পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলাদেশীদের অনুষ্ঠানে আমার স্ত্রী মৌটুসী আগুনের পরশমনি গাইবে ঠিক করেছে। আজ দুজনে মিলে রিহার্সাল করার সময় রেকর্ড করলাম নীচের গানটা। আসল অনুষ্ঠানে পঁচা ডিম খাবার আগে আপনাদের যন্ত্রনা দেবার ফন্দী করলাম।
গানের শেষের দিকে আমার কাশির শব্দ শুনার আগে কানে হাত দিয়েন।
AgunerPoroshmoni -... |
কর্ডটাও দিয়া দিলাম। টুকটাক কিছু কারেকশন আছে কিন্তু আর ডকুমেন্ট করা হয় নাই। কর্ডের জন্য ইন্ডিয়ান গীটার ট্যাবস কে ধন্যবাদ।
A............C#m...F#m..A..........D
|
আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে।
|
C#m.........A......E
|
এ জীবন পুন্য করো
|
C#m...................A
|
এ জীবন পুন্য করো
|
C#m.............A
|
এ জীবন পুন্য করো
|
C#m....A
|
দহন দানে॥
|
|
A............C#m...F#m..A..........
|
আমার এই দেহখানি তুলে ধরো,
|
E.................D...........................A
|
তোমার ওই দেবালয়ের প্রদীপ করো-
|
E........................................................
|
নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে॥
|
|
আগুনের পরশমনি...
|
|
A.............C#m....F#m.......A....E
|
আঁধারের গায়ে গায়ে পরশ তব
|
A...............C#m........A.....D......A
|
সারা রাত ফোটাক তারা নব নব।
|
E.....................................A
|
নয়নের দৃষ্টি হতে ঘুঁচবে কালো,
|
E...........D.........A....E.......D.....E....A
|
যেখানে পড়বে সেথায় দেখবে আলো-
|
E...........................A............E
|
ব্যাথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব পানে॥
|
মন্তব্য
আরে...
জব্বর হইছে...
থাঙ্কু
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাল হইছে তো। কাশির দমকে গান যে লাইনচ্যুত হয়নি সেটাই ..
গলা পরিষ্কার করে বসতে হবে এবার...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পঁচা ডিম তো নাই, নতুন কিছুই নিয়ে আসি। আসরে বসে আরাম করে ভেজে খাবার জন্য। এমন কণ্ঠে নিশ্চয়ই মাত্র একটি গান শুনিয়ে ঠকাবেন না।
স্টক সীমিত ম্যান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাহ। বেশ--!!
হাছাই কইতেছেন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
থাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কাশিটা তেমন ভালো হয়নি। আরো রিহার্সাল করেন।
গান চমতকার
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
প্র্যাকটিসে কিনা মেলে? প্র্যাকটিস চালু রয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাহ! বাহ!
দারুন লাগলো...
তাহসিন গালিব
ধন্যবাদ তাহসীন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাইয়া আপনার কাশিটাও তালেই হয়েছে
ভাবীর গান খুব ভাল লাগল, আরো আপলোড করেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এক সিজনে দুইটার বেশী তোলা হয় না। আরেকটা আছে, তুলে দিবো সময় করে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গানটা সুন্দর হয়েছে। তবে কাশিটা নিয়ে সন্দেহ আছে। পাইরেটেড কপি মনে হলো
হা হা হা। ভালো বলেছেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এতো ভাল একটা যুগল গান শুনিয়ে পঁচা ডিম্ব খাবার তো প্রশ্নই আসেনা !
ভাল্লাগসে।
--------------------------------
--------------------------------------------------------
আরে না, বস বস পাব্লিক আছে আরো। তারা গাইবার পর আমরা ঝাপসা হয়ে যাবো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
থাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাবী এবং আপনাকে অভিনন্দন, মিয়া বিবি মিলে ভালই কাঁটে তাহলে!
আমি তেরেকেটে বাজালে আমার ম্যাডামের মাথা ব্যথা শুরু হয়। দুঃখে কইলজা ফাইট্টা যায়।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আপনি তেরেকেটে বাজান নাকি? বাহ সচলায়তন জুড়ে খালি পোতিভা আর পোতিভা!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন