এই রোববার খুব সুন্দর দিন ছিল। উজ্জ্বল রোদ। বরফ গলা উপত্যকা। গলতে থাকা বরফের উপর রৌদ্রের ঝিকমিক। এ ক'দিনের বরফ, কাদা, লবন মেশা বরফের দলা সব যেন ভেঙ্গে চুরে জেগে উঠছিল পৃথিবী।
এমন দিনে ঘরে থাকতে মন চায়? টুনটুনি ক্যামেরা নিয়ে বেরুলাম। ঘুরতে ঘুরতে টুটাক অ্যামেচার ছবি তোলা। তারই কয়েকটা এখানে তুলে দিলাম।
অবশেষে আলোর মুখ দেখতে পাওয়া বৃক্ষের কঙ্কাল
ফেলে আসা রাস্তা
সূর্য চুমু দেয় বাহন আমার
তুষার উপত্যকায় হঠাৎ রোদ্দুর
পথ এখনও ফুরোতে শেখেনি
গতিসীমা ২৫
স্বর্গোদ্যান?
মন্তব্য
চতুর্থ ছবিটা দারুন...।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
একলা ছিলেন নাকি? বরফের ছবিতে আসল সৌন্দর্য কিন্তু আসেনা, তাই মনে মনে চিন্তা করে নিলাম কতটা ঝকঝকে দারুণ ছিল তখন।
এটা কি আপনার সেই হোন্ডা একর্ড যার কথা কোন একটা পোস্টে লিখেছিলেন? কালারটা দারুণ কিন্তু।
১, ৩, এবং চতুর্থ অসাধারন হয়েছে।
সাধারন নহে অসাধারন হইয়াছে।
বৃক্ষের কঙ্কাল তো.... আরো বেশি সুন্দর।
ছবি ভাল হইছে। শীতকে ভয় পাই।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
- সুন্দর ছবি। ম্যান সাবধানে ড্রাইভ কইরো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফটু গুলাও ছুন্দর, ঘাড়িটাও ছুন্দর।
ফটু গুলা লাকপো না মাগার ঘাড়ি দিতে ছাইলে মানা করপো না।
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
বাহ!!
নতুন মন্তব্য করুন