নিউইয়র্কে সচলাড্ডা আয়োজন করা যায়?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: সোম, ২২/১২/২০০৮ - ৩:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ সকালেই ড্রাইভ করে নিউইর্য়ক যাবার পরিকল্পনা ছিল। আজ রোববার ডিসেম্বর ২১ থেকে আগামী রোববার ডিসেম্বর ২৮ পর্যন্ত থাকার ইচ্ছে। এখনও রওনা দিতে পারিনি, তবে শিঘ্রী দেব।

ভাবছিলাম নিউইয়র্কের সচলদের সাথে একটা আড্ডার আয়োজন করা যায় কিনা। যতদূর জানি ফকির ইলিয়াস নিউইর্য়কে আছেন। আর কেউ আছেন কি? চলুন একটা সচলাড্ডা হয়ে যাক নিউইয়র্ক শহরে।

অনুগ্রহ করে আমাকে ইমেইল করুন udvranto এট জিমেইল.কম অথবা সচলায়তনে ব্যাক্তিগত মেসেজ দিন।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নিউইয়র্কের কোথায়? আমাকে একটু আগে জানানো যায় কি? তাহলে একটা ট্রাই দিতাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অবশ্যই জানানো যায়। ম্যানহাটানের বাঙ্গালী পাড়ায় করাটা যুক্তিযুক্ত হবে মনে হয়। নিউইর্য়কের কেউ উদ্যোগী হলে ভালো হয়। আপনাকে আপডেট দিবো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম। ধারনা ছিলনা এত দূর.. ১০০১ কিমি। ১০ ঘন্টার বেশী ড্রাইভ।

ধুসর গোধূলি এর ছবি

- ১০ ঘন্টা ড্রাইভ কোনো ব্যাপার হইলো পিপিদা?
ইয়াং ম্যান! এখনই তো সময়, আমাদের মতো বুড়া হয়ে গেলে ড্রাইভ করবেন?

মাঝখানে বিশাল খালটা না থাকলে একটা টেরাই মারা যাইতো! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আবহাওয়া ভাল থাকলে কতা ছেলনা দাদা, এখন যে রাস্তাঘাটের অবস্থা তাতে ১০ ঘন্টা ড্রাইভ মানে ... পরে দেখা গেল সচলায়তনে বামপাশে আমার নাম লটকে আছে মন খারাপ

বিপ্রতীপ এর ছবি

পরে দেখা গেল সচলায়তনে বামপাশে আমার নাম লটকে আছে

প্রকৃতিপ্রেমিক প্রাকৃতিক দূর্যোগে... খাইছে
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বেশী ঝামেলা কইরেন না। আমি নিজেও সন্দিহান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কীর্তিনাশা এর ছবি

হোক আড্ডা হোক! পৃথিবী জুড়ে শুরু হোক সচলাড্ডা।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মাহবুব লীলেন এর ছবি

নিউইয়র্কে সচল আড্ডা করার ব্যাপারে ১০০% সমর্থন
খালি যাওয়া আসার টিকিট পাঠান
(থাকা খাওয়া নিজ দায়িত্বে বুঝে নেবো)

দেখেন কেমনে গিয়ে হাজির হই
(লাগলে বইলেন হাফ রেটে আড্ডাবাজও সাপ্লাই দেবো যত লাগে)

মুশফিকা মুমু এর ছবি

লীলেন ভাই যদি আমার টিকেটের ব্যবস্থা করেন তাইলে আমি আমার সিডনীর ফ্রেন্ডদের নিয়ে আসব দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

পরের আড্ডা হবে সিডনিতে
আর কারো না হোক
তোমার উচিত অন্তত আমার টিকিটের ব্যবস্থা করা

মুশফিকা মুমু এর ছবি

আরেহ আপনার টিকেট পাঠাবো না মানে? আমি কি কিপ্টা নাকি?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রণদীপম বসু এর ছবি

ঘটনা কী মুমু ! সচলে দৃশ্যমান দাড়িওয়ালা আছে দুইজন।
অতএব টিকেটের হিসাব-নিকাশে কারচুপি হলে খবর আছে কিন্তু !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই যে নেন টিকিট:

গালফ এয়ারলাইনস
যাত্রা: ডিসেম্বর ২৪, ২০০৮ রাত ১১টা
রুট: ঢাকা - কুয়েত - লন্ডন - নিউইর্য়ক

ফেরত: ডিসেম্বর ২২, ২০০৮ সকাল ৪টা
রুট: নিউইর্য়ক - লন্ডন - কুয়েত - ঢাকা
নাম্বার: ২৪৭০৮৪

আরো কেউ আসতে চাইল কপি পেস্ট নিলেই হবে। চোখ টিপি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

জালভোট শুরু হইয়া গেছে !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

মাহবুব লীলেনকে জোরালোলোলোলোলো (লো বলে বেশি জোর দিলাম) সমর্থন
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ এর ছবি

আমার ফিরতি টিকেট লাগবে না।শুধু যাওয়ারটা দিলেই চলবে।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উপরে টিকিট দিলাম। কপি করে নিয়েন। চোখ টিপি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রণদীপম বসু এর ছবি

টুটুল ভাই, আপনার গতিবিধি সন্ধেহজনক কিন্তু !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি

আম্রিকা ভয় পাই। না হলে ট্রাই নিতাম।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আরিফ জেবতিক এর ছবি

নাহ যামু না । পরে আবার জুতা কেসে জড়িয়ে দিলে বিপদে পড়ে যাব । আমার আবার একজোড়াই জুতা কি না ।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আগে তো একপাটি হারিয়েছেন, এবার না হয় দুটোই গেল, মন্দ কী?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চিন্তা কইরেন না। ওবামা আসন নেবার সময় পর্যন্ত থাকলেই হবে। ওয়াশিংটন ডিসি থেকে বেশ কিছু জুতা কুড়াতে পারবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার স্ত্রীর কলম্বাস, ইন্ডিয়ানা থেকে আমার এখানে এসেছে গত পরশু রাতে। ইচ্ছে ছিল গতকাল সকালে আমরা রওনা দেব নিউইর্য়কের উদ্দেশ্যে। কিন্তু আসার পথে তার ব্যাগ হারিয়ে ফেলেছে এরোপ্লেন কর্তৃপক্ষ। লাখে লাখে লোক গত কয়দিন ধরে ক্রীসমাসের জন্য ভ্রমন করছে। গতকাল সারাদিন অপেক্ষা করলাম ব্যাগের জন্য। মনে হচ্ছিল যেন ঈদের জ্যামের কারনে ফেরীঘাটে বসে আছি। আজকে ভোরে ব্যাগ দিয়ে গেল। হায়রে ম্যারিকা!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা এর ছবি

মালয়েশিয়া থেকে আসার পথে আমার একবার ব্যাগ হারিয়েছিল এভাবে। পরেরদিন বাসায় এসে দিয়ে যায় ওরা।

------------------------------------

--------------------------------------------------------

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাত্রা: ডিসেম্বর ২৪, ২০০৮
ফেরত: ডিসেম্বর ২২, ২০০৮

এই যাত্রার নামই বোধহয় অগ্যস্ত যাত্রা। ২৪ তারিখ রওনা দিয়ে একই মাসের ২২ তারিখে কিভাবে ফেরত আসবেন সেটা না বুঝতে পারলে জাফর ইকবালের কয়েকটা সায়েন্স ফিকশন পড়ে নিয়েন। চোখ টিপি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খাইছে! ধইরা ফালাইছেন? হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ক্যামেলিয়া আলম এর ছবি

নিউইয়র্ক আড্ডার লোকেরা ৫০০০ ডলার চাদা দিলেই প্রিয় দেশবাসী সচলের বন্ধুদের সহ আড্ডা দিতে পারবেন সাথে বউ/জামাই বাচ্চা ফ্রি-------(শত হলেও এরা আড্ডার এক্সপেরিয়েন্সড)।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

সুমন চৌধুরী এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আড্ডাবাজী হউক... আড্ডা সফল হউক... দূর থিকাই শুভেচ্ছা জানাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাত্র চার বছর আগের পোস্ট, অথচ দাড়ি কমা সহ মনে আছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।