পিটস্‌বার্গের ধুসর পান্ডুলিপি - ০০৯ (আবার এলো যে সন্ধ্যা)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৭/০৫/২০০৯ - ২:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের সমাজে গ্যাঞ্জাম থাকবেই। থাকবে কিছু রগচটা মানুষ, দ্রুত কনক্লুশন টানা মানুষ, সুবিধাবাদী রাজনীতিবিদ, সহিষ্ণু মানুষ। এজন্যই মানুষ 'মানবিক'। সচলায়তন নিয়ে অরূপের ডেডিকেশন নিয়ে যেমন সন্দেহ নেই, তেমন সচলায়তনের ভালো করতে চেয়ে অতিরিক্ত অসহিষ্ণুতা দেখিয়ে অরূপ, হিমু আর আমার করা ভুল গুলো নিয়েও তেমনি কোন দ্বিমত নেই। ভুলগুলো ধরতে, শুধরাতে সব সচলের মমতা, ক্ষোভ এবং পরামর্শ চোখে পড়ার মত।

মাঝে মাঝে টুকটাক ঝাকুনি খাওয়া মনে হয় দরকার। পর্যাপ্ত বিদ্যুত প্রবাহ শরীরের ভিতর দিয়ে গেলে নাম্ব হয়ে যাওয়া পেশীগুলি কাজ করতে পারে। কাজের প্রেশারে সচলায়তন থেকে ক'দিন দূরে ছিলাম। এই ধাক্কায় ফিরে আসা হল।

গতবার এই দিনপঞ্জী লেখার পর অনেক দিন পেরিয়েছে। শীত গিয়েছে, গ্রীষ্ম আসি আসি করেও ক্রমাগত বৃষ্টি ঝরিয়ে চলেছে। মাঝখানে পহেলা বৈশাখ অনুষ্ঠানে একটা বড় রকম কন্ট্রিবিউশন করতে হয়েছে। সেটাও মজা লেগেছে।

সবচেয়ে আনন্দ লেগেছে মিউজিক করাটা আবার শুরু করতে পেরে। অ্যারিজোনা ছেড়ে আসার পর ছোট্ট পিটস্‌বার্গ কমিউনিটিতে মিউজিক করার মত সঙ্গী পাব ভাবিনি। দেখা গেল একটা ছেলে তবলা বাজায়। আরেকটা ছেলে গীটার বাজায়। আমি টুকটাক ভাঙ্গা গলায় গান করতে পারি, গীটার বাজাতে পারি। আরেকজন বেইজিস্ট হলেই শুরু করা যায়। ভেবে দেখলাম সব কিছুতে মিডিওকার হলেও মানুষকে ইনফ্লুয়েন্স করতে ভালই পারি। এটাই হয়ত আমার সেলিং পয়েন্ট! চিন্তিত

আজকে ডিজিটেক আরপি ৩৫৫ অর্ডার করলাম। মনের আনন্দে বগল বাজাতে ইচ্ছে করছে। অবশ্য জিনিসটা হাতে পেলে গীটারই বাজাব, বগল নয়। খাইছে

ফটোগ্রাফী শেখাটাও শুরুত করতে হবে। দুনিয়াতে এতো কিছু শেখার যে মেজাজ খারাপ হয়ে যায়। জীবনটা মিডিওকার হিসেবে শেষ করতে হবে মনে হচ্ছে!


মন্তব্য

আলমগীর এর ছবি

গলা আপ্লোডান।
লোকজনের অভতার হাওয়া হয়ে গেল ক্যান?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গলা ভালো না। ফাঁটা বাঁশ। আপ্লোডাইতে লজ্জা লাগে। সিরিয়াস। ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

আলমগীর এর ছবি

হাবিব যদি গান গাইতে পারে, দুনিয়ার তাবৎ লোকই পারবে। আপলোডান। আমার ইচ্ছা ছিল, কিন্তু সেটআপ রেডি করতে পারছি না। সময় নিবে একটু।

ধুসর গোধূলি এর ছবি

- এতো দূরের হাবিব্যারে টানেন ক্যান? আমাগো হিমু যদি কানের কাছে তার প্যান প্যান নিয়ে হাজির হয় আর সেটা শুনতে আমাদের বাধ্য করতে পারে, তাইলে মা.মুও নির্ভিঘ্নে গলা আপ্লোডাইতে পারে। আমিও পারি। খুব সহসাই আমার গানের আনপ্লাগড এ্যালবাম সচলায়তনে মুক্তি পাবে। হুঁশিয়ার, সাবধান... দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পুষ্টাও তুমার গান। শুন্তে মঞ্চায়।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

নজমুল আলবাব এর ছবি

গান পুষ্টিত হউক। এসএমথ্রির গান শুনতে মন্চায়।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

এনকিদু এর ছবি

গলা ভালো না। ফাঁটা বাঁশ। আপ্লোডাইতে লজ্জা লাগে। সিরিয়াস। ইয়ে, মানে...

তাহলে বগল বাজানর শব্দ রেকর্ড করে সেটাই আপ্লোডান ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কেমুন জানি ফাঁকিবাজি পোস্ট দিলেন চোখ টিপি

আরেকটু বড়ো লিখলেই পিঠ চুলকায়ে দিতাম দেঁতো হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অফিস বইয়া আরো বড় পুস্ট!! গেলি...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

হিমু এর ছবি

শৃগালায়তন চালু করা দরকার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চল বানাই। বিভিন্ন সচলের প্যারোডি করে বানানো যায়। আমি একটু মেটাল বাজায় দিমু।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

হিমু এর ছবি

প্যারোডি কেন? হলে মৌলিকই হোক।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আলমগীর এর ছবি

হেন করেঙ্গা তেন করেঙ্গা অনেক হইছে, এবার আউটপুট দরকার।
(ঝাড়ি মারলাম, মডুদের ঝাড়ির উপর রাখতে হয় হাসি )

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মগবুল-জগলুল সিরিজটাকে গান করা যায়। আজকে ট্রাই মেরে দেখব।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

এনকিদু এর ছবি

দারুন আইডিয়া চলুক


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সচলায়তন থেকে দন্ত-স লোগোওয়ালা চুলকানি-হাত চাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমারে বইলা লাভ কি? আমি এখন সাধারন-সচল। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

লুৎফুল আরেফীন এর ছবি

জীবনটা মিডিওকার হিসেবে শেষ করতে হবে মনে হচ্ছে!

কথাটা কেমন থাক করে লাগলো বুকের মধ্যে, এই ভাবটা কতোবার যে মনে এসেছে! শুধু আপনার মতোন করে গুছাতে পারিনাই শব্দগুলোকে।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

স্নিগ্ধা এর ছবি

লেখাটা ভাল্লাগ্লো হাসি

s-s এর ছবি

লেখাটা স্নিগ্ধার মতো আমারও ভালো লাগলো। আপনার গীটারের কর্ডের পোস্ট নেই কেন?
এবং গতকাল একটা ছোট্ট কবিতা ছাপা হয়েছে মধ্যসমুদ্রের কোলে নামে একজনের, ওটার আবৃত্তি করতে পারেন/চান কি?
বেশ সুন্দর কবিতা।

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

হাসান মোরশেদ এর ছবি

সহদাবী । কবিতার আবৃত্তি সিরিজটা চালু হোক আবার ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ভালু হবে তু? লিংকুস পাবো কোই?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

তীরন্দাজ এর ছবি

মাঝে মাঝে টুকটাক ঝাকুনি খাওয়া মনে হয় দরকার। পর্যাপ্ত বিদ্যুত প্রবাহ শরীরের ভিতর দিয়ে গেলে নাম্ব হয়ে যাওয়া পেশীগুলি কাজ করতে পারে। কাজের প্রেশারে সচলায়তন থেকে ক'দিন দূরে ছিলাম। এই ধাক্কায় ফিরে আসা হল।

আমিও এই কথাটি বিশ্বাস করি।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রণদীপম বসু এর ছবি

এইটা কি কোন বিষাদ-পোস্ট ! পড়ে বুকের ভিতর বিষণ্নতা এসে গেলো কেন ! বুঝছি, এখন ইয়োগা করতে হবে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

স্নিগ্ধাপুর মতো আমারও লেখাটা ভাল্লাগল। হাসি

আবৃত্তি তো শুনলাম আজ, এইবার গান শুনতে মন চায়। আপলোড করে ফেলেন...

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

গরীব দেশের গিটারিস্ট। জুম ৫০৫ এ কাজ চালাই। আপনার কম্পোজিশন শোনার আগ্রহ জানাচ্ছি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খাইছে!! আপনেও গীটার বাজান নাকি?

কিরা কাইট্যা কই আমি হইলাম ড্যাম মিডিওকার। তা সে যত ভাল প্রসেসরই কিনি না কেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আইসা পড়ছে ডিজটেক আরপি ৩৫৫ আজকে। বাজাইতে গিয়া ১ নম্বর তারটাই ছিড়্যা গেল। ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

সিরাত এর ছবি

আইসা পড়ছে ডিজটেক আরপি ৩৫৫ আজকে। বাজাইতে গিয়া ১ নম্বর তারটাই ছিড়্যা গেল।

আহারে!

যাই হোক, পোস্টটা ভাল লাগলো! পিটসবার্গ বা আমেরিকার অন্যান্য জায়গাগুলি নিয়ে একটু লেখেন না, ব্যাপক আগ্রহ জানার।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।