আপডেট: কুল গ্রাফ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ১৬/০৮/২০০৮ - ১০:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

গ্রাফ এবং তথ্য দৃশ্যায়নে অরূপ আর হিমুর মত আমারও ব্যাপক আগ্রহ। আন্ডারগ্রাজুয়েট পড়ার শুরুর দিকে এক্সেল ব্যবহার করা জানতাম না বলে C তে নিজের একটা গ্রাফ প্যাকেজ বানিয়ে নিয়েছিলাম। সেটা ব্যবহার করে অনেক আনন্দময় সময় কেটেছে আমার।

সচলায়তনে সদস্যদের তথ্য কিভাবে গ্রাফের মাধ্যমে উপস্থাপন করা যায় সেটা দিয়ে হিমুর আর আমার মধ্যে ব্যাপক ইমেইল চালাচালি হয়েছে। অরূপ সদস্যদের ইন্টারএকশন প্রকাশ করার জন্য একটা গ্রাফ করেছিল। আমার কাছে চমৎকার সেই গ্রাফটা একটু Geeky মনে হয়েছিল। সাধারন ব্যবহারকারীদের বুঝতে একটু সমস্যা হয়েছে আন্দাজ করি।

ওয়েবে তথ্য দৃশ্যায়নের জন্য একটা ভাল মেকানিজম প্রয়োজন। ওয়েবপেইজগুলো ডাইনামিক ইন্টার একশনের জন্য ততটা সুবিধার নয়। Open Flash Chart বলে একটি ফ্ল্যাশ ভিত্তিক গ্রাফ প্যাকেজ ঠিক এই কাজটি করার জন্য তৈরী করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে এটি সচলায়তনে এমবেড করার চেষ্টা করা হচ্ছে।

প্রাথমিক ভাবে আপনাদের প্রোফাইল পেইজে গেলে দুটি গ্রাফ দেখবেন। একটি কমেন্ট সংখ্যা নির্দেশক আরেকটি পেইজ ভিজিট সংক্রান্ত। প্রতি পোস্টে কতগুলো কমেন্ট আর কতগুলো পেইজ ভিজিট হয়েছে সেটা দেখতে পাবেন। আর পছন্দ পোস্টের বিন্দুতে ক্লিক করে চলে যেতে পারবেন সরাসরি সেই পোস্টে।

ফ্ল্যাশে বাংলার সার্পোট ভালো নয় বলে এখনই বাংলা লেখা যুক্ত করিনি। তবে ভবিষ্যতে এখানে বাংলা যুক্ত করার ইচ্ছে আছে।

এই সিরিজে আপনাদের আইডিয়ায় আরো কিছু গ্রাফ উপস্থাপন করার ইচ্ছে আছে। মন্তব্যে জানাতে পারেন আপনার সে ইচ্ছের কথা। আর সচলায়তনের এই মিছিলে লেগে থাকুন সচলায়তনের সাথেই।


মন্তব্য

হিমু এর ছবি

পর্যবেক্ষণঃ

পেজ ভিজিটের সর্বোচ্চ সীমা ৫০০ থেকে ৮০০ তে নিলে বোধহয় ভালো হয়। মাঝে মাঝেই স্পাইক আসছে দেখছি। আরো ভালো হতো যদি টেবল থেকে সর্বোচ্চ মান নিয়ে সেটির পরের শতককে সর্বোচ্চ মান হিসেবে আপনাআপনি নির্বাচন করা যেতো। এতে করে যাঁর সর্বোচ্চ ভিজিট কোন পোস্টে, ধরা যাক, ৩৪১, তাঁর তথ্যগুলি ৪০০তে ক্যাপ করে দেখানো হবে। যাঁরটা ৫৪১, তাঁরটা ৬০০তে ক্যাপ করা হবে।

কাজটা ভ্যাজালের অবশ্য। যতটুকু পাওয়া গেছে তার জন্যে ধন্যবাদ জানাই।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এখন ৮০০ করেছি। ক্যাপ করাটা ঝামেলা না। সমস্যা হচ্ছে ক্যাপ করলে এক জনের গ্রাফের সাথে আরেকজনেরটা তুলনা করা যাবে না। এখন দুটো গ্রাফ পাশাপাশি দেখলে সহজেই ধরা যাবে কার তুলনামূলক হিট বা কমেন্ট বেশী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

মন্তব্যের দোরগোড়াও তাহলে ৮০ থেকে বাড়িয়ে আরেকটু ওপরে নেয়া যেতে পারে।

পেজ ভিজিটের জন্যে অন্য কিসিমের রিপ্রেজেন্টেশন কি সম্ভব? যেমন, ভিজিট সংখ্যার শ্রেণীর বিপরীতে পোস্টের সংখ্যা? ১-১০০ ভিজিট পাওয়া পোস্টের সংখ্যা, ১০১-২০০ ভিজিট পাওয়া পোস্টের সংখ্যা, এভাবে? একটা হিস্টোগ্রাম বোধহয় পাওয়া যাবে তাতে।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

করা হয়েছে হিমু। ফিডব্যাক দিও।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রযুক্তির সব উপাদানগুলো আমরা ব্যবহার ও উপভোগ করতে চাই।
ভোক্তা হিসেবে আমার হাত উপরে ওঠানো আছে। আপনাদের এই পরীক্ষা-নিরীক্ষাকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

প্রসঙ্গান্তরে দুটি সমস্যা বলি- যেহেতু মডারেটরদের প্রসঙ্গ।)

০১. একজন অচল, আধা সচল এবং পূর্নসচল সর্বোচ্চ কতটা কমেন্ট করতে পারবে? অনেক সময় কমেন্ট করতে গিয়ে সেটা খেয়াল থাকে না। কোটা পুরো হয়ে যায়।

০২. কখনো কখনো সচলায়তনের পেইজ লোড হতে গিয়ে দেখায় কম্পিউটারের কোটা পূর্ণ হয়ে গেছে। সে ক্ষেত্রে পুরো একদিন (১৫ঘন্টারও বেশি সময় )সচলে ঢুকতে পারি না।

০৩. যতটা পোস্ট(চব্বিশ ঘন্টার ব্যবধানে) ততটা অন্তত কমেন্টের সুযোগ থাকলে ভালো হতো।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

হিমু এর ছবি

০১. আধা সচল কথাটা আসলে প্রায়োগিক দিক দিয়ে সঠিক নয়। অতিথি সচল বলি আমরা। এই আতিথ্য পূর্ণ সচলতার পথ অর্ধেক পাড়ি দেয়ার সমার্থক নয়। আর যতদূর জানি, সমান সংখ্যক মন্তব্যের কোটা সবার জন্যেই।

০২. আপনার পর্যবেক্ষণের সাথে একমত নই। সার্ভার কোটা অতিক্রান্ত হলে কয়েক মিনিটের জন্যে সচলে ঢোকা যায় না। এই সমস্যার নিরসনের জন্যে আমরা চেষ্টা করছি, ভবিষ্যতে সার্ভিস আপগ্রেড করা হলে এর যন্ত্রণা কমবে বলে আশা করা যায়। পনেরো ঘন্টার জন্যে সচলে ঢুকতে না পারা তো একটা ক্যাটাস্ট্রফি! অন্য কোন কারণে এমনটা হতে পারে।

০৩. যতটা পোস্ট ততটা কমেন্ট --- এর অর্থ পরিষ্কার হলো না। ২৪ ঘন্টায় বোধহয় পোস্টের কোটা দু'টি, আপনি কি দু'টি কমেন্ট করে সন্তুষ্ট থাকতে পারবেন?


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

০১ এবং ০৩।
অতিথিদের মন্তব্য করার ক্ষমতা সীমিত: ২৪ ঘন্টায় ২৫ টি। আমরা জানি যে এটি যথেষ্ট নয়। আমরা আন্তরিকভাবে দুঃখিত সেজন্য। কিন্তু অতিথি এবং পূর্ণ সচলদের মধ্যে এইটুকু পার্থক্যতো রাখতেই হয়। নইলে পূর্ণ সচল হবার আগ্রহটুকু যে থাকবে না।

০২। হিমুর উত্তর দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মনজুরাউল এর ছবি

যতটা পোস্ট(চব্বিশ ঘন্টার ব্যবধানে) ততটা অন্তত কমেন্টের সুযোগ থাকলে ভালো হতো।

সম্ভবত জুলিয়ান সিদ্দিকী বোঝাতে চেয়েছেন_ শূণ্য ঘন্টা থেকে শূণ্য ঘন্টা পর্যন্ত ওই ২৪ ঘন্টায় যে ক'টা পোস্ট নীড়পাতায় প্রকাশিত হয়েছে
সে ক'টায় মন্তব্য করা যাবে কি না ?ধরুন ১৫ থেকে ১৬টা ?

* ২৪ ঘন্টায় পোস্টের সংখ্যা ২ টি নয়,১ টি। অন্তত অতিথি সচল দের তো সেটাই নিয়ম দেখেছি।
* একটা পোস্ট দুপুর ১২ টায় দেওয়া হলো , দেখা গেল নীড়পাতায় প্রকাশ হয়েছে বিকেল ৫ টায় ,অথচ প্রকাশ সময় দেখানো হচ্ছে-১২ টা বা ১২.৩০ মিনিট। এরকম কি হয় ?

এমনিতে সচলায়তন ছিমছাম পরিচ্ছন্ন। জাব্দা কটকটে রং বা কন্টেন্ট নয়। তার পর যদি আরো আপগ্রেড হয় তো অতি উত্তম।
ধন্যবাদ।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তন বাই ডিফল্ট বাংলাদেশের সময় দেখায়। কিন্তু লগইন করার সাথে সাথে আপনার টাইম জোন (প্রোফাইলে ঠিক করা যায়) অনুযায়ী সবগুলো সময় বদলে নেয়।

অনেক সময় একটা লেখা পাঁচ-ছয় ঘন্টা পর প্রকাশিত হলে অনেক লেখার পেছনে চলে যায়। তখন কোন কোন মডারেটর সেটাকে সময় রিসেট করে দেন, যাতে সেটা উপরের দিকে থাকে। তবে এমনটা খুব কম হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

মা.মু'র দুই নয়ন
সচলায়তনের উন্নয়ন!


কী ব্লগার? ডরাইলা?

রাফি এর ছবি

আমার মতে সচলে নিচের জিনিসগুলো থাকলে আরো ভাল হত-

১. প্রতিজন সদস্য(সচল বা অতিথি সচল) প্রতি মাসে মোট কতটি page ভিজিট করছেন
তার একটা হিস্টোগ্রাম।
২. সার্চ এর একটা ব্যবস্থা; সদস্যের নাম লিখে যাতে সার্চ করা যায়। নইলে একজনের লেখা বের করতে অনেকক্ষন লাগে।
৩. প্রতি ছয়মাস পরপর সর্বোচ্চ ভোট পাওয়া, সর্বোচ্চ হিট পাওয়া, সর্বোচ্চ কমেন্ট পাওয়া লেখার একটা তালিকা প্রকাশ। যাতে কোন ভাল লেখা চোখের আড়ালে চলে গেলে
আবার ট্র্যাক করা যায়।
৪. মন্তব্যের জবাব অপশনে কেউ প্রতিমন্তব্য করলে সংশ্লিষ্ট সদস্যকে ইমেইল বা অন্যকোন ব্যবস্থায় অবহিত করা।

আমি সচলে নবাগত; আর কোন বাংলা ব্লগে সদস্যও নই। তাই এর কোন কোনটি অবাস্তবায়নযোগ্য হতে পারে কিনা আমার জানা নেই।
তবে প্রিয় সচলায়তনের উন্নয়নকল্পে আমার পক্ষ থেকে এইটুকুই বলার আছে।
জয়তু সচলায়তন।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

২ আর ৪ করা যেতে পারে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।