ক্যামেরা তাক করে শুধু ছবি তুললেই হয়না। দরকার বিষয়বস্তু নির্বাচন, সঠিক ব্যাকগ্রাউন্ড, ফ্রেইম এবং কোন কিছু "দেখার চোখ"। এখানেই আসলে একজন ফটোগ্রাফার আলাদা হয়ে যান ক্যামরা হাতে যাস্ট আরেকজন থেকে। এই অধ্যায়ে আলোচনা করে সেই শৈল্পিক এলিমেন্ট গুলি।
মন্তব্য
নতুন মন্তব্য করুন