জুবায়ের ভাইয়ের শোক কাটিয়ে উঠার চেষ্টা করছি। জীবন থেমে থাকে না। পেটের দায়েই সারা রাত ঘুমহীন থাকার পর সকালে অফিসে যেতে হয়। সপ্তাহ শেষে ৬ ঘন্টা ড্রাইভ করে স্টেট পার হতে হয়।
গতকাল ড্রাইভ করতে করতে রেডিও ঘুরিয়ে দেখি আমেরিকার ২০০৮ নির্বাচনের প্রথম প্রেসিডেন্সিয়াল বির্তকের ডামাডোল বাজছে। যেহেতু এই নির্বাচনের উপর নির্ভর করবে পৃথিবীর ভবিষ্যত, উপরন্তু গতকাল বির্তকের বিষয় ছিল 'আমেরিকার ফরেইন পলিসি' তাই আমার আগ্রহ চেপে গেল।
বির্তকটা শুনলাম প্রায় ৬০ ভাগ। প্রাথমিক ইম্প্রেশন ছিল ম্যাককেইন যথেষ্ট ভালো করেছে। ওবামার প্রতি একটা বিশ্বাস ছিল। সেও যথেষ্ট ভালো করেছে। এই রিপোর্টে দেখলাম ওবামাকে A- আর ম্যাকেইনকে B+ গ্রেড দেয়া হয়েছে। কিন্তু রিপোর্ট দেখে তো আর জনগন ভোট দেয়া না। আগামী কয়েকদিনের মধ্যে আমেরিকার জনগনের উপর এই বির্তকের প্রভাব টের পাওয়া যাবে।
বির্তকটি এখানে এমবেড করে দিলাম। আপনার মতামত কি? ওবামা কিংবা ম্যকেইন, কে আসলে পৃথিবীর ভালো হবে?
পার্ট ১ এর ১১
পার্ট ২ এর ১১
পার্ট ৩ এর ১১
পার্ট ৪ এর ১১
পার্ট ৫ এর ১১
পার্ট ৬ এর ১১
পার্ট ৭ এর ১১
পার্ট ৮ এর ১১
পার্ট ৯ এর ১১
পার্ট ১০ এর ১১
পার্ট ১১ এর ১১
মন্তব্য
পার্ট ৯ এ এসে ইচ্ছে করছিলো ম্যাকেইনকে ধরে থাবড়া মারতে। আরেকটা হলোকস্ট নাকি হতে দেয়া যায় না। আরে চুদির ভাই, গত পাঁচ বছরে সাড়ে ছয় লাখ থেকে ১০ লাখ ইরাকি মারা গেছে তোদের কারণে, সেইটা কি হলোকস্ট না?
ইরানের সরকার নাকি লাউজি। এ প্রসঙ্গে আমি একমত। কিন্তু গত আট বছর ধরে ইউএসএর গভর্নমেন্ট আরো বেশি লাউজি।
হাঁটুপানির জলদস্যু
প্রথম থেকে ম্যকেইন খাবি খাচ্ছিল। কিন্তু পাকিস্থানের ইস্যুতে ওবামাকে 'নায়িভ' সম্বোধন করে জানায়, পাকিস্থান আক্রমন করার কথা জনসমক্ষে বলা উচিৎ না। আবার শুরুতেই জে এফ কেনেডীর সুস্থতা কামনা করে শুরু করেছে। এইসব ছোট খাট বিষয় মানুষের মনে দাগ কাটে। আমার ভয় সে জায়গাটাতে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি মনে করি ওবামা সবার জন্যই ভাল। এদেশীরা তা বুঝবে না, এটাও বুঝি।
রিপোর্ট কার্ড দেখে আমিও বেশ অবাক। আমার মনে হয়েছে ম্যাকেইন তুলনামূলক ভাবে ভাল করেছে। ওবামা চিন্তাশীল ছিল, আগ্রাসী ছিল না। হিলারির সাথে বিতর্কেও তেমনটাই দেখেছিলাম। প্রথম দিকে একটু নার্ভাস, পরের দিকে অনেক শক্তপোক্ত।
যা স্পীড নেটের! ডাউনলোড দিছি। হইলে দেখব। জাহাজের খবর এবার নিতেই হবে। আদা না জানি কেমন হইছে!
তবু জীবন থেমে থাকে না...and life goes on...and on....
*******************************
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসব ফিরে
আমার নেটের যে স্পীড, তাতে এতগুলো ইউটিউবের ভিডিও দেখতে গেলে সারাদিন কেটে যাবে, তবুও স্ট্রীমিং শেষ হবে না। তবে ব্যক্তিগতভাবে আমি চাই ওবামা ক্ষমতায় আসুক। আমার কাছে একেই বেশি যোগ্য মনে হয়।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আমার গরুর গাড়িতে ইউটিউব চলবে না। তাই ব্যথিত এবং অতৃপ্ত। তবে সকালে সমকাল হাতে নিয়েই দেখেছিলাম হেডলাইন। শীর্ষেই লেখা, বিতর্কে ওবামাই জিতলেন। শেষ পর্যন্ত এটা থাকলেই হয়।
বুশের আমলেই এমেরিকাতে প্রথম ভোট কারচুপির কথা শুনেছিলাম। খুব সম্ভবত ফ্লোরিডার জয় নির্ধারণী ভোটে কারচুপি করে আল গোরকে হারানো হয়।
এবারও এ আশংকা অমূলক কি ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভাইস-প্রেসিডেনশিয়াল বিতর্কও তুলে দিলাম।
হাঁটুপানির জলদস্যু
এইখানে টিনা ফে'র করা ইমপারসোনেশন আছে একটা। আমি টিনাসোনার প্রেমে পড়ে গেছি দেখে।
হাঁটুপানির জলদস্যু
এইটা খুব মজার হইছে। আগামী কালকে দ্বিতীয় বির্তক। এইটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাকেইন না পেরে এখন ডার্টি পলিটিক্সে নেমে গ্যাছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই নির্বাচনে যদি দ্য ম্যাভরিক অ্যান্ড দ্য মিল্ফ জুটি জেতে, ইউএসএর নামের ইলাবোরেশন করা উচিত ইউনাইটেড স্টেটস অব অ্যাসহোলস।
জো বাইডেনের পাশে প্যালিনকে দেখে মনে হয়েছে মহিলা কোন কমিক স্ট্রিপার।
হাঁটুপানির জলদস্যু
এটা দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্কের প্যারোডি।
হাঁটুপানির জলদস্যু
ওবামার ইনফোমার্শিয়াল।
হাঁটুপানির জলদস্যু
গতকাল এখানে জুড়েছিলাম: http://www.sachalayatan.com/mahbub/19026
কাউলা মনে হয় জিতেই যাবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন