকে কোথাও গালি দিইনি। যদি কোথাও দিয়ে থাকি, জানাবেন, আমি গিয়ে শুদ্ধিপত্র দিয়ে আসবো একটা।
হাঁটুপানির জলদস্যু
আমার ব্লগও ডাউন দেখি! আমেরিকা থেকে ডাউন পেলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমারব্লগ.কম এর কথা কন নাকি? ওকে তো দেখি ইংল্যান্ড থেকে।
আমি দেখি না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখন ঠিকাছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সাবমেরিন কেবল কাটা পড়ায় নাকি ঢোকা যাচ্ছে?
তাইলে তো টেকি প্রব না
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
শুধুমাত্র সময়ই সব বলতে পারবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হু, তাই তো দেখতেছি।
আমার মনে হয় কনফিউশনের কিছু নাই। আপনি দেখুন তো এই সাইটগুলোতে ঢোকা যায় কিনা?
www.buet.ac.bd
www.bttb.gov.bd
www.btcl.gov.bd
www.google.com.bd
না, ঢোকা যায়না। কারণ dot bd নেমসার্ভার ডাউন। বিটিটিবি'র নিজের সমস্যা এটা। সম্ভবত সাবমেরিন সংক্রান্ত জটিলতায় ওদের নিজস্ব নেট ডাউন হয়েছে। ওদের সার্ভার ডাউন তাই সচলে বাংলাদেশ থেকে ঢোকা যাচ্ছে। ওদেরটা আপ হলে আবার সচলায়তন ব্রাউজ করা যাবেনা (আমার তাই মনে হয়)।
টেকনিক্যাল সমস্যা হলেই আমি বরং খুশী হতাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
- ঠিক। টেকনিক্যাল সমস্যা হলেই সেটা আনন্দের খবর হতো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দারুন মজা
সরকারের নেট ডাউন হলেই আমাদের সচলায়তন আপ
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
টেইক ইট ইজি ভ্রাতঃ
ঘটনার শুরুতেই সচল ফারুক ওয়াসিফ তার পেশাদারী সোর্সের মাধ্যমে বিটিটিবি থেকে খবর নিয়েছেন । খবর পাওয়া গেছে আনফিসিয়ালি ।
বাংলাদেশে এখন যে সময় চলছে কোন সরকারী কর্তৃপক্ষই তাদের গৃহীত সিদ্ধান্তের কোন জবাবদিহীতা করবেনা, তাই বিটিটিবির কাছ থেকে কোন অফিসিয়াল উত্তর আশা করা বাহুল্য মাত্র ।
মিডিয়ার নিউজগুলো দেখেন-কর্তৃপক্ষ 'নো কমেন্ট' , তারা কিন্তু বলেনি যে -না আমরা ব্যান করিনি ।
বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ের নিয়ন্ত্রন যে সচলায়তনের হাতে না, যার কোন ডেডিকেটেড সার্ভার ও নেই এখনো, তার পক্ষে নিজ থেকে বাংলাদেশের এক্সেস বন্ধ করে দেয়া সম্ভব কিনা-- সেটা আপনারা যারা টেকি তারা ভালোই বুঝবেন ।
এতো কিছুর পর ও সচলায়তনের টেকনিক্যাল ও ম্যানেজমেন্টের সকলে এবং সকল সচল মিলেই সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষন করছেন । আমরা সবাই ই কিন্তু সম্ভাব্য ভালো কিছু আশা করছি শেষ পর্যন্ত ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আলমগীর ভাই,
অসংযত তো নয়, আমার মনে হয় কেউ যাতে অসংযত না হয় সেটাই মনে করিয়ে দেয়া হয়েছে। যদিও সচল সবাই যথেস্ট দায়িত্ববান তবুও মনে করে দেয়া আরকি। এই সমস্যা এমন বড় কোন সমস্যা নয়। তবুও সবার কাছে পরিস্কার হলে ভাল। হাসান মোর্শেদ ভাইয়ের মন্তব্যটা পড়লেই সব পরিস্কার।
আসল সত্যটা বের হওয়া চাই। টেক প্রবলেব না কারো ব্যক্তিগত অনূর্বর মস্তিস্কের ফসল এই সাময়িক গোলযোগ আর গোলক ধাঁধা সেটা পরিস্কার হওয়া জরুরী।
চেষ্টা চলছে, তবে ভোর হোক দেখি ...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জীবন অনেক কিছু শেখায়। প্রতিবার সামনে আসা অসম্ভবকে সমাধান করতে করতে অনুভব করি জীবন আমাকে এইভাবে চলতে শেখায় প্রতিদিন। আরো বুঝেছি এই শেষ নয়, এরকম আরো অসম্ভবের সাথে পাঞ্জা দিয়েই এগুতে হবে বার বার।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
উপরের ছবি দেখেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ডট বিডি গুলো আবার চালু হয়েছে। তার মানে হলো সচলায়তন আবারো ব্লক হয়ে যাবে; বাংলাদেশ থেকে। যদি এখনো খোলা থাকে তাহলে ধরে নেয়া যেতে পারে সমস্যার সমাধান হয়েছে।
(আমার ধারণাগুলো প্রক্সি ভেরিয়েবল নিয়ে করা, প্রকৃত ঘটনার কারণ আমার পক্ষে জানা সম্ভব নয়)
ঠিক ধরেছেন। এই মাত্র একজন কনফার্ম করলো আবার সচলায়তনে ঢোকা বন্ধ হয়ে গেছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কিছুক্ষণ আগে সাবমেরিন কানেকশন ব্যাক করল, সচলায়তন এক্সেস ও বন্ধ হয়ে গেল
কাজেই টেকি প্রোবলেম হলেও প্রোবলেমটা বিটিটিবি এ্যান্ডে, সেটি মোটামুটি নিশ্চিত।
তবে আপনাদের একটা অনুরোধ করব, হোস্টিং সার্ভিস কে বলে আইপি পরিবর্তন করতে (নতুন আইপি তে ডোমেইন রিসোল্ভ হতে হয়ত ৪-৬ঘন্টা লাগবে)। এরপরও একই সমস্যা দেখা দিলে অন্তত নিশ্চিত হওয়া যাবে সমস্যাটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত
অসংখ্য ধন্যবাদ, আছহাবুল ইয়ামিন। ব্লকের জায়গাটা বোঝা গেলো।
আবার লিখবো হয়তো কোন দিন
আমার টেকনিক্যাল নলেজ বলার মত কিছু না,তবুও একটা লেইম ট্রাই করি। ভুল হলে শুধরে দিয়েন।
বিটিটিবির সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইডথ খুব সম্ভবত বিকল হয়েছিল, কালকে বাংলাদেশ সময় গভীর রাতে। সে সময় আমি আমি ইন্টারনেটেই সংযুক্ত ছিলাম, এবং প্রথম দিকে ব্যান্ডউইডথ পাচ্ছিলাম খুবই কম ( ০.৫ কিলোবাইট প্রতি সেকেন্ডে ) এবং সে সময় কিন্তু নেইম সার্ভার কাজ করছিলো, তবে মাঝে মধ্যেই হোস্টের নেইম রিসল্ভ করতে পারছিলো না। এর কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ সার্ভিসই গায়েব হয়ে যায়। এ অবস্থায় যদি কেউ লাইন পেয়ে থাকেন,তাহলে আমার হিসেব অনুযায়ী সেটা ভিস্যাট ব্যান্ডউইডথ। সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইডথ পাস হয় বিটিটিবি র আই আই জি (International Internet Gateway ) দিয়ে, কিন্তু ভি স্যাটে এমন কোণ বাধ্যবাধকতা নেই। কাজেই বিটিটিবির সাবমেরিন ডাউন হওয়ার পরও কেউ সার্ভিস পেয়ে থাকলে সেতা ভি স্যাট হবার সম্ভাবনাই আমার কাছে বেশি মনে হয়।
ঢাকার বাইরে সচলায়তনের এক্সেস সম্পর্কে তেমন বলার কিছু নাই। তবে কম এবং চামে চিকনে এখনো শুনেছি অনেকে VoIP এর বিজনেস করে নিজস্ব ভি স্যাট দিয়ে। তেমন কেউ সে জায়গায় লাইন প্রোভাইড করছে না সে জায়গায়, এটা নিশ্চিত হতে পারলে ভালো হত।
মানুষ হাসুক বা যাই করুক, সবচেয়ে খুশি হতাম যদি টেকনিক্যাল প্রবলেমই হত।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
মফস্বলে অনেক জায়গাতেই এখনো ভি-স্যাট ব্যবহার করা হয়। আমি নিজেই গত ডিসেম্বরেও রাজশাহী থেকে ইন্টারনেট ব্যবহার করেছি। তারা এখনও হংকং এর কোন একটা ভি-স্যাট ব্যবহার করে।
আবার লিখবো হয়তো কোন দিন
বন্ধু কিংকং এর কথামত trace route করে দেখলাম । এখানে paste করে দিচ্ছি । বলে রাখি, আমি গ্রামীণফোনের edge সার্ভিস ব্যবহার করি । প্রক্সি দিয়ে ঢুকলাম, সরাসরি ঢুকা যায় না এখনো ।
Tracing route to sachalayatan.com [69.89.31.86]
over a maximum of 30 hops:
1 435 ms 718 ms 332 ms 10.162.145.1
2 770 ms 453 ms 370 ms 10.162.145.2
3 432 ms 2478 ms 565 ms 192.168.225.1
4 701 ms 455 ms 380 ms 192.168.250.10
5 462 ms 489 ms 338 ms 202.56.4.2
6 168 ms 597 ms 371 ms 202.56.5.25
7 535 ms 846 ms 764 ms 123.49.3.17
8 289 ms 371 ms 1283 ms 123.49.13.94
9 1416 ms 785 ms 834 ms pal9-bangladesh-5.pal.seabone.net [213.144.181.1
29]
10 1728 ms 641 ms 1230 ms ash2-new50-racc2.new.seabone.net [195.22.216.151
]
11 2307 ms * * 206.111.0.161.ptr.us.xo.net [206.111.0.161]
12 2165 ms 4220 ms * te-3-1-0.rar3.washington-dc.us.xo.net [65.106.1.
10]
13 3201 ms 742 ms 812 ms ge7-0-0d0.rar1.washington-dc.us.xo.net [65.106.1
.9]
14 1535 ms 965 ms 1434 ms p0-0-0d0.rar2.washington-dc.us.xo.net [65.106.1.
14]
15 2061 ms 708 ms 663 ms p6-0-0.rar1.chicago-il.us.xo.net [65.106.0.45]
16 610 ms 575 ms 658 ms p6-0-0.rar2.denver-co.us.xo.net [65.106.0.25]
17 620 ms 1351 ms 757 ms p0-0-0-0.RAR1.Denver-CO.us.xo.net [65.106.1.73]
18 1572 ms 950 ms 804 ms p1-0-0-0.mar1.saltlake-ut.us.xo.net [65.106.6.86
]
19 742 ms 605 ms 1596 ms p0-0.chr1.saltlake-ut.us.xo.net [207.88.83.114]
20 773 ms 764 ms 951 ms ip65-46-48-66.z48-46-65.customer.algx.net [65.46
.48.66]
21 958 ms * 1597 ms box286.bluehost.com [69.89.31.86]
Trace complete.
রাশেদ ভাই,
আপনাকে ব্যাক্তিগত ধন্যবাদ, সময়ের প্রয়োজনে bigger picture টি দেখতে পারার জন্য। আপনার সমালোচনা আমার ভাল লেগেছে। এতে স্বাধীন মতামতের ব্যাপারে আপনার care টুকু প্রকাশ পায়।
এই মুহূর্তে আপনি-আমি দু'জনেই জানি যে সচলায়তন ব্যানড। তবে, এই সত্য আমি যতটা নিশ্চিত ভাবে এবং খোলামেলা ভাবে বলতে পারি, সচলায়তনের মডু বা ডেভু'রা সেভাবে বলতে পারেন না। এর কারণ ২ টি।
১) ৯৯.৯৯% নিশ্চিত হলেও তাঁদের পক্ষ থেকে এরকম ঘোষনা আসা সম্ভব না, অবশিষ্ট ০.০১% এর কারণে। তাঁরা শতভাগ নিশ্চিত হতে চাইছেন বলেই সাময়িকভাবে ঢুকতে পারার ব্যাপারটি তাঁরা নিশ্চিত করতে চেয়েছেন। সকল সচল/ব্লগারই খুশি হবে (বিভিন্ন কারণে ) ব্যাপারটি শুধুই সচলায়তনের কারিগরী ত্রুটি হলে। সেই সম্ভাবনা মাথায় রেখেই সবাইকে ট্রেসরুট, ইত্যাদি করতে বলা।
২) ব্যান করা হয়েছে সচলায়তনকে, ব্যান করেছে সরকার। এক্ষেত্রে সচলায়তন'কে একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাঁরা সেই দায়িত্ব পালন করেননি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁদের সাথে যোগাযোগ করলে "নো কমেন্টস" ছাড়া কিছু জানা যাচ্ছে না। সচলায়তন যোগাযোগ করলেও তাঁরা ভিন্ন কিছু বলবেন বলে মনে হয় না। জরুরী অবস্থার "স্বাভাবিক" বাস্তবতা এটা। ব্যান যে কর্তৃপক্ষ করেছেন, তাঁরা কিছু না জানালে সচলায়তনের মডুরা "সচলায়তন'কে ব্যান করা হয়েছে" বলে কোন আনুষ্ঠানিক ঘোষনা দিতে পারেন না।
আমি মডু'দের "ধীরে চলো" নীতিটি সর্বতো ভাবে সমর্থন করি এই মুহূর্তে। সচলায়তন (বা যেকোন বাংলা ব্লগ) এতটা দুর্বল না যে তাৎক্ষণিক বিপ্লব করতে হবে আমাদের। এই মুহূর্তের প্রতিবাদটুকু শুধু ব্লগ ব্যান করার। বাকি সবকিছুই তো আগের মতই। এই ব্যানের পেছনের মুখ্য কারণটি না জেনে মনে হয় না কোন কিছু করা ঠিক হবে।
আমি বিশ্বাস করি যে ব্যানের কারণ জানা গেলে সচলায়তন কর্তৃপক্ষ সেটি সবাইকে জানাবেন। তখন সংগঠিত (এবং শান্তিপূর্ণ) ভাবে সেটা নিয়ে প্রতিবাদ করা যাবে। আপনার উদ্বেগ এবং সমর্থন আমাকে সেই পর্যায়টি নিয়ে আশাবাদী করে।
ধন্যবাদ।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
আমি নেট থেকে দূরে ছিলাম লম্বা সময়। বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছিলাম সচলায়তনকে ব্যান করা হয়েছে। কেমন লেগেছিলো সেটা নতুন করে কিছু বলার নেই। কিন্তু আমি সরাসরি ঢুকতে কোন প্রবলেম এখন পর্যন্ত ফিল করছি না।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমার এক ফ্রেন্ড রাতুল (সচলের আরেক অতিথি লেখক) ঢাকা থেকে ট্রেসরূট করছে ... সেইটার রেজাল্টঃ
Microsoft Windows XP [Version 5.1.2600]
(C) Copyright 1985-2001 Microsoft Corp.
C:\Documents and Settings\Family>tracert sachalayatan.com
Tracing route to sachalayatan.com [69.89.31.86]
over a maximum of 30 hops:
1 367 ms 336 ms 359 ms 10.162.145.1
2 197 ms 396 ms 420 ms 10.162.145.2
3 236 ms 400 ms 401 ms 192.168.225.1
4 218 ms 460 ms 341 ms 192.168.250.10
5 278 ms 502 ms 257 ms 202.56.4.2
6 456 ms 499 ms 339 ms 202.56.5.25
7 298 ms 359 ms 322 ms 123.49.3.17
8 642 ms 417 ms 257 ms 123.49.13.94
9 696 ms 461 ms 737 ms pal9-bangladesh-5.pal.seabone.net [213.144.181.1
29]
10 413 ms 599 ms 498 ms ash2-new50-racc2.new.seabone.net [195.22.216.151
]
11 498 ms 539 ms 617 ms 206.111.0.161.ptr.us.xo.net [206.111.0.161]
12 473 ms 479 ms 479 ms te-3-1-0.rar3.washington-dc.us.xo.net [65.106.1.
10]
13 438 ms 677 ms 562 ms ge7-0-0d0.rar1.washington-dc.us.xo.net [65.106.1
.9]
14 502 ms 456 ms 521 ms p0-0-0d0.rar2.washington-dc.us.xo.net [65.106.1.
14]
15 977 ms 618 ms 442 ms p6-0-0.RAR1.Chicago-IL.us.xo.net [65.106.0.45]
16 1042 ms 659 ms 576 ms p6-0-0.rar2.denver-co.us.xo.net [65.106.0.25]
17 552 ms 599 ms 563 ms p0-0-0-0.rar1.denver-co.us.xo.net [65.106.1.73]
18 973 ms 720 ms 719 ms p0-0-0-0.mar1.saltlake-ut.us.xo.net [65.106.6.82
]
19 575 ms 683 ms 779 ms p1-0.chr1.saltlake-ut.us.xo.net [207.88.83.102]
20 600 ms 598 ms 719 ms ip65-46-48-66.z48-46-65.customer.algx.net [65.46
.48.66]
21 594 ms 581 ms 617 ms box286.bluehost.com [69.89.31.86]
Trace complete.
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
আমার শুধুই হুমায়ুন আজাদের একটি কথা মনে পড়ছে, "‘আমরা, ...কারো উত্থানে সুখ পাই না, অন্যের উত্থান হচ্ছে নিজের পতন, আমরা সুখ পাই কারো পতনে...।"
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
কী দুর্দান্ত কথা! একেবারে হুমায়ূন আজাদীয়!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
Tracing route to sachalayatan.com [69.89.31.86]
over a maximum of 30 hops:
1 * * * Request timed out.
2 311 ms 339 ms 319 ms 192.168.11.2
3 318 ms 339 ms 339 ms 123.49.32.97
4 340 ms 318 ms 339 ms 123.49.0.53
5 317 ms 339 ms 320 ms 123.49.13.11
6 338 ms 339 ms 339 ms 123.49.0.254
7 457 ms 480 ms 458 ms pal9-bangladesh-5.pal.seabone.net [213.144.181.1
29]
8 594 ms 600 ms 598 ms ash2-new50-racc2.new.seabone.net [195.22.216.151
]
9 595 ms 579 ms 599 ms 206.111.0.161.ptr.us.xo.net [206.111.0.161]
10 616 ms 619 ms 599 ms te-3-1-0.rar3.washington-dc.us.xo.net [65.106.1.
10]
11 697 ms 698 ms 700 ms ge7-0-0d0.rar1.washington-dc.us.xo.net [65.106.1
.9]
12 699 ms 739 ms 719 ms p0-0-0d0.RAR2.Washington-DC.us.xo.net [65.106.1.
14]
13 718 ms 739 ms 719 ms p6-0-0.rar1.chicago-il.us.xo.net [65.106.0.45]
14 738 ms 739 ms 759 ms p6-0-0.rar2.denver-co.us.xo.net [65.106.0.25]
15 637 ms 639 ms 660 ms p0-0-0d0.RAR1.Denver-CO.us.xo.net [65.106.1.73]
16 677 ms 679 ms 680 ms p1-0-0-0.mar1.saltlake-ut.us.xo.net [65.106.6.86
]
17 677 ms 679 ms 678 ms p0-0.chr1.saltlake-ut.us.xo.net [207.88.83.114]
18 675 ms 659 ms 680 ms ip65-46-48-66.z48-46-65.customer.algx.net [65.46
.48.66]
19 678 ms 699 ms 699 ms box286.bluehost.com [69.89.31.86]
Trace complete.
Tracing route to sachalayatan.com [69.89.31.86]
over a maximum of 30 hops:
1 * * * Request timed out.
2 311 ms 339 ms 319 ms 192.168.11.2
3 318 ms 339 ms 339 ms 123.49.32.97
4 340 ms 318 ms 339 ms 123.49.0.53
5 317 ms 339 ms 320 ms 123.49.13.11
6 338 ms 339 ms 339 ms 123.49.0.254
7 457 ms 480 ms 458 ms pal9-bangladesh-5.pal.seabone.net [213.144.181.1
29]
8 594 ms 600 ms 598 ms ash2-new50-racc2.new.seabone.net [195.22.216.151
]
9 595 ms 579 ms 599 ms 206.111.0.161.ptr.us.xo.net [206.111.0.161]
10 616 ms 619 ms 599 ms te-3-1-0.rar3.washington-dc.us.xo.net [65.106.1.
10]
11 697 ms 698 ms 700 ms ge7-0-0d0.rar1.washington-dc.us.xo.net [65.106.1
.9]
12 699 ms 739 ms 719 ms p0-0-0d0.RAR2.Washington-DC.us.xo.net [65.106.1.
14]
13 718 ms 739 ms 719 ms p6-0-0.rar1.chicago-il.us.xo.net [65.106.0.45]
14 738 ms 739 ms 759 ms p6-0-0.rar2.denver-co.us.xo.net [65.106.0.25]
15 637 ms 639 ms 660 ms p0-0-0d0.RAR1.Denver-CO.us.xo.net [65.106.1.73]
16 677 ms 679 ms 680 ms p1-0-0-0.mar1.saltlake-ut.us.xo.net [65.106.6.86
]
17 677 ms 679 ms 678 ms p0-0.chr1.saltlake-ut.us.xo.net [207.88.83.114]
18 675 ms 659 ms 680 ms ip65-46-48-66.z48-46-65.customer.algx.net [65.46
.48.66]
19 678 ms 699 ms 699 ms box286.bluehost.com [69.89.31.86]
Trace complete.
মোবাইল ব্যবহার করে সরাসরি ঢুকতে পেরেছি। কিন্তু স্বাভাবিকভাবে ঢোকা যায়না।
ওয়াসি
আপনার মোডেম সেটিং ঠিক আছে তো?
প্রথম হপ টাইম আউট হয়ে যাচ্ছে যেখানে কয়েক মিলিসেকেন্ডের বেশী লাগার কথা না।
ফার্স্ট হপেই টাইম আউট ? অবাক হলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ওয়াসি-র পাঠানো ডাটা থেকে মডারেটরগন কী বুঝলেন? মন্তব্য আকারে জানানো যায়?
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বোঝা গেল যে, এরা সবাই ট্রেস রাউট কম বেশী ঠিক ভাবে করতে পারছেন কিন্তু ঢুকতে পারছেনা না। ফলাফল সেই আগের মতই। এভাবে লাভ নেই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এখনো ঢুকলাম সরাসরিই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ই-বাংলাদেশে আহমেদ নিতুলের রিপোর্ট পড়লাম। কষ্ট করে রিপোর্টটি করেছেন বলে তাকে ধন্যবাদ। তিনি সন্দেহ থেকে শুরু করে নিজেই একটা দ্বিধার জায়গায় দাঁড়িয়ে গেছেন শেষমেষ। বিশ্বাস করুন টেকনিক্যাল এসপেক্টে আমাদেরও অনেকটা একই অবস্থা।
টেকনিক্যালি আমি ৯০% শিওর এটা ঘটেছে। আগের ১০০% জায়গা থেকে সরে এসেছি এই কারনে যে, ব্লু হোস্টের সার্পোট থেকে কালকে উল্টা পাল্টা কথা বলেছে এবং হঠাৎ করে কালকে নেট এক্সেস করা গেছে। সে জন্য আমি আরও খোঁজ নিতে চেষ্টা করছি।
যদি কেউ আইপি স্পুফিং এটাক কিংবা nmap এর মত টুল ব্যবহার করে কিছু প্রমান করে দিতে পারেন তাহলে আমাদের অশেষ উপকার হবে।
বিটিটিবির এই কাজ করার মত টেকনিক্যাল জ্ঞান আছে কিনা এই প্রশ্ন অবান্তর। এই কয় মাসে তারা ট্রেনিং নিয়ে আসতে পারে এবং সচলায়তন হতে পারে সেই ট্রেনিংয়েরই একটা অংশ।
আরেকটু ধৈর্য্য ধরার অনুরোধ জানাই আপনাদেরকে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নানামুখী কথাবার্তা শুনে শুনে বেশ বিভ্রান্তিতে পড়ে আছি। সময় নিয়ে হলেও সঠিকটাই আমাদের জানান। ধৈর্য ধরে থাকলাম।
আমার ট্রেসরুট মেসেজের জবাবে পাঠিয়েছি।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আমার দেখা মতে এই সাইটের শুধু পোর্ট ৮০ টা বন্ধ করে দেয়া হয়েছে। অন্যান্য পোর্টে কোন সমস্যা নেই। নিচে nmap এর আউটপুট দেখুন:
[root@beta ~]# nmap www.sachalayatan.com
Starting Nmap 4.11 ( http://www.insecure.org/nmap/ ) at 2008-07-22 01:25 BDT
Interesting ports on box286.bluehost.com (69.89.31.86):
Not shown: 1665 filtered ports
PORT STATE SERVICE
20/tcp closed ftp-data
21/tcp open ftp
22/tcp open ssh
25/tcp open smtp
26/tcp open unknown
53/tcp closed domain
110/tcp open pop3
113/tcp closed auth
143/tcp open imap
443/tcp open https
465/tcp open smtps
993/tcp open imaps
995/tcp open pop3s
6666/tcp closed irc-serv
8082/tcp closed blackice-alerts
Nmap finished: 1 IP address (1 host up) scanned in 158.154 seconds
[root@beta ~]#
আপনারা উইন্ডোজে টেলনেট দিয়ে পরীক্ষা করতে পারেন। যেমন নিচের কমান্ড দিয়ে পোর্ট ১১০ ও ২৫ এ সংযোগ করতে পারবেন।
C:\>telnet www.sachalayatan.com 110
অথবা,
C:\>telnet www.sachalayatan.com 25
কিন্তু পোর্ট ৮০ এ সংযোগ করতে পারবেন না, যেটা দিয়ে সাধারনত HTTP (প্রোটোকলটি) তথ্য আদান প্রদান করে।
C:\>telnet www.sachalayatan.com 80
Connecting To www.sachalayatan.com...Could not open connection to the host, on port 80: Connect failed
C:\>
আমি প্রক্সি সার্ভার দিয়ে মন্তব্য করলাম।
নতুন মন্তব্য করুন