সংগ্রহে রাখার মত ১০ টি ছবির নাম বলুন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: রবি, ১১/০১/২০০৯ - ৭:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অরূপের পোস্ট থেকে মাথায় এলো বিষয়টা। সব ছবি ঘরে রাখার মানে হয় না। আবার কোন কোন ছবি ভাল কিন্তু সংগ্রহে রাখার মত না। তবে কিছু ছবি চলচ্চিত্র আছে যার আবেদন কখনও শেষ হয় না। বার বার দেখা যায়, প্রতিবার নতুন একটা দিক আবিষ্কার হয় ছবিটার।

এই পোস্টের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে দশটি করে ছবির নাম সংগ্রহ করে একটা মাস্টার লিস্ট তৈরী করা। তাহলে শুরু করে দিন।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১। ম্যাটিক্স
২। আ ওয়াক ইন দ্যা ক্লাউডস
৩। চকোলেট
৪। মালেনা

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দুর্দান্ত এর ছবি

মালেনার কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

৫। টাইটানিক
৬। পথের পাঁচালী
৭। অপরাজিত
৮। স্টার ওয়ারস
৯। দ্যা লর্ড অফ দ্যা রিংস
১০। টার্মিনেটর ২

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নিঘাত তিথি এর ছবি

অনেক আছে তো!
পোস্টে যে রকম বর্ণনা আছে সেরকম তিনটা ক্লাসিক মুভির কথা এই মুহুর্তে মাথায় এলো বলে রাখিঃ

১। সিনেমা প্যারাডিসো
২। রোমান হলিডে
৩। জীবন থেকে নেয়া

হাজারবার দেখলেও যেগুলোর আবেদন শেষ হবে না, আমার মনে হয়।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

জাহিদ হোসেন এর ছবি

১। গডফাদার
২। পথের পাঁচালী
৩। মেট্রিক্স-১
৪। লর্ড অফ দ্য রিংস
৫। খুদা গাওয়া (আমার জানামতে আমি ছাড়া এই ছবিটি আর কেউ পছন্দ করেনা)
৬। আ বিউটিফুল মাইন্ড

ব্যস- এ ক'টাই।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

যদি হিন্দি দ্যখেনঃ
১) রং দে বাসন্তী
২) দিল চাহতা হ্যায়

ইংলিশঃ
১) শশ্যাংক রিডিম্পশন
২) ফরেস্ট গাম্প
৩) ব্যাক টু দ্য ফিউচার - ১,২,৩
৪) আ গুড ইয়ার
৫) সিন্ডারেলা ম্যান
৬) পারস্যুট অফ হ্যাপীনেস
৭) ফাইন্ডিং নেভারল্যান্ড
৮) ইটারন্যাল সানশাইন অফ স্পটলেস মাইন্ড
৯) লাভ একচুয়ালি
১০) লাইফ ইজ বিউটিফুল
১১) পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান
১২) এনিমেশন অনেকগুলি, আলাদা করে ওইখান থেকেই দশটা নাম দেয়া যায় ...
১৩) ইন টু দ্য ওয়াইল্ড
১৪) বিফোর সানরাইজ, বিফোর সানসেট
১৫) দ্য টার্মিনাল
১৬) উইম্বলডন

চট করে এই কয়টা মাথায় আসলো, পরে আরো দিব নে ...

[ডিস্ক্লেইমারঃ ১) random অর্ডার ২) পুরাই ব্যক্তিগত চয়েস]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

হিমু এর ছবি

  1. হীরক রাজার দেশে

  2. সীমানা পেরিয়ে

  3. ফরেস্ট গাম্প

  4. আউট অব আফ্রিকা

  5. রং দে বাসন্তী

  6. বুডেনব্রুকস

  7. ইন্টারভিউ উইথ আ ভ্যাম্পায়ার

  8. এল এ কনফিডেনশিয়াল

  9. বুচ ক্যাসেডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড

  10. মুক্তির গান


হাঁটুপানির জলদস্যু

দুর্দান্ত এর ছবি

সীমানা পেরিয়ে 'র সিডি/ডিভিডি অনেক খুঁজেও পাইনি। আছে নাকি?

হিমু এর ছবি

সম্ভবত পাওয়া যায় না।


হাঁটুপানির জলদস্যু

অমিত এর ছবি

ডিভিডি পাওয়া যায়। আমার কাছেই আছে। আমি আপাতত ঘুড্ডির সন্ধানে আছি।

সুমন চৌধুরী এর ছবি

ঘুড্ডি আমিও খুঁজতাছি।



অজ্ঞাতবাস

শুভাশীষ দাশ এর ছবি

আমিও

হিমু এর ছবি

আর অবশ্যই অবশ্যই অবশ্যই দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি এবং গডস মাস্ট বি ক্রেজি ১ আর ২।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

১১। সেভিং প্রাইভেট রায়ান
১২। ব্রেইভ হার্ট
১৩। কিল বিল
১৪। ফরেস্ট গাম্প
১৫। দ্যা লায়ন কিং
১৬। ব্যাক টু দ্যা ফিউচার
১৭। মাইনরিটি রিপোর্ট
১৮। ই.টি.
১৯। হ্যারী পর্টার
২০। এলিয়েনস

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাতে গোনা কয়েকটা ছবি দেখেছি জীবনে, তারমধ্যে তিনটার নাম মনে পড়ছে:

১। হীরক রাজার দেশে
২। ব্রেইভ হার্ট
৩। আরমাগেডন (এটা নয়, আপডেট করছি...... নাম মনে করতে পারছিনা। দেখি কেউ উল্লেখ করে কী-না।)
৩। গ্লাডিয়েটর (ধন্যবাদ বিপ্র)

বিপ্রতীপ এর ছবি

আমারে ধইন্যা কিসের জন্য ভাইয়া? হাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কারণ তোমার পোস্ট দেখেই গ্ল্যাডিয়েটর নামটা মনে পড়েছে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

১) বোর্ন আইডেনটিটি, সুপ্রিমেসী, আল্টিমেটাম
২) সেভেন (se7en)
৩) স্পাই গেম
৪) ওশানস ইলেভেন
৫) এন্ট্রাপমেন্ট
৬) ইটালিয়ান জব
৭) এনিমি এট দ্য গেটস
৮) ক্যাচ মী ইফ ইউ ক্যান
৯) রোড টু পার্ডিশন
১০) আরমাগেডন
১১) মিঃ এন্ড মিসেস আইয়ার
১২) মকবুল
১৩) ওমকারা
১৪) কনট্যাক্ট
১৫) নটিং হিল
১৬) এরিন ব্রকোভিচ
১৭) দ্য কন্সট্যন্ট গার্ডনার
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

শামীম এর ছবি

কিছুদিন আগে এনিমি এ্যাট দা গেইট দেখলাম সম্বন্ধীর আগ্রহে -- ভালই।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত "এরিন ব্রকোভিচ" দেখলাম কোনো একটা চ্যানেলে; জুলিয়া রবার্টসের অস্কার পাওয়া ছবি জন্য আগ্রহ নিয়ে দেখলাম। ভাল লাগলো, কারণ আমার পেশাগত কিছু জ্ঞান বাড়লো: ক্রোমিয়াম ৩ ও ক্রোমিয়াম ৬ এর বিষাক্ততা এবং এ সংক্রান্ত বাস্তব মামলার ইতিহাস জেনে। পরবর্তীতে ক্লাসে উদাহরণ দেয়া যাবে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

অতিথি লেখক এর ছবি

১. খেলাঘর
২. ক্রাউচিং টাইগার হিডেন ড্রাগন
৩. বাওয়ান্ডার
৪. সূর্যদীঘল বাড়ি
৫. চোখের বালি
৬. ভাত দে
৭. ইফ অনলি
৮. গ্লাডিয়েটর
৯. রেনকোট
১০. লাল কাজল

ক্রমিক ভাললাগার তীব্রতা অনুসারে নয়।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

বিপ্রতীপ এর ছবি

বাংলা
১। মুক্তির গান
২। মাটির ময়না
৩। খেলাঘর
৪। উৎসব
৫। নায়ক
৬। অরন্যের দিনরাত্রি
৭। হিরক রাজার দেশে
৮। …

হিন্দি
১। তারে জমিন পর
২। স্বদেশ
৩। রক অন
৪। লক্ষ্য
৫। দিল চাহাতা হ্যা
৫। রং দে বাসন্তি
৬। গুরু
৭। দ্য লিজেন্ড অব ভগত সিং
৮। …

ইংরেজি
১। ব্রেভহার্ট
২। ফরেস্ট গাম্প
৩। পেট্রিয়ট
৪। অগাস্ট রাশ
৫। সুইট নভেম্বর
৬। গ্লাডিয়েটর
৭। মিউজিক এন্ড লিরিক্স
৮। রোমান হলিডে
৯। …

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

ভূঁতের বাচ্চা এর ছবি

১- ওরা এগারো জন (বাংলা)
২- গ্ল্যাডিয়েটর (ইংরেজী)
৩- মি, এন্ড মিসেস স্মিথ (ইংরেজী)
৪- হোয়ার ইন দ্যা ওয়ার্ল্ড ইজ ওসামা বিন লাদেন (ইংরেজী)
৫- লর্ড অফ দ্যা রিংস{সবগুলো পর্ব} (ইংরেজী)
৬- ট্রয় (ইংরেজী)
৭- মাটির ময়না (বাংলা)
৮- আগুনের পরশমনি (বাংলা)

[আরো মনে আসলে পরে যোগ করব। তালিকাটি এলোমেলোভাবে বিন্যস্ত।]

--------------------------------------

--------------------------------------------------------

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
পুরুজিত এর ছবি

Netflix এ গত দুই বছরে দেখা ছবির তালিকা থেকে -
Babel
Secretary
Spring, Summer, Fall, Winter ...and Spring
Pan's Labyrinth
Amores Perros
A Midsummer Night's Sex Comedy
Mullholland Drive
City of God
In the Mood for Love
The Proposition
Apocalypse Now
Fight Club
Deliverance
...বেশি বড় হয়ে যাচ্ছে...

আবির আনোয়ার এর ছবি

বাংলাঃ
১) গুপি গাইন বাঘা বাইন িরিজ
২) পথের পাঁচালি
৩) উত্সব
৪) মাটির ময়্না
৫) দিপু নম্বর টু
আরো আছে

ইংরেজিঃ
১) গডফাদার
২) রোমান হলিডে
৩) সাউন্ড অব মিউজিক
৪) সেন্ট অব এ উম্যান
৫) বিউটিফুল মাইন্ড
৬) রেজিং বুল
৭) ফরেষ্ট গাম্প
৮) ফিলাডেলফিয়া
৯) সারপিকো
১০) সা্ইল্যান্স অব দ্যা ল্যাম্বস ( পুরো িরিজ)
এখন এ গুলোই মনে পরল।
হিন্দিঃ
১) সালমান খানের অনেক ছবি ( আমি তার বিশেষ ভক্ত)
২) আমির খানের অনেক ছবি
৩) স্বদেষ
৪) দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ( স্কুলে থাকতে)
৫) লক্ষ ( বিশেষ ব্যাক্তিগত কারনে)
৬) মিঃ এন্ড মিসেস আইয়ার
আপাতত এ গুলোই

ধ্রুব হাসান এর ছবি

লিষ্ট দিয়া শেষ করা যাইবোনা, তবুও কিছু থলিতে জমা হোক!

প্রথম ১০

1. Cinema Paradiso dir: Giuseppe Tornatore
2. Life Is Beautiful dir: Roberto Benigni
3. Schindler's List dir: Steven Spielberg
4. Sunflower dir: Vittorio De Sica
5. Three Colours Trilogy dir: Krzysztof Kieslowski
6. Godfather Trilogy dir:Francis Ford Coppola
7. A Beautiful Mind dir:Ron Howard
8. Eyes Wide Shut dir:Stanley Kubrick
9. Vacas dir: Julio Medem
10. Irreversible dir: Gaspar Noe

দ্বিতীয় ১০

1. Perfume dir: Tom Tykwer
2. Dekalog - The Ten Commandments dir: Krzysztof Kieslowski
3. Malena dir: Giuseppe Tornatore
4. The Piano Teacher dir:Michael Haneke
5. Bad Education dir:Pedro Almodovar
6. Sex And Lucia dir: Julio Medem
7. The Pianist dir:Roman Polanski
8. Talk To Her dir:Pedro Almodovar
9. Brokeback Mountain dir: Ang Lee
10.In The Mood dir: Wong Kar-Wai

জিফরান খালেদ এর ছবি

ধ্রুব মামার লিস্টটা সবচেয়ে ভাল লাগলো... বিশেষ কইরা ক্রিস্টফের ফিল্মগুলাতো আমার মাথা নষ্ট করে দিসিলো... এখানের কয়েকটা দেখি নাই... দেইখ্যা লমু... আমি একটা ফিল্মের কথা কই খালি... আরারাত... আর, ম্যাড লাভ...

রাসেল [অতিথি] এর ছবি

কমেডি: ১) মাই কাজিন ভিনি
২) গ্রাউন্ড হগ ডে

অ্যাকশন/ড্রামা: ১) ডাই হার্ড (প্রথম পর্ব)
২) এরিন ব্রকোভিচ
৩) গন বেবি গন
৪) গড ফাদার - ১,২
৫) ক্র্যামার ভারসাস ক্র্যামার
৬) রিজার্ভয়ার ডগস
৭) রান লোলা রান
৮) এ পারফেক্ট ওয়ার্ল্ড

যুদ্ধ : ১) সোফিস চয়েস
২) সেভিং প্রাইভেট রায়ান
৩) ব্যান্ড অব ব্রাদারস
৪) ডিসেম্বার

থ্রিলার/অ্যাডভেন্চার: ১) ম্যালিস
২) ক্লিয়ার এন্ড প্রেজেন্ট ডেন্জার
৩) ইন্ডিয়ানা জোনস ১,২,৩
৪) দ্য ইউজুয়্যাল সাসপেক্টস

সাইন্স ফিকশন: ১) স্টার ওয়ারস
২) মেট্রিক্স - (প্রথম পর্ব)
৩) হিচ হাইকারস গাইড টু দ্য ইউনিভার্স

স্পোর্টস: ১) রিমেমবার দ্য টাইটানস
২) রেজিং বুল
৩) দ্য লংগেস্ট ইয়ার্ড ( অরিজিনালটা)

ওয়েস্টার্ন: ১) দ্য গুড, ড্য ব্যাড এন্ড দ্য আগলি
২) বুচ ক্যাসিডি এন্ড দ্য সানড্যানস কিড
৩) হাই নুন

রোমান্টিক: ১) স্লিপলেস ইন সিয়াটল
২) মেসেজ ইন এ বটল
৩) ইটারনাল শানশাইন অব এ স্পটলেসস মাইন্ড

আপাতত এই।

লাল কমল [অতিথি] এর ছবি

Horror :
1.The Exorcist
2.Frankenstein
western:
3.The good, the bad and the ugly
4.Unforgiven
5.Outlaw Josey Wales
বাংলা:
6.শ্রাবন মেঘের দিন

সবজান্তা এর ছবি

পৃথিবীর কঠিনতম কাজ - সেরা বই কিংবা চলচ্চিত্রের নাম বলা। অনেক নামই উঠে এসেছে, আপাতত আমি কিছু অ্যাড করি, মনে পড়লে আরো করবো পরে -

  • ফাইট ক্লাব
  • দ্য প্রেস্টিজ
  • ইন টু দ্য ওয়াইল্ড
  • ওয়ান ফ্লিউ ওভার কাক্কু'স নেস্ট
  • দ্য পিয়ানিস্ট
  • হোটেল রোয়ন্ডা
  • দ্য গ্রীন মাইল
  • র‌্যাটাটুই
  • মনস্টারস ইনক


অলমিতি বিস্তারেণ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কমেডিতে মাই কাজিন ভিনি ১ নম্বর।

অবাঞ্ছিত এর ছবি

বেশির ভাগই বলা হয়ে গেছে, তবু

মিলিয়ন ডলার বেবী
নো কান্ট্রি ফর ওল্ড মেন আর
ফাইটক্লাবের নাম যোগ করতে চাই।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

শামীম এর ছবি

সুমনের এখন সিনেমার জঙ্গল কমার বদলে বাড়বে মনে হচ্ছে ..... খাইছে

কোন সিনেমা এক দুইবারের বেশি দেখতে ইচ্ছা আমার চরিত্রে নাই। কাজেই বোঝা যা বাড়ে সেটা নিউরনে ... বাহ্যিক নয়। ভুচুমাক ভুচুমাক (তুই আমার বাবাকে মেরেছিস্ ... ...) বা ৪-৪-২ ফর্মূলার(নাচ-গান-রেপ) গুলো পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে অন্য অনেক সিনেমা-ই ভাল লেগেছে .... নাম লেখার দরকার কী ... কোনটাই আরেকবার দেখতে মন টানবে না -- এর চাইতে ঐ সময়ে ব্লগানো অনেক বেশি আকর্ষনীয়।

আমেরিকান বা ইউরোপিয়ান যুদ্ধ/মারামারি সংক্রান্ত সিনেমাগুলো ভাল লাগে না ... ... ওখানে একজন হিরো কে হাইলাইট করতে গিয়ে তাঁদের হাতে খুন হওয়া অন্য জাতির লোকজনকে কীটপতঙ্গের চেয়েও অধম দেখানো হয়। হিরোর সাথের একজন মারা গেলে সেটার মানবিকতা যতটা আবেগ দিয়ে দেখায়, বিপক্ষে শ-খানেক লোক/সিভিলিয়ান মারলেও তার এক শতাংশ দেখায় না।

বাসায় রাখতে হলে আমি রাখতে চাই:
১. জুমাঞ্জি
২. তারে জমিন পর
৩. ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের কিছু ডকুমেন্টারি
৪. টম এন্ড জেরী (কার্টুন; বাচ্চা সহ কেউ বেড়াতে এলে কাজে লাগে)
৫. গডস্ মাস্ট বি ক্রেইজি ১ ও ২ (মনে করিয়ে দেয়ার জন্য হিমুকে ধন্যবাদ)

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মুস্তাফিজ এর ছবি

দশটা বললে অবিচার করা হবে, তবে প্রায়ই যেসব দেখি তার মাঝে নীচের গুলা আমার প্রিয়

অল কোয়াইট অন দ্যা ওয়েস্টার্ণ ফ্রন্ট
দ্যা ব্রীজ অন দ্যা রিভার কাওয়াই
ওয়ান ফ্লীউ অভার দ্যা কাক্কু’স নেস্ট
নর্থ বাই নর্থ ওয়েস্ট
রোমান হলিডে
বেন-হার
দ্যা সাইল্যান্স অফ দ্যা ল্যাম্বস্‌
বুচ ক্যাসেডি এন্ড দ্যা সান্ড্যাঞ্চ কিড
দ্যা সাউন্ড অব মিউজিক
দ্যা লাস্ট এম্পারার

...........................
Every Picture Tells a Story

খেকশিয়াল এর ছবি

আপাতত দশটা মাথানষ্ট মুভি বলি

সাইকো
ভারটিগো
দ্য বার্ডস
রোপ
সাইল্যান্স অফ দ্য ল্যাম্বস
ফাইট ক্লাব
প্রেস্টিজ
মেমেন্টো
পারফিউমঃ দ্য স্টোরী অফ এ মার্ডারার
মেসিনিস্ট

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

রায়হান আবীর এর ছবি

রোপ দেখি নাই। বাকী সবগুলো আমার সেই রকম লাগছে।

=============================

মুস্তাফিজ এর ছবি

সেইরকম পছন্দ, মাথা নষ্ট আছে মনে হয়

...........................
Every Picture Tells a Story

রায়হান আবীর এর ছবি

চিলড্রেন অফ হেভেন
সিনেমা প্যারাডিসো
once
ইন্টু দ্য ওয়াইল্ড
সিন্ডারেলা স্টোরি
ব্লেড রানার
রং দে বাসন্তি
হীরক রাজার দেশে
দ্য গার্ডিয়ান
ক্যাসিনো
once upon a time in america
প্রেস্টিজ
ডার্ক নাইট
ডাউনফল
এরিন ব্রকোভিচ
নোবডি নো'স
ইট হ্যাপেন্ড ওয়ান নাইট
লাইফ ইজ বিউটিফুল
মোটরসাইকেল ডায়রিস
হোটেল রুয়ান্ডা
লাস্ট কিং অফ স্কটল্যান্ড
সেভিং প্রাইভেট রায়ান
টার্মিনাল
গ্রীন মাইল
এন ইনকনভেনিয়েন্ট ট্রুথ।
ডকুঃ

দ্য ইউনিভার্স

সিরিয়ালঃ

ফ্রেন্ডস, গ্রে'স এনাটমি, হিরোজ।

আপাতত আর মনে আসেনা। ক্লাস থেকে "ঘুড়ে" আসি- তারপর আবার জানাবো দেঁতো হাসি

=============================

ফারুক ওয়াসিফ এর ছবি

বাংলা
১. মুক্তির গান
২. হার্বার্ট
হিন্দি
৩. রুদালি
৪. খণ্ডহর
ইংরেজি
৫. দ্য ইংলিশ পেশেন্ট
৬. স্টকার
৭. অক্টোবর
৮. ব্যাটল অব আলজিয়ার্স
৯. ইয়ল
১০. উইপিং মিডৌ

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

১. দ্য কাইট রানার
২. লাস্ট অব মোহিকানস
৩. সিটি অফ এঞ্জেলস
৪. অটাম ইন নিউইয়র্ক
৫. বিহাইন্ড এনিমি লাইনস
৬. হোয়াট দ্য ব্লীপ ডু উই নো

সিনেমা অনেক আছে। কিন্তু সংগ্রহে রাখার মতো হলে আরও ভাবতে হবে। যেগুলো এখনো উল্লেখিত হয়নি সেখান থেকে ভেবে কূলকিনারা পেলে বাকীগুলোও যোগ করা হবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

ভাল লেগেছে:

দ্য ইংলিশ পেশেন্ট
ফ্রম হেল
মমি ১,২
এ বিউটিফুল মাইন্ড
রূপকথার সাঁঝবাতিরা
অন্তর্ধান
লগন
দহন (কোলকাতা)
দহন (ঢাকা)
সীমানা পেরিয়ে

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

অতিথি লেখক এর ছবি

ফ্রিডা খারাপ লাগেনি।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

ইমরুল কায়েস এর ছবি

১। ফরেষ্ট গাম্প
২। লাইফ ইজ বিউটিফুল
৩। অ্যামেরিকান বিউটি
৪। রোমান হলিডে
৫। প্যাসেজ টু ইন্ডিয়া
৬। গুড , ব্যাড , আগলি
৭। ফর এ ফিউ ডলারস মোর
৮। কীর্তনখোলা
৯। নদীর নাম মধুমতি
১০। সারভাইভাল
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক

অছ্যুৎ বলাই এর ছবি

আমি মুভি দেখার পরে নামধাম, অভিনেতা-অভিনেত্রী, কাহিনী সবকিছুই ভুলে যেতে চেষ্টা করি। মুভি দেখা মানে ওয়ানটাইম এন্টারটেইনমেন্ট। এখানে যেগুলোর নাম দিলাম, তার সবই একাধিকবার দেখতে হয়েছে। মন খারাপ
১। জীবন থেকে নেয়া
২। The Specialist
৩। Roman Holiday
৪। The Kid
৫। Rain Man
৬। The Bodyguard from Beijing/ The Defender
৭। The Mask
৮। সাড়ে চুয়াত্তর
৯। The Butterfly Effect
১০। The Pianist
আরো কিছু আছে সম্ভবত একাধিক দেখার তালিকায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আহির ভৈরব [অতিথি] এর ছবি

বলাই দা, ভালোলাগার প্রচুর ছবির মধ্যে একটা ছবির নাম শুধু আপনার লিস্টে দেখে কত কথা মনে পড়ে গেলো: সাড়ে চুয়াত্তর!

কি দারুন মজার ছবিটা, ভানুর কি অসাধারন অভিনয়!

"মাসিমা, মালপো খামু!" হো হো হো

সুবিনয় মুস্তফী এর ছবি

প্রিয় টিভি সিরিজ
Blackadder (4 seasons) - প্রথম সীজন অত ভালো না, কিন্তু বাকিগুলা দারুন
Fawlty Towers (2 seasons)
Seinfeld
The Wire (5 seasons)
The World at War
Yes Minister
Yes Prime Minister

আর প্রাকৃতিক জগৎ নিয়ে প্রোগ্রামের মধ্যে ডেভিড এটেনবোরো'র সমগ্র লাইফ সিরিজ (২৪ ডিভিডি সেট)।

বাংলা ছবি
অশনি সংকেত
আকালের সন্ধানে
মেঘে ঢাকা তারা
মুক্তির গান
রূপালী সৈকতে
সীমানা পেরিয়ে

হিন্দি ছবি
লাগান
দিল চাহতা হ্যায়
চাঁদনি বার
শোলে

ইন্ডিয়ান-ইংরেজী ছবি
Bombay Boys
Monsoon Wedding
Bend It Like Beckham

এর মধ্যে নাসিরুদ্দীন শাহ আর রাহুল বোস'এর Bombay Boys আমার অলটাইম প্রিয় কমেডিগুলোর একটা - পেটে খিল ধরানোর মত।

বিদেশী ছবি (ইংরেজী না) - এমন প্রিয় দশটা
All About My Mother
Bicycle Thieves
Crouching Tiger, Hidden Dragon
Das Boot
Downfall
Life is Beautiful
Pelle the Conqueror
Run Lola Run
The Lives of Others
The Motorcycle Diaries
Three Colours: Red

ক্লাসিক ছবি সংগ্রহের জন্যে Criterion Collection আর BFI-এর ডিভিডি কালেকশান অসাধারণ। বিশেষ করে ইউরোপীয় আর এশিয়ান সিনেমার জন্যে এই দুটোর থেকে ভালো রিসোর্স হয় না। BFI এখানে, আর Criterion এখানে

ইংরেজী ছবির লিস্ট শুরু করতে গিয়ে দেখি ৩০-এর নীচে নামাতে পারলাম না। কেটে-ছেঁটে দিবো।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

আরিফ জেবতিক এর ছবি

বিদেশী ছবির ক্যাটাগরিতে আপনার ১১টার সাথে আমার ৯টা মিলে গেছে । হাসি

সুবিনয় মুস্তফী এর ছবি

কন কি, আরিফ ভাই! মিস হইলো কোন দুইটা?

দুইটা রাশিয়ান ফিল্মের কথা মনে পড়লো, যারা পুরান আমলের বিটিভি দেখছেন, তারা মনে করতে পারবেন। 'ব্যালাড অফ এ সোলজার' আর 'দ্য ক্রেনস আর ফ্লাইয়িং'। দুইটাই অত্যন্ত সুন্দর ছবি ছিল।

ইরানীরাও অসাধারণ কিছু ছবি বানাতে জানে - বিটিভিতে মুগ্ধ হয়ে দেখতাম।

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ইশতিয়াক রউফ এর ছবি

নাম দেওয়ার চেষ্টা করে মাথা নষ্ট করলাম না। বরং সংগ্রহে রাখার মত পোস্ট বিধায় প্রিয় পোস্টে যুক্ত করলাম!.

কীর্তিনাশা এর ছবি

আমার প্রিয় সব মুভিই মোটামুটি উপরে চলে এসেছে। তার পরও কয়েকটার নাম উল্লেখ করি -

1. Ivan's Childhood (Russian)
2. Iriversible (French)
3. Last Tango in Paris (French)
4. The Dreamers (French)
5. Like Water for Chocolate (Mexican)
6. The Unbearable Lightness of Being (ইউরোপিয়ান কিন্তু কোন দেশের ভুলে গেছি)
7. Sex and Lucia (Spanish) দেঁতো হাসি
8. Zamon Zamon (Spanish)
9. Open Your Eyes (Spanish)
10. Dark Knight (গেল বছরের সেরা)

Charlie Chaplin -এর

1. Gold Rush
2. Modern Times
3. The Great Dictator
4. The Kid (এই নাম নাও হইতারে)

আরো বহুত আছে। মনে পড়লে দিমুনে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

মাথানষ্ট আরেকটা মুভির নাম মনে পড়ল
মিঃ ব্রুকস

বাংলা কতগুলির নাম বলি

পথের পাঁচালী
গুপী গাইন বাঘা বাইন
আগুন্তুক
[সত্যজিতের সব মুভিই তো পছন্দ! কিত্তাম?.. ইয়ে, মানে... ]
মুক্তির গান
জীবন থেকে নেয়া [ কতবার যে দেখলাম! ]
বড় ভাল লোক ছিলেন
মাটির ময়না
মেঘে ঢাকা তারা
হারানো সুর
সবার উপরে
নদীর নাম মধুমতি
একাত্তরের যীশু

কিছু ওয়েস্টার্ন

দ্য গুড, ব্যাড এন্ড আগলি
বুচ ক্যাসেডি এন্ড দ্য সানড্যান্স কিড
ম্যাকেনা'স গোল্ড Mackenna's Gold
ফর আ ফিউ ডলারস মোর
ফিস্টফুল অফ ডলারস
টু মিউলস ফর সিস্টার সারাহ
আনফরগিভেন
ইয়ং গান্স ১
The Assassination of Jesse James by the Coward Robert Ford
মাই নেম ইজ নোবডি
3:10 to Yuma
ওপেন রেঞ্জ

দুইটা অদ্ভুত সুন্দর মুভি

ড্যান্সেস উইথ উল্ভস
লেজেন্ড অফ দ্য ফলস

কেভিন কস্টনারের অন্যরকম ফিকশনগুলির মধ্যে 'পোস্টম্যান' মুভিটাও আমার প্রিয়।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আরিফ জেবতিক এর ছবি

প্রিয় মুভিগুলোর বেশ কয়েকটিই দেখলাম তালিকায় চলে এসেছে ।

আমি একটা ছবি সাজেস্ট করি । যদি কেউ না দেখে থাকেন ,তাহলে দয়াকরে এটা দেখবেন । যদি ভালো না লাগে তাহলে কান কেটে ফেলব ।( আমার নয় , দর্শকের )

Life is beautiful

বাকীগুলো আস্তে আস্তে দিচ্ছি ।

আরিফ জেবতিক এর ছবি

[url=http://en.wikipedia.org/wiki/Water_(2005_film)]ওয়াটার [/url]।

দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড ( ইদিআমিনকে নিয়ে ছবি ।)

Memoirs of a Geisha

The Sound of Music অসাধারন মিউজিকের কাজ , দূর্দান্ত ।

দাড়ান আইতাছি ....মুভির বান্ডিলটা নিয়া বসি ।

রাফি এর ছবি

Life is beautiful,
PIANIST
Shawsank Redemption,
Aupu Trilogy(Pather pachali, Auparojito, aupur songsar)
Hirok Razar Deshe,
Tero number FEKU USTAGAR lane
Muktir Gaan,
Children of Heaven,
Color of Paradise.

disclaimer:
Mahbub bhai,
ami movie khub kom dekhi; at least 5 joner kache valo na shunle dekhina. sekhan theke kichu naam dilam . friend er pc theke likhsi, tai bangla likhte parlam na, SORRY.

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

শিক্ষানবিস এর ছবি

১০টি যখন বলেছেন ১০টির মতই দিচ্ছি। ১০টি সেরা জনরে আমার দেখা সেরা কিছু সিনেমা:

এনিমেশন - ফাইন্ডিং নিমো, স্পিরিটেড অ্যাওয়ে
রোমান্টিক কমেডি - অ্যানি হল, রোমান হলিডে
ওয়েস্টার্ন - গুড ব্যাড আগলি, সেভেন সামুরাই
স্পোর্টস - রেইজিং বুল
মিস্টরি - ভার্টিগো, মুলহল্যান্ড ড্রাইভ, দি ইউজুয়াল সাসপেক্ট্‌স
ফ্যান্টাসি - লর্ড অফ দ্য রিংস ত্রয়ী, হীরক রাজার দেশে
সায়েন্স ফিকশন - ২০০১: আ স্পেস অডিসি, ব্লেড রানার
গ্যাংস্টার - দ্য গডফাদার ত্রয়ী, ওয়ান্স আপোন আ টাইম ইন অ্যামেরিকা
কোর্টরুম ড্রামা - ১২ অ্যাংগ্রি মেন
এপিক - শিন্ডলার্‌স লিস্ট, লরেন্স অফ অ্যারাবিয়া

আরও কিছু জনর না লাগিয়ে পারছি না:

ব্ল্যাক কমেডি - ডক্টর স্ট্রেঞ্জলাভ
ক্রাইম থ্রিলার - দ্য ডিপার্টেড
bildungsroman - অপু ত্রয়ী
ডিস্টোপিয়ান - আ ক্লকওয়ার্ক অরেঞ্জ
সাইকো - সাইকো, দ্য সাইল্যান্স অফ দ্য ল্যাম্ব্‌স
দার্শনিক - দ্য সেভেন্‌থ সিল
নয়ার - ডাবল ইন্ডেমনিটি

উডভ্রান্ত পথিক এর ছবি

সবার ছবির লিস্টির মধ্যে আমার প্রিয় ছবিগুলো আছে কিন্তু কয়েকটা ছবি কারও লিস্টিতে পাইলাম না মনে হয়

*pulp fiction
*kill bill
*reservoir dogs
(এখানে কেউ মনে হয় Quentin Tarantino এর ফ্যান না ইয়ে, মানে...)
* american beauty
*star wars (এইটা খুঁজে না পেয়ে অবাক হইলাম!!)
*city of god (না দেখে থাকলে অবশ্যই দেখবেন!!)
*The Usual Suspects (সর্বকালের শ্রেষ্ঠ থ্রিলার বলে অনেকে!!)
*hero(চাইনিজ ছবি অসাধারণ)
*amelie
*Little Miss Sunshine

আর মনে নাই
-----------------
উদ্ভ্রান্ত পথিক

জি.এম.তানিম এর ছবি

অরণ্যের দিনরাত্রি
জীবন থেকে নেয়া

রঙ দে বাসান্তি
আন্দাজ আপনা আপনা

সেন্ট অফ আ উইমেন
ডেড পোএটস সোসাইটি
শশাংক্স রিডেম্পশন
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান
ম্যাট্রিক্স
লর্ড অব দ্য রিং
দ্য মাস্ক

আরো অনেক অনেক আছে... মন খারাপ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তন্ময় [অতিথি] এর ছবি

উপরে অনেকগুলো মুভির নাম এসেছে। নিচেরগুলোও বারবার দেখা যায় ........

Casablanca (1942)
Rashômon (1950)
The Deer Hunter (1978)
Saving Private Ryan (1998)
Blood Diamond (2006)
Changeling (2008)

শান্ত [অতিথি] এর ছবি

এই লিস্টতো শেষ করা সম্ভব নয়.............. তারপরও আমার কিছু প্রিয় ছবি।

Seven Samurai
Alexander
Shall We Dance
Armageddon
Braveheart
Patriot
Gladiator
Gangs of New York
Cold Mountan
Roman Holiday
Gandhi
Catch me if you can
Forest Gump
Taxi Driver
Sound of Music
Pretty Women
Austin Power
The Color of Paradise
A Beautiful Mind
Casablanks
Harry Potter
Pitch Dhala Path
Aalor Michil
Lalon
Ora Agaro Jon
Surjo Konna
Hirok Rajar Desha
Gupi Gain Bagha Bain
Raj Lakshmi O Srikanto
Ben Hur
A Man For All Season
My Fair Lady
Sense and Sensibility
The Silence of the Lamb
Tsotsi
The Shawshank Redemption
The Gradute
Pother Pachali
Antoni Firingi
Sare 74
Devdas (Bangla)
Harano Sur
Face Off
Monsoon Wedding
Phir Hera Pheri
Dilwale Dillhania
Hungama
Gangstar
Munna Bhai MBBS
Parineeta
Lage Raho Munna Bhai
Dil Chahta Hai
Godfather 1
Godfather 2
Godfather 3
Lord of The Rings Collection
King Arthur
10000 BC
No Country for Old Men
All Quite of the Western Front
The Dark Night

আপাতত আর মনে পড়ছে না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চমৎকার!! এখন এই সব গুলা লিস্টরে জোড়া দিতে হবে। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শান্ত [অতিথি] এর ছবি

দারুন হবে। ভাই তাড়াতাড়ি করেন। যেগুলো আমার কাছে নাই, সেগুলো কিনতে হবে।

আমি যদি কোন ভাবে কাজে লাগি তাহলে বলবেন। যতটুকু পারি.........

নিঝুম এর ছবি

কোনটা রেখে যে কোনটা বলি !!

তারপরেও প্রিয় কিছু মুভির নাম দিলাম-

১। দা গ্রীন মাইল
২।স্লিপলেস ইন সিয়াটল
৩।ফরেস্ট গাম্প
৪।গ্লাডিয়েটর ( এই ছবির সব ডায়লগ বলতে গেলে আমার মুখস্থ)
৫।ব্লাড ডায়মন্ড
৬।ডিপার্টেড
৭।ব্যাচেলর
৮।ডেজাভু
৯। রেন্ডিশন
১০।দি কিংডম
১১।ডিস্টার্বিয়া
১২।লেক হাউস
১৩।অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ন ফ্রন্ট
১৪।পারসুইট অফ হ্যাপিনেস ( অসাধারণ একটা ছবি)
১৫।ল্যাকশ্‌ ( ঋত্তিক রোশানের)
১৬।র‌্যাটাটুলি ( এনিমেশন)
১৭। ফাইন্ডিং নেমো ( এনিমেশন)
১৮।ইটালিয়ান জব
১৯।বর্ন আল্টিমেটাম
২০। হোম এলোন-৩ ( এই ছবিটা যে কতবার দেখলাম, এখনো হাসতে হাসতে পেটে খিল ধরে )
২১।হোয়াইট নয়েজ
২২।দা এক্সরসিস্ট
তালিকায় আরো অনেক প্রিয় ছবি আছে । আপাতত এই বাইশটাই...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

হযবরল এর ছবি

১। ক্যাসাব্লাঙ্কা
২। আউট অফ আফ্রিকা
৩। ফরেস্ট গাম্প
৪। দ্যা গুড, দ্যা ব্যাড এণ্ড দ্যা আগলি
৫। আলোর মিছিল
৬। জীবন থেকে নেয়া
৭। কাঞ্চনজঙ্ঘা
৮। গডফাদার
৯। দ্যা সেন্ট অফ এ উইম্যান
১০। দ্যা এনিমি এ্যাট দ্যা গেইটস
১১। দ্যা গ্রেট এস্কেপ
১২। শোলে

নিঝুম এর ছবি

সবচেয়ে অসাধারণ দুইটা ছবি ই কি করে যেন আমার লিস্ট থেকে বাদ গেলো

১। দা ইলুইশনিস্ট
২। প্রেস্টিজ ( মাথা খারাপ হইয়া গেসে এই ছবি দেখে )
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

বজলুর রহমান এর ছবি

ওপরের অনেকগুলো ছাড়াও আমার প্রিয়
দিল সে (ছাইয়া ছাইয়া)
The Passion of the Christ
Dr. Zhivago

অতিথি লেখক এর ছবি

নতুন কয়েকটা মনে হল

*sweet november
*day for night ( সিনামা বানানোর সিনামা!! )
*snatch (আমার দেখা সেরা উরাধুরা মুভি)
*The Machinist (অসাধারন psychological thriller)
*big fish (না দেখলে পস্তাইবেন কনফর্ম খাইছে)
*L4yer Cake
---------
উদ্ভ্রান্ত পথিক

মুজিব মেহদী এর ছবি

The Bible
Spring, Summer, Fall, Winter... and Spring
Rashomon
Roman Holiday
Robinson Crusoe
লালসালু
হীরক রাজার দেশে
অরণ্যের দিনরাত্রি
মি. অ্যান্ড মিসেস আয়ার
সাঝবাতির রূপকথা

..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আরিফ এর ছবি

মুভি গুলা দেখার/নামানোর জননো কিছু সাইটের ঠিকানা দিবার পারেন?

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রিয় ১০ টা সিনেমার লিস্ট বানানো তো অসম্ভব একটা ব্যাপার মনে হচ্ছে! তাও চেষ্টা করি (জানি- আরো অনেক প্রিয় নাম এখানে বাদ পড়ে যাবে)-

০১. গুড উইল হান্টিং
০২. স্কারফেস
০৩. আ বিউটিফুল মাইন্ড
০৪. গ্ল্যাডিয়েটর
০৪. দ্য লর্ড অভ দ্য রিংস ট্রিলজি
০৬. গডফাদার ট্রিলজি
০৭. বর্ণ ট্রিলজি
০৮. আ ওয়াক ইন দা ক্লাউডস
০৯. ড্যান্সেস উইথ উলভস
১০. দিল চাহ্তা হ্যায়

নাহ্, বহুত নাম এখনো বাদ পড়ে আছে। আরো কিছু যোগ করি না হয়-

১১. ১৫ পার্ক অ্যাভিনিউ
১২. ইটারনাল সানশাইন অভ দ্য স্পটলেস মাইন্ড
১৩. দ্য লেক হাউজ
১৪. ম্যাট্রিক্স ট্রিলজি
১৫. দ্য শাইনিং
১৬. মাই ব্লুবেরি নাইটস
১৭. দ্য ইনসাইডার
১৮. এম্পায়ার অভ দ্য সান
১৯. অ্যামিস্টাড
২০. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স: এআই
২১. দ্য কনস্ট্যান্ট গার্ডেনার
২২. দ্য ইংলিশ পেশেন্ট
২৩. নটিং হিল
২৪. মুল্যা রুঝ!
২৫. ফাইন্ডিং ফরেস্টার
২৬. এনিমি অ্যাট দ্য গেটস
২৭. ম্যাগনোলিয়া
২৮. দ্য রেইনমেকার
২৯. দ্য লিজেন্ড অভ ব্যাগার ভ্যান্স
৩০. দ্য টার্মিনাল
৩১. দ্য সিক্সথ সেন্স
৩২. দ্য হাঞ্চব্যাক অভ নটর ডেম
৩৩. আউট অভ আফ্রিকা
৩৪. ইন হার শ্যুজ
৩৫. দ্য আওয়ারস
৩৬. দ্য সাইলেন্স অভ দ্য ল্যাম্বস
৩৭. দ্য সাইডার হাউজ রুলস
৩৮. ব্যাটম্যান বিগিনস
৩৯. সেভিং প্রাইভেট রায়ান
৪০. সেইন্ট
এবং আরো অনেক...

টিভি সিরিজের কথা বললে-

০১. ফ্রেন্ডস
০২. কার্ণিভেল
০৩. ক্যালিফোর্ণিকেশন
০৪. সিক্স ডিগ্রীজ
০৫. দ্য এক্স ফাইলস

লিস্টে শুধু সেগুলোই লিখলাম, যেগুলো যেকোন সময় বসলেই দেখব, অসংখ্যবার দেখব। অনেক সিনেমা বা টিভি সিরিজ আছে, যেগুলো খুবই ভাল লাগলেও, দ্বিতীয়বার হয়ত দেখব না। সেগুলো বাদ দিলাম আপাতত

তানজিমুর এর ছবি

এই পোস্টটা দীর্ঘ সময় নিয়ে দেখছিলাম কেবল একটা ছবির নাম কেও বলে কিনা...না বললে আমিই যোগ করতাম...Good Will Hunting

Shehab এর ছবি

The Hand that rocks the cradle.

রুশাফি [অতিথি] এর ছবি

অনেক অনেক নাম দেখলাম। কিছু দেখেছি, কিছু দেখিনি। কিছু ভালো লেগেছে, কিছু লাগেনি। অনেক নাম ই মাথায় আসছে কিন্তু বেশি নাম দিতে চাইনা। হয়ত কারো চোখেই পরবেনা কিংবা আগেই দেয়া হয়ে গেছে।

এখানে আমি কেবল একটি মাত্র নাম দিতে চাই। নামটা আমি উপরে কোথাও দেখিনি। ১৯৮৮ সালের একটি জাপানী অ্যানিমেশন। আমার দেখা যেকোনো চলচ্চিত্রের চেয়ে এটা অন্তত কয়েকহাত উপরে থাকবে। একটা টরেন্ট এর লিঙ্কও দিয়ে দিলাম। চাইলে ডাউনলোড করে নিতে পারেন।

গ্রেভ অভ দ্যা ফায়ারফ্লাইস

মুভিটি ডাউনলোড করুন এখান থেকে।

জ্বিনের বাদশা এর ছবি

এটা একটা অসাধারণ ছবি চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তারেক এর ছবি

বিডিয়ার ভাই এর দীর্ঘ লিস্টি থেকে ৩,৪,৫,৬,২২ এবং লাইফ ইজ বিউটিফুল, কন্সট্যান্ট গর্ডেনার, রোমান হলিডে, লাভ স্টোরি (রায়ান ও'নীল), রশোমন, দ্য সেভেন্থ সীল, দ্য সাইলেন্স ... আর মনে আসতেছে না কিছু।
আচ্ছা এইটা পুরোটাই ইংরেজি ম্যুভির তালিকা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তারেক এর ছবি

আউট অব আফ্রিকা, নোহোয়্যার ইন আফ্রিকা, শশাংক রিডেম্পশন আর হোটেল রুয়ান্ডা বাদ গ্যাছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তানভীর এর ছবি

আমার কাছে ঐতিহাসিক বা জীবনী নির্ভর মুভিগুলোই বেশি ভালো লাগে। তারপর একশন, রোমান্টিক, কমেডি, হাবিজাবি। কয়েকটা নাম দিলাম-

* এমিস্টাড
* এ বিউটিফুল মাইন্ড
* দ্য লাস্ট সামুরাই
* ম্যালকম এক্স
* গান্ধী
* দ্য মেসেজ
* ব্রেভ হার্ট
* দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই
*প্যাটন
*ফরেস্ট গাম্প

একটা লো বাজেটের রোমান্টিক মুভি আমার খুব পছন্দের-
* বেড অফ রোজেস (কেউ অনলাইনে লিংক পেলে দিয়েন, আবার দেখার জন্য খুঁজছি)

বাংলা ছায়াছবির মধ্যে 'জীবন থেকে নেয়া'ই সম্ভবত অনেকবার দেখেছি। আরেকটা পছন্দের ছবি 'আবার তোরা মানুষ হ'।

অনেকবার দেখা হিন্দি ছবির মধ্যে আছে-
*প্রহার
*পুষ্পক (নির্বাক ছবি)

তারেক এর ছবি

তাও ইংলিশ পেশেন্ট বাদ গ্যালো... ধুর আর কমেন্টামু না আমি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

আল্লাহর নামে আমি ও শুরু করিঃ

1.The Constant Gardener

2.Hotel Rwanda

3.The Terminal

4.Bitter Moon

5.The Motorcycle Diaries

6.Spartacus

7.Troy

8.Unfaithful

9.Gladiator

10.Young Adam

আরো আছে... হাসি
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আরিফ জেবতিক এর ছবি

খেলুম না , নকল হইসে ।
প্রথম ৫টা আমি বলতে আসছিলাম , এখন দেখি হাসান মোরশেদ বলে দিয়েছে । মন খারাপ

জ্বিনের বাদশা এর ছবি

দেখি কয়টা নামাইতে পারি:

১। গড ফাদার (এটা দেখার পর অনেকদিন আমার এইম ইন লাইফ ছিলো মাফিয়া সর্দার হওয়া চোখ টিপি)
২। লর্ড অভ দ্য রিংস (প্রথমে দেখিইনি, তিনপর্ব সবগুলো বের হবার পর সবগুলো একসাথে দেখেছি -- দশঘন্টা আমি পুরো ভিন্ন জগতে ছিলাম, নো লেস দ্যান ড্রাগ চোখ টিপি)
৩। দ্য গডস মাস্ট বি ক্রেজী (হাসতে হাসতে ...)
৪। ট্যাক্সী (ফ্রেঞ্চ) (হাসতে হাসতে হাসতে হাসতে ...)
৫। লাইফ ইজ বিউটিফুল (অসাধারণ থীম)
৬। এ্যাজ গুড এ্যাজ ইট গেটস (আমার দেখা শ্রেষ্ঠ রোমান্টিক ছবি)
৭। গ্রীন মাইল (এত কষ্ট মনে হয় "হোতারু নো হাকা" ছাড়া আর কোন ছবি দেখে পাইনি)
৮। সিরিয়ানা (কাহিনীর বুনন বিচারে আমার দেখা শ্রেষ্ঠ ছবি)
৯। হোতারু নো হাকা (এই ছবি দেখে যে কাঁদবেনা সে মানুষ খুন করতে পারবে)
১০। কোল্ড মাউন্টেন, ফাইন্ডিং নেভারল্যান্ড, কাস্ট এ্যাওয়ে (রেনে, জনিডেপ আর টম হ্যাংকসের অভিনয়ের কারণে)

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কমেন্ট গুলা মজা লাগল। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রুশাফি [অতিথি] এর ছবি

হোতারু না হাকা!
গ্রেভ অভ দ্যা ফায়ার ফ্লাইস এটারই ইংরেজি নাম।
ভালো লাগলো এখানে আরো কিছু মানুষ এটা দেখেছে জেনে। এটা দেখে চোখে পানি না আসা আসলেই অসম্ভব।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বেশ কিছু প্রিয় ছবির নাম মিস করছি, তার মধ্যে কিছু অন্যদের কমেন্টে আসছে কিছু আসে নাইঃ

১) অক্টোবর স্কাই
২) এমিস্টাড
৩) এম্পায়ার অফ দ্য সান
৪) হোটেল রুয়ান্ডা
৫) মিউনিখ
৬) লিটল মিস সানশাইন
৭) মিলিয়ন ডলার বেবী
৮) ক্রাশ
৯) লিজেন্ড অফ দ্য ফলস
১০) জেরী ম্যাগুয়ের
১১) রেইনম্যান
১২) ম্যাট্রিক্স
১৩) ফার এন্ড এওয়ে
১৪) ইন্ডিসেন্ট প্রোপোজাল
১৫) রেন্ডিশন
১৬) বাবেল
১৭) স্পাঈডারম্যান ১,২
১৮) হ্যারী পটার সিরিজ
১৯) হোম এলোন সিরিজ
২০) ক্রনিকল অফ নার্নিয়া
২১) ট্রয়
২২) আ রিভার রান্স থ্রু ইট
২৩) ইলিউশনিস্ট
২৪) Once
২৫) দেয়ার উইল বী ব্লাড
২৬) সরকার / সরকার রাজ [হিন্দী]
২৭) জুনো
২৮) গন বেবী গন
২৯) নো কান্ট্রি ফর অল্ড ম্যান
৩০) গুড, ব্যাড এন্ড আগলি
৩১) বুচ ক্যাসিডি এন্ড দ্য সান্ড্যান্স কিড
৩২) আনফরগিভেন
৩৩) হীচ
৩৪) ম্যাভরিক
৩৫) মিস্টেরি, আলাস্কা
৩৬) দু লিজেণ্ড অফ ব্যাগার ভ্যান্স
৩৭) আই, রোবোট
৩৮) দ্য গডস মাস্ট বী ক্রেজি

আরো আছে, এইবার থামি ...

[মাহবুব ভাই মনে হয় না এই পোস্ট থেকে খালি দশটা মুভি বাছতে পারবে, তবে মুভি দেখার সময় পোস্টটা খুব কাজে আসবে তাই যা যা নাম মনে আসলো সব লিস্টে ঢুকায় দিলাম দেঁতো হাসি ]
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার আসলে ইচ্ছা ছিল প্রত্যেকের কাছ থেকে ১০ টা নিয়ে একটা সুপারসেট তৈরী করা। থ্যাঙ্কস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অছ্যুৎ বলাই এর ছবি

ছবিগুলোর শ্রেণীবিভাগ করা দরকার: অ্যাকশন, কমেডি, রোমান্স ....
এরপরে আরেকটা ভাগ দরকার: হালকা, ভারী, অতিভারী ...
যেমন, কারো ভারী টাইপের ছবি ভালো লাগবে। আমার মত কেউ কেউ আবার শর্টকাটে হালকা ছবিই দেখতে চাইবে বেশিরভাগ সময়। সুতরাং, শ্রেণী বিভাগ থাকলে সুবিধা হবে। যেমন, গত ২ দিনে এখানকার লিস্ট থেকে Bombay Boys আর Hero দেখলাম, কোনোটাকেই বেশি ভালো লাগে নাই।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রায় বেশীরভাগই দেখা এরকম লোক দরকার। লিস্টি চেয়ে তো আমি টাস্কি খাইছি। এট লিস্ট ৫০% আমার দেখা নাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রিভিউ তো কয়েকজন লিখে। মানে ছবি দেখে এসে জানায় কেমন লাগল।

মান্হলী মাস্ট সী মুভি করা যায়। আমি এখন মোটামুটি নিয়মিত ছবি দেখি। তবে প্রায়ই মিস হয়ে যায়। অন্য কেউ একজন দায়িত্ব নিলে ভাল হয়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

গুড প্রস্তাব । বিগসির ঘাড়ে প্রথম রিভিউগুলো চাপানো যেতে পারে , এই লাইনে উনার পড়াশোনা । আর একই সাথে মাহবুব লীলেন , আরেক ফিল্ম পড়ুয়ে । তারপর নজরুল ইসলাম নজু ভাই, আরেক বিশারদ ।

৩ জন পেলাম । হাসি
আরো নিশ্চয়ই আছেন , চুপচাপ বসে আছেন ঘাপটি মেরে ।

মুভি এপ্রিসিয়েশন কোর্স নামে একটা ইবুকও করতে পারেন উনারা ।

সবজান্তা এর ছবি

আমি মাঝে অল্পকিছু লেখছিলাম, কিন্তু এই ধরণের লেখার আসলে পাঠক কম ( অবশ্য এই চামে এই সম্ভাবনা এড়ায়া গেলাম যে, লেখাগুলা জঘন্য হইছিলো, তাই কেউ পড়ে নাই, পড়লেও মন্তব্য করে নাই), তাই আর আগায় নাই।

এপ্রিসিয়েশন কোর্সের কথা জানি না, তবে এই লিস্টের বাইরে আরো দুইজন অন্তত দারুন লিখতে পারবেন বলে আমি নিশ্চিত, খেকশিয়াল আর সংসারে এক সন্ন্যাসী।


অলমিতি বিস্তারেণ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মোটামুটিভাবে চলচ্চিত্র-নিরাসক্ত আমার নাম এই থ্রেডে "বোদ্ধা" হিসেবে দিলেন দেখে যত্পরোনাস্তি বিস্মিত হলাম। সিনেমা বিষয়ে আমার রুচি বড়োই অভিনব। খুব কম লোকের সাথেই তা মেলে। তাই জনসমক্ষে এই বিষয়ে নীরব থাকাটাই শ্রেয় মনে করি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

নজু ভাইকে দিয়েও মনে হয় কাজ হবে না। উনি হলিউডি সিনেমা পছন্দ করেন না, দেখেনও না খুব একটা। বাস্তবসম্মত না হলে ছবি দেখেন না উনি, তাই উনার পছন্দের তালিকাতে (আমার জানামতে) ফরেন ল্যাঙ্গুয়েজের সিনেমাই বেশি।

সুবিনয় মুস্তফী এর ছবি

ধুর এখনো তো ইংলিশ সিনেমার নামই দিতে পারলাম না, সব বাসায় রাইখা আসচি।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ব্যাপারটা খুব অদ্ভুত। আমি যখন নাম দিতে বসলাম তখন দেখি মাথায় কিছু আসেতেছে না। যেই তিন চারটা দিলাম, বাকি নাম গুলা সুড়সুড় করে আসা শুরু করল। মনে হয় মাথার মধ্যে একটা সিন্দুকে আটকা ছিল। ছাড়া পেয়ে বেরিয়ে গেছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

ম্লেচ্ছ ভাষাদি

মডার্ন টাইমস
সেভেন সামুরাই
গানস্ অফ নাভারুন
দ্য লঙ্গেস্ট ডে
ব্যাটলশীপ পটেমকিন
ফুল মেটাল জ্যাকেট
দ্য সাইলেন্স
দ্য ম্যাজিক ফ্লুট
থ্রু এ গ্লাস ডার্কলী
কন্টেমপ্ট (গোদার)
দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলী
আউট ল জোসীওয়েলস্
আনফরগিভেন
আনটাচেবলস্
গন উইথ দ্য উইন্ড
মাই ফেয়ার লেডি
বার্ড
মোবিডিক
ফর হুম দ্য বেল টোলস্
ড. জিভাগো
বুডেনব্রুকস (১৯৭৮)
দ্য ক্যাবিনেট অফ ড. ক্যালগেরি
মেট্রোপলিস....

পরে আরো কমুনে...


বাংলা

ঋত্বিক ঘটক আর সত্যজিত রায়ের সব ছবি।

বাকি পরে কমু...



অজ্ঞাতবাস

সুবিনয় মুস্তফী এর ছবি

আপনে নিশ্চয়ই ছোটবেলায় বিটিভি'র মুভি অফ দ্য উইকের বিরাট ভক্ত ছিলেন। অনেকগুলো মুভির কথা মনে পড়ে গেলো এই লিস্ট থেকে...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

রেনেট এর ছবি

সবার মন্তব্য পরে কুলাতে পারিনি...
মুর্শেদ ভাই, সবার লিস্ট থেকে মোস্ট কমন সিনেমা বের করা যায় না?
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যায়। করব সেটা শীঘ্রি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

দেখ দেখি কান্ড? সবাই খালি হলিউডি/বলিউডি ছবির নাম বলে।

আমি ঢালিউড দিয়ে শুরু করি।

১. বিস্ফোরণ (১৯৮৯/১৯৯০)
যতদূর মনে পড়ে নায়ক ছিল জসীম আর নায়িকা ছিল রোজিনা। যশোরের মণিহার সিনেমা হলে এই ছবি দেখতে গিয়ে হিসু ধরেছিল। মারামারির উত্তেজনায় হল ছেড়ে আমাকে কেউ হিসু করাতে নিয়ে যেতে রাজী হচ্ছিল না। তাই বাধ্য হয়ে হলের কার্পেটেই কাজ সেরেছিলাম। দেঁতো হাসি

২. বজ্রমুষ্ঠি (১৯৯১-১৯৯২)
নায়ক নায়িকা ছিল রুবেল, সোহেল রানা, জুলিয়া, ড্যানি সিডাক (আর মনে নাই)। ছবির শেষ দৃশ্যে রুবেল বজ্রমুষ্ঠি দিয়ে ড্যানি সিডাকের বিচি গলিয়ে দেয়। এই ছবি দেখে উদ্বুদ্ধ হয়ে একজনরে একদিন দিছিলাম কড়্ড়া টিপ। হে. হে. হে.

৩. সত্য মিথ্যা
(শাবানা, আলমগীর) এই ছবি দেখে প্রথম শিখেছিলাম বাচ্চাকালে গান গাইলে রুনা লায়লার কন্ঠ বের হয়। (মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মত আর আছে কে বা?)

৪. মরণের পরে
(শাবানা, আলমগীর) - এ ছবিটা আসলেই সুন্দর। ফাইজলামী না। ছবির কাহিনী অনেকটা এইরকম। শাবানা আলমগীরের একগাদা বাচ্চাকাচ্চা। সুখী পরিবার। আলমগীর মেক্যানিক, শাবানা গৃহিনী। একদিন অসুস্থ শাবানা জানতে পারে তার ক্যান্সার হয়েছে। এদিকে আলমগীরের কারখানায় দুর্ঘটনায় হাত কাটা পড়ে। তখন তারা সবগুলো বাচ্চাকাচ্চাকে দত্তক দিতে শুরু করে। এই নিয়েই কাহিনী। ছবিতে যথারীতি প্রচুর কান্নাকাটি কিন্তু তবুও ছবিটি আমার ভালো লেগেছে।

৫. কেয়ামত থেকে কেয়ামত
সুন্দরী প্রিন্ট শাড়ির সেই বিজ্ঞাপনের পর মৌসুমিরে দেইখ্যা!!!!!!!!!!!!!!!!!!!! আর শালমান শাহ পোলাডা - কম খারাপ না!

৬. অবুঝ দুটি মন
আমিন খান, চাঁদনী (জেমসের প্রথম পক্ষের বউ) - এই ছবিটি এক হিসাবে যুগান্তকারী। এই ছবিতে প্রথম স্যুইমিং কস্টিউম ব্যবহার করা হয়। আর এ কারনেই ছবিটি দেখতে গিয়েছিলাম। দেঁতো হাসি

৭. সত্যের মৃত্যু নেই
এই ছবিটি আমাকে এক হপ্তায় ৪ বার দেখতে হয়েছিল। সালমান শাহর মৃত্যুর পর এই ছবিটি যখন মুক্তি পায় তখন দেশের বাড়ি থেকে একগাদা আত্মীয় এসেছিল। তাদেরকে দফায় দফায় হলে নিয়ে এই ছবি দেখাতে হয়েছিল।

৮. টাকা আনা পাই
ববিতার প্রথম ছবি — এই ছবিতে আমি পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী হিসাবে ববিতাকে দেখেছি। আফসোস সেই ববিতার এখন কী চেহারা। এই জন্যই কই - তওবা কইরা বল কেলাডা চার!!!!!!!!!!!!!!!!!

৯. নুরা পাগলা
হলে দেখা একমাত্র অশ্লীল বাংলা ছবি। দেঁতো হাসি ঠাকুরগাঁওয়ে দেখেছিলাম ফিল্ডওয়ার্ক করতে গিয়ে।

১০. জয়যাত্রা
বিপাশা হায়াৎ, আজিজুল হাকিম - আমি সুদীর্ঘকাল তৌকিরকে খুব অপছন্দ করতাম। প্রচন্ড অপছন্দ বলা যেতে পারে। তার চেহারা দেখলেই বিরক্ত হতাম। কিন্তু জয়যাত্রা দেখার পর আমার কী যেন হয়েছিল! তৌকিরের প্রতি একধরনের ভালোবাসা জন্মায় । আজও তৌকিরকে আমি পছন্দ করি শুধুমাত্র জয়যাত্রা ছবিটির জন্য।

কী মাঝিরা? ডরাইলা?

নিঝুম এর ছবি

আপ্নে মিয়া...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

দ্রোহী এর ছবি

কী? আমি একটা ভালা পুলা তাই না? দেঁতো হাসি

সুবিনয় মুস্তফী এর ছবি

যখন শেষমেষ লিস্ট করতে বসলাম, তখন বুঝলাম কি দুরূহ কাজ। অনেক আধো-ভুলে-যাওয়া কিন্তু এককালে বেশ-ভালো-লাগা ছবির নাম মাথায় একের পর এক চাড়া দেয়া শুরু করলো। এগুলা কেমনে লিস্ট করা যায়? যুগমাফিক এপ্রোচ নিলাম তাই - পছন্দের এই ছবিগুলা সব সত্তরের দশকের আগে নির্মিত। পরে আরো দিমুনে।

Gone with the Wind (আদি ও অকৃত্রিম)
Casablanca (বোগার্ট, বার্গম্যানের অমর প্রেম কাহিনী)
For Whom the Bell Tolls (ইংরিড বার্গম্যান যেইটাতে ছিল)
The Yearling (গ্রেগরী পেক আর সেই হরিণের বাচ্চাটা)
Portrait of Jennie (মুভি অফ দ্য উইকে দেখার পর এক মাস জেনির মুখ ভুলতে পারি নাই)
A Streetcar Named Desire (ব্রান্ডোর সেরা কাজ)
Roman Holiday (হেপবার্ন-পেক, পেক-হেপবার্ন। আর একটা ভেস্পা।)
On the Waterfront (ব্রান্ডোর প্রতিবাদী ডক-শ্রমিক)
Sabrina (অরিজিনাল অড্রে হেপবার্ন / হামফ্রি বোগার্ট ভার্শন)
The Last Time I Saw Paris (লিজ টেইলরের প্রেমকাহিনী)
Moby Dick (এক-পা গ্রেগরী পেক আর সেই শয়তান তিমি মাছ)
The Man Who Knew Too Much (হিচককের ১৯৫৬ রিমেক - জেমস স্টুয়ার্ট, ডরিস ডে। অরিজিনাল'টা দেখি নাই।)
The Bridge on the River Kwai (শিষ দেয়া এলেক গিনেস)
Some Like It Hot (এই লিস্টের সেরা কমেডি। ছিল মেরিলিন...)
Mutiny on the Bounty (ব্রান্ডো ভার্শন)
The Miracle Worker (হেলেন কেলার কাহিনী)
To Kill A Mockingbird (পেকের ন্যায়পরায়ণ আইনজীবি)
Charade (মজার থ্রিলার, হেপবার্ণ আবার)
Alfie (অতি অবশ্যই মাইকেল কেইন-এর অরিজিনাল'টা। জুড ল'এরটা দেখি নাই।)
Cool Hand Luke (পল নিউম্যানের অসাধারন মুভি)
To Sir, With Love (স্কুল শিক্ষক সিডনি পয়টিয়ের)
Wait Until Dark (অন্ধ হেপবার্ণ কিভাবে গুন্ডাদের ঠেকাবেন?!)
The Heart is a Lonely Hunter (বর্ণবাদী সাউথের মর্মর্স্পর্শী গল্প)
Butch Cassidy & the Sundance Kid (সর্বকালের সেরা ওয়েস্টার্ণ?)
Midnight Cowboy (এই লিস্টের সবচেয়ে মর্মন্তুদ ট্র্যাজেডি। রেইনম্যানের আগ পর্যন্ত ডাস্টিন হফম্যানের সেরা মুভি।)
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

বিপ্রতীপ এর ছবি

ঋত্বিক ঘোটকের দুটি ছবি ভালো লেগেছিল...
১। মেঘে ঢাকা তারা
২। অযান্ত্রিক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কমেন্ট ২০ পর্যন্ত প্রসেস করা হয়েছে।
এক্সেল ফাইল
ওডিএস ফাইল

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুবিনয় মুস্তফী এর ছবি

তালিকা এখনো চলতে আছে - এইবার সত্তরের দশকের প্রিয় মুভি - এই লিস্ট বিরাট - সত্যিই হলিউডের শেষ স্বর্ণযুগ - কোপোলা, স্করসীসি, ফ্রীড্‌কিন, সিমিনোর সেরা কাজগুলো সব এই দশ বছরেই ...

Patton - জেনারেল প্যাটন কোথায় শেষ আর জর্জ সি স্কট কোথায় শুরু
The French Connection - ফ্রিডকিনের অসাধারণ থ্রিলার, হলিউডের সেরা গাড়ি-চেজ সীন
The Godfather 1,2 - ১ এর থেকেও ২ জোস, যুবক ডি নিরো'র কারনে
Serpico - পাচিনোর পাগলাটে পুলিশ
The Exorcist - রেগান ম্যাকনীলের মাথা চক্কর - ফ্রিডকিনের দ্বিতীয় ক্লাসিক
The Sting - নিউম্যান-রেডফোর্ড মানিক-জোড়
Alice Doesn't Live Here Anymore - স্করসীসি'র শুরুর দিকের কাজ, বেশ সুন্দর
Chinatown - নিকলসন আর পোলান্সকি, আধুনিক যুগের সেরা নোয়ার ছবি
Dog Day Afternoon - পাচিনোর ভচকে-যাওয়া ব্যাংক ডাকাতির গল্প
Jaws - স্পিলবার্গের আবির্ভাব, হলিউডের প্রথম 'ব্লকবাস্টার'
One Flew Over the Cuckoo's Nest - ম্যাকমার্ফি - নিকলসনের আরেক সেরা রোল
All the President's Men - নিক্সনের দুষ্কর্মের খোঁজে দুই সাংবাদিক রেডফোর্ড, হফম্যান
Rocky - প্রথমটাই বেস্ট। স্ট্যালোনের অসাধারণ স্ক্রিপ্ট।
Taxi Driver - স্করসীসি'র হাত ধরে ডি নিরো'র নরকে অবতরণ
Annie Hall - ঊডি এলেন-এর কমেডি ক্লাসিক
Saturday Night Fever - ডিস্কো যুগের সিগনেচার ছায়াছবি। কি নাচ, কি গান!
Midnight Express - তুরস্কে জেলবন্দীর অভিজ্ঞতা নিয়ে বিতর্কিত ছবি
The Deer Hunter - ভিয়েতনাম যুদ্ধ নিয়ে সিমিনো'র এপিক, ডি নিরো আর ক্রিস ওয়াকেন
Alien - রিডলি স্কটের যুগান্তকারী সাই-ফাই ছবি, প্রথমটাই পুরো সিরিজের বেস্ট
And Justice for All - পাচিনোর আরেক বিপ্লবী চরিত্র, এইবার লইয়ার
Apocalypse Now - ব্রান্ডো আর কোপোলার ভিয়েতনাম ক্লাসিক
Breaking Away - মিডওয়েস্টের এক কোনায় তরুণ সাইক্লিস্ট-দের নিয়ে অপূর্ব ছবি
Kramer vs Kramer - মেরিল স্ট্রীপ আর ডাস্টিন হফম্যানের দাম্পত্য কলহ
The Life of Brian - যীশুর জীবন নিয়ে মন্টি পাইথন-এর কমেডি -------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সুবিনয় মুস্তফী এর ছবি

৮০-র দশকের লিস্ট - বিরাট চুল, উদ্ভট কাপড়, এখন দেখলেও হাসি লাগে। কিন্তু অনেক জোস মুভি আছে এই দশকে -

Airplane! - সত্তরের দশকের ডিজ্যাস্টার-মুভি নিয়ে চমৎকার প্যারোডি
Raging Bull - স্করসীসি + ডি নিরো = হিট
The Shining - নিকলসনের হরর ক্লাসিক
Chariots of Fire - ১৯২৪ সালের অলিম্পিক গেমসের পটভূমিতে ছবি
Das Boot - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অদ্বিতীয় মুভি - জার্মান সাবমেরিন কাহিনী
Blade Runner - এলিয়েন-এর পরে রিডলি স্কটের আরেক অবিশ্বাস্য সাই-ফাই। এক লোক কেমনে ৩ বছরের মধ্যে এরকম দুইটা সাই-ফাই বানাইলো?
ET - স্পিলবার্গীয় হিট - 'ই,টি, ফোন হোম!'
Gandhi - বেন কিংসলি গান্ধীর ভূমিকায়
The Year of Living Dangerously - ষাটের দশকে ইন্দোনেশিয়ার বিপ্লব/প্রতি-বিপ্লবের প্রেক্ষাপটে পিটার উইয়ার-এর অসাধারণ পলিটিকাল ছবি। মেল গিবসনের শুরুর দিকের কাজ।
Gallipoli - উইয়ার+গিবসনের আরো আগের ছবি, প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্রেলীয় সৈন্যদের কাহিনী
Octopussy - বন্ড ফিল্মগুলার মধ্যে এইটা ফেভারিট
Scarface - পাচিনো'র উন্মাদ গ্যাংস্টার টনি মন্টানা
The Terminator - টি-২ তো জোস, কিন্তু আর্নল্ডের প্রথমটাও কম না
This is Spinal Tap - রক/মেটাল ব্যান্ডের জীবনযাত্রা নিয়ে রব রাইনার-এর ক্লাসিক কমেডি
Blood Simple - বিখ্যাত কোয়েন ভ্রাতৃদ্বয়ের একদম প্রথম ছবি, ১৯৮৪ সালের
Back to the Future trilogy - টাইম-ট্রাভেলার মার্টি ম্যাকফ্লাই - অতি উপাদেয় ট্রিলজি
Out of Africa - ইসাক দিনেসেন-এর কেনিয়া কাহিনী - স্ট্রীপ+রেডফোর্ড
Witness - আমিশ সম্প্রদায়ের প্রেক্ষাপটে হ্যারিসন ফোর্ডের চমৎকার থ্রিলার
Ferris Bueller's Day Off - ৮০-র দশক থেকে আমার প্রিয় কমেডি - স্কুল পলাতক টিন-এজার ফেরিস আর তার বন্ধুরা
Hannah and Her Sisters - ঊডি এলেনের পারিবারিক কমেডি। ঊডির অনেক ভালো ছবি আছে, কাহিনীতে মিল থাকায় নাম খালি মিশায় ফেলি
The Color of Money - পল নিউম্যান, টম ক্রুজ আর পুল টেবিল
Top Gun - আহা, কি একখানা ছবি! ৮০-র দশক বলতেই বোঝায় টপ গান!
Dirty Dancing - সেই দশকের আরেক সিগনেচার ছবি। জেনিফার গ্রে+প্যাট্রিক সোয়েইজি।
Fatal Attraction - গ্লেন ক্লোজ-এর সাইকো রমণী। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!
Lethal Weapon - গিবসন+গ্লোভার-এর প্রথম জুটি। সিরিজটা মজার।
The Princess Bride - 'হ্যালো। মাই নেম ইজ ইনিগো মন্তোয়া। ইউ কিল্ড মাই ফাদার। প্রিপেয়ার টু ডাই।'
The Untouchables - গ্যাংস্টার আল কাপোন-এর ভূমিকায় ডি নিরো
Full Metal Jacket - ভিয়েতনাম যুদ্ধের উপর কুব্রিক-এর ছবি। ফিল্মের প্রথম অর্ধেক এক কথায় অসাধারণ।
A Fish Called Wanda - ইতিহাসে এই বোধহয় একমাত্র ছবি যেটা দেখে দর্শক হাসতে হাসতে মৃত্যুবরণ করে (ডেনমার্কের বাস্তব ঘটনা)
Cinema Paradiso - অনেকের ফেভারিট তালিকায় এই ছবি - ফিল্মের যাদু...
Dangerous Liaisons - ফরাসী নবাবদের নষ্টামি নিয়ে মালকোভিচ, ক্লোজ আর মিশেল ফাইফার-এর চমৎকার ছবি
Die Hard - লিথাল উইপনের পাশাপাশি আরেক দারুন একশন সিরিজ। ম্যাক্লেইনের ভূমিকায় ব্রুস উইলিস।
Rain Man - ডাস্টিন হফম্যানের অসামান্য অভিনয়, ক্রুজ-ও ছিল
The Accidental Tourist - অ্যান টাইলারের গল্প - উইলিয়াম হার্ট-এর চমৎকার অভিনয়
The Accused - জোডি ফস্টার ধর্ষিতার ভূমিকায় অভিনয় করে অস্কার পান। ভয়ংকর এক সীন।
Who Framed Roger Rabbit - এনিমেশন এবং বাস্তব অভিনেতাদের সমন্বয়ে থ্রিলার/কমেডি
Frantic - পোলান্সকির নির্দেশনায় হ্যারিসনের ফোর্ডের ইউরোপীয় থ্রিলার
Danny the Champion of the World - বাচ্চাদের ছবি, জেরেমি আয়রন্স বাবার ভূমিকায়, খুবই সুন্দর ছবি
Dead Poets' Society - রবিন উইলিয়ামস-এর সাহিত্য শিক্ষক, 'ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন'
Glory - মার্কিন গৃহযুদ্ধে কালো সৈনিকদের নিয়ে ছবি, ডেনজ়েলের প্রথম অস্কার
When Harry Met Sally - বিলি ক্রিস্টাল আর মেগ রায়ানের ক্লাসিক রোমান্টিক কমেডি। মেয়ে বন্ধু নিয়ে দেখার জন্যে আদর্শ চোখ টিপি
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অতন্দ্র প্রহরী এর ছবি

এখন পর্যন্ত মনে হয় কেউই বেসিক ইনস্টিন্কট এর কথা উল্লেখ করেননি। অসাধারণ একটা থ্রিলার। পছন্দের তালিকায় এটা অবশ্যই থাকবে।

আরো কয়েকটা সিনেমার নাম মনে পড়ছে, যেগুলো কারো তালিকায় মনে হয় আসেনি, কিন্তু দেখলে বেশিরভাগেরই হয়ত ভাল লাগবে -

১. য়্যু'ভ গট মেইল
২. দ্য ওয়ার্ল্ড'স ফাস্টেস্ট ইন্ডিয়ান
৩. দ্য রিক্রুট
৪. প্রুফ
৫. ২০৪৬

s-s এর ছবি

কেউ ডেড পোয়েটস সোসাইটি র নাম লেখেনি কেনো?????

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

সুবিনয় মুস্তফী এর ছবি

আছে তো ভাই, ৮০-র দশকের লিস্টে আমার লাস্ট থেকে তিন নম্বরটা।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অতন্দ্র প্রহরী এর ছবি

"ডেড পোয়েটস সোসাইটি" সুবিনয়'দা ও জি.এম. তানিমের লিস্টে আছে।

সুবিনয় মুস্তফী এর ছবি

৯০-এর দশকের লিস্ট - স্বভাবতই এই দশকে নির্মিত অনেক ছবিই দেখা হইসে - আবার কিসু কিসু ভালোও লাগসে। এইখানে অর্ধেক।

Dances with Wolves - কেভিন কস্টনারের বড় ক্যানভাসের ওয়েস্টার্ণ
Edward Scissorhands - ফ্যান্টাসি, টিম বার্টনের পরিচালনায় জনি ডেপ
Goodfellas - স্করসীসি-র এপিক গ্যাংস্টার ছবি
Mermaids - উইনোনা রাইডার আর শের-এর 'পারিবারিক' কমেডি
Miller's Crossing - কোয়েন ভাইদের আরেক পুরান ছবি, পুরান কিন্তু দারুন
Pretty Woman - জুলিয়া!
Boys N the Hood - শহরের কাউলাপাড়ার ছেলেদের মাদক সেবন আর অপরাধ প্রবণতা নিয়ে জন সিংগেলটনের সাড়া-জাগানো ছবি
Dead Again - এমা টম্পসন আর কেনেথ ব্র্যানাহ-র থ্রিলার
Delicatessen - উদ্ভট ফরাসী কমেডি, দেখার মত জিনিস!
Jerry Maguire - স্পোর্টস এজেন্ট টম ক্রুজ আর কিউবা গুডিং-এর অসাধারণ কাজ

JFK - কেনেডি হত্যা নিয়ে অলিভার স্টোন-এর থিওরি
Terminator 2 - আহা!
The Doors - আহা! x2 - জিম মরিসনের ভূমিকায় ভ্যাল কিল্মার - অলিভার স্টোন নির্মিত
The Silence of the Lambs - এক বছরে টপ পাঁচটা অস্কার পাওয়া ছবি ইতিহাসে মাত্র তিনটা। সাইলেন্স তার অন্যতম। দেইখেন কইলাম...
Thelma & Louise - রিডলি স্কট-এর আরেক অনবদ্য সৃষ্টি, দুই নারীর মুক্তির গল্প
A Few Good Men - সেনা কাহিনী - নিকলসন বনাম টম ক্রুজ
Aladdin - ডিজনির খুব সুন্দর কার্টুন, এককালে হেব্বি ফেভারিট ছিল
Glengarry Glen Ross - ডেভিড ম্যামেটের নাটকের চমৎকার ফিল্ম রূপান্তর - পুঁজিবাদ আর মার্কিন জীবনধারা নিয়ে ধারালো ছবি
Reservoir Dogs - এটোম বোমার মতই ফিল্মে টারান্টিনোর আবির্ভাব
Unforgiven - ক্লিন্ট ঈস্টঊডের চমৎকার ওয়েস্টার্ণ

Groundhog Day - বিল মারে-র ক্লাসিক কমেডি
In the Name of the Father - অন্যায়ভাবে জেলবন্দী ড্যানিয়েল ডে লুইসের আইরিশ ট্র্যাজেডি
Jurassic Park - স্পিলবার্গের ডাইনোসর ড্রামা
Sleepless in Seattle - হ্যাংক্স আর রায়ানের প্রেমকাহিনী
The Fugitive - হ্যারিসন ফোর্ড দৌড়ের উপর
Ace Ventura: Pet Detective - জিম ক্যারির প্রথম হিট ছবি
Clear and Present Danger - হ্যারিসন ফোর্ড আবার, টম ক্ল্যান্সির ড্রাগ থ্রিলার
Clerks - কেভিন স্মিথ একটু ভিন্ন মাত্রার কমেডি বানান। তার প্রথম নামকরা ছবি ক্লার্ক্স।
Forrest Gump - জোস
Four Weddings and a Funeral - চমৎকার বৃটিশ কমেডি, হিউ গ্র্যান্টের আবির্ভাব

Leon - ফরাসী অভিনেতা জঁ রেনো এই অস্বাভাবিক রকম ফাটাফাটি থ্রিলারে অভিনয় করে নাম করেন। সাথে পিচ্চি নাটালি পোর্টম্যান। সেই রকম বই।
Pulp Fiction - টারান্টিনোর দ্বিতীয় ক্লাসিক
Quiz Show - ৫০-এর দশকে কুইজ শোতে জোচ্চুরির বাস্তব ঘটনা নিয়ে রেইফ ফাইন্স অভিনীত ছবি
Reality Bites - নতুন প্রজন্মের ভাদাইম্মা পোলাপান নিয়ে মজার কমেডি
Speed - আহা! ম্যাট্রিক্স-এর আগেও কিয়ানু একখান ছবি বানাইসিলো। নাম তার স্পীড।
Swimming with Sharks - হলিউড স্টুডিও নিয়ে কমেডি, কেভিন স্পেসি'র ভয়ানক অভিনয়!
The Lion King - দারুন কার্টুন
The Mask - জিম ক্যারির প্রমাণ সাইজ হিট ছবি
The Shawshank Redemption - আইএমডিবির ভোটারদের হিসাবে সর্বকালের সেরা ছবি। অন্তত কাছাকাছি যাবে!
Three Colours Red - কিয়েশলফস্কির "থ্রি কালার্স" ত্রয়ীর সেরা খন্ড। অপূর্ব।

Babe - শুকরছানা কমেডি
Before Sunrise - ইথান হক আর জুলি দেল্পির অসাধারণ প্রেমের গল্প
Braveheart - মেল গিবসনের স্কটিশ এপিক
Casino - স্করসীসি আর ডি নিরো, আরো একবার
Heat - ডি নিরো আর পাচিনো প্রথমবার মুখোমুখি, আমার সবচেয়ে প্রিয় ক্রাইম থ্রিলার
Shallow Grave - স্লামডগ খ্যাত ড্যানি বয়েলের একদম শুরুর দিকের ছবি। খুব মজাদার থ্রিলার।
The Bridges of Madison County - বুইড়া বয়সে ঈস্টঊড আর স্ট্রীপের মর্মস্পর্শী প্রেমকাহিনী
Toy Story - পিক্সারের জোস কার্টুন
Fargo - কোয়েন ভাইদের আরেক অসাধারণ কাজ - বরফের দেশে অপরাধ
Independence Day - স্রেফ টাইমপাসের জন্যে উৎকৃষ্ট মুভি - উইল স্মিথ বনাম এলিয়েন শক্তি

রায়হান আবীর এর ছবি
অতিথি লেখক এর ছবি

আমি তেমন ছবি দেখিনা ,

তবে ইংরেজী একটা ছবি আমি বহু বার দেখেছি....... " ইভার আপ্টার "

রুবেল শাহ্

robell_shas@yahoo.com

guest এর ছবি

আমার প্রিয় মুভির তালিকা থেকে কয়েক্টির নাম দিলাম ।

12 Angry Men - 1957 - Sidney Lumet
A Matter of Life and Death - 1946 - Michael Powell & Emeric Pressburger
Blazing Saddles - 1974 - Mel Brooks
Blues Brothers - 1980 - John Landis
Brazil - 1985 - Terry Gilliam
Det sjunde inseglet (Seventh Seal) - 1957 - Ingmar Bergman
El laberinto del fauno (Pan's Labyrinth) - 2006 - Guillermo del Toro
Fa yeung nin wa (In the Mood for Love) - 2000 - Wong Kar Wai
Hotaru no haka (Grave of the Fireflies) - 1988 - Isao Takahata
La battaglia di Algeri (The Battle of Algiers) - 1966 - Gillo Pontecorvo
Le samouraï - 1967 - Jean-Pierre Melville
Nijushi no hitomi (Twenty-Four Eyes) - 1954 - Keisuke Kinoshita
Ninjo kami fusen (Humanity and Paper Balloons) - 1937 - Sadao Yamanaka
Onna ga kaidan wo agaru toki (When a Woman Ascends the Stairs) - 1960 - Mikio Naruse
Rear Window - 1954 - Alfred Hitchcock
Sanshô dayû (Sansho the Bailiff) - 1954 - Kenji Mizoguchi
Stalker - 1979 - Andrei Tarkovsky
Tengoku to jigoku (High and Low) - 1963 - Akira Kurosawa
The Goat - 1921 - Buster Keaton
The Great Dictator - 1940 - Charles Chaplin
To Kill A Mocking Bird - 1962 - Robert Mulligan
Tôkyô monogatari - 1953 - Yasujiro Ozu
Ugetsu monogatari - 1953 - Kenji Mizoguchi
Vals Im Bashir (Waltz with Bashir) - 2008 - Ari Folman
Wall-E - 2008 - Andrew Stanton
Yeopgijeogin geunyeo (My Sassy Girl) - 2001 - Kwak Jae-young
Yojimbo - 1961 - Akira Kurosawa

Anonymous film student.

অনুপম ত্রিবেদি এর ছবি

১। সাইকো
২। স-১,২ (বাকি গুলা পুরাই ভূয়া)
৩। দ্যা গ্রাজ -১,২
৪। দ্যা 'ও' ম্যান
৫। পালস
৬। পারফিউম
৭। রোমান হলিডে
৮। গন উইথ দ্যা উইন্ড
৯। বেন হার
১০। আরমাগেডন
১১। র‌্যাটাট্যুই
১২। আইস এজ -১,২,৩
১৩। দ্যা লায়ন কিং
১৪। পোকোহান্তাস
১৫। ডাম & ডামার
১৬। দ্যা মাস্ক
১৭। ফাইনাল ড্যাস্টিনেশন-১,২,৩

----------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

বক এর ছবি

ভারতীয় বাংলা ''আলো''র নাম কেউ বলেনি দেখে অবাক হলাম মন খারাপ

চিরন্তন এর ছবি

The persuit of happines.
এই অসাধারণ ছবিটি সবাই মিস করল ক্যাম্নে ?

নজমুল আলবাব এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।