শুভ জন্মদিন রেজওয়ান ভাই

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ০৮/০৫/২০০৯ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

সম্ভবতঃ রেজওয়ান ভাই বাঙ্গালী ব্লগারদের মধ্যে ব্লগার হিসেবে প্রবীণতম। অসংখ্য ব্লগ আন্দোলন, ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়ে রেজওয়ান ভাই সচলায়তনে হয়ত সময় দেবার সময় করে উঠতে পারেনা না। কিন্তু তার জন্মদিনে আমরা তাকে ভুলে যাব কেমন করে হয়?

হ্যাপী বার্থডে রেজওয়ান ভাই। নাগরিক কণ্ঠকে আরো উঁচুতে তুলে ধরুন এই কামনা রইল।


মন্তব্য

ফাহিম এর ছবি

শুভ জন্মদিন!

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

বিপ্লব রহমান এর ছবি

এমন দিনে জন্মেছেন আপনি! কী সৌভাগ্য রে ভাই!

জন্মদিনের অনেক শুভেচ্ছা। দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা।
---
আজকের চমৎকার ব্যানারের জন্য অরূপদাকে অভিনন্দন।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

শুভ জন্মদিন।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রেজওয়ান ভাই
শুভ জন্মদিন।

মুক্তিযুদ্ধ নিয়ে আপনার যে সংগ্রহটা... সেইটা একটা অসাধারণ কাজ। শুধু শুভেচ্ছা না... শ্রদ্ধাও জানাইলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পলাশ দত্ত এর ছবি

চিনি না জানি না; তবু শু-ভ-জ-ন্ম-দি-ন। কারণ এটা আপনার জন্মদিন।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পলাশ দা একেবারে কাঠখোট্টা একটা উইশ করলেন। দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

পলাশ দত্ত এর ছবি

না। কেইসটা হলো কি জন্মদিন হলেই উইশ করতে ইচ্ছা করে। তাই যুক্তি খুজতেছিলাম। না-পেয়ে খোড়া যুক্তিতে উইশ করলাম। তারপর?

আপনার এই মন্তব্য দেখে আমার চক্ষু হঠাৎ উন্মোচন হইছে। (তার আগে আমি বিপ্লব রহমানের উইশটাও ধরতে পারি নাই; এবঙ এই রকম লেট-আন্ডারস্ট্যান্ডিং এই জীবনে আর হয় নাই।)

আমার মনে পড়ে গেছে যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরেরও জন্মদিন। এখন রীতিমতো ভয় লাগতেছে। এই লোকটার কী ভাগ্য। ঈর্ষা করি ঈর্ষা করি।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেইক ইজ ইজি পলাশদা। এট্টু মস্করা করতেছিলাম। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

পলাশ দত্ত এর ছবি

আমি সিরিকাসলি নেই নাই। চোখ টিপি [কিন্তু একটা ঘাপলা ঘাপলা লাগে : রেজওয়ান ভাইয়ের জন্মদিন তো নোটিশে দেখায় ৯ মে। রবীন্দ্রনাথের একদিন পরে। চোখ টিপি ] আসলে ঘটনাটা কী?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার মনে হয় বাংলার সাথে ইংরেজী তারিখ মিলাতে গিয়ে একটু গ্যাঞ্জাম লেগেছে। আমি কিন্তু বলিনি যে রেজওয়ান ভাইয়ের জন্মদিন ২৫ শে বৈশাখেই। রেজওয়ান ভাই হয়ত ক্ল্যারিফাই করতে পারবে।

আমার এখানে ৮ তারিখ। আমি আজকে পোস্ট করছি কেননা জার্মানীতে আর কয়েক ঘন্টার মধ্যেই ৯ তারিখ হয়ে যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

পলাশ দত্ত এর ছবি

বুঝতে পারছি।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

নজমুল আলবাব এর ছবি

সবি বুঝিস, তবে একটু সময় লাগে, এই যা।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

এনকিদু এর ছবি

শুভ জন্মদিন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

লুৎফুল আরেফীন এর ছবি

হ্যাপী বার্থডে রেজওয়ান ভাই।

তীরন্দাজ এর ছবি

জন্মদিনের অযুত শুভেচ্ছা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

আহমেদুর রশীদ এর ছবি

শুভ জন্মদিন

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সবজান্তা এর ছবি

রেজওয়ান ভাইকে জন্মদিনের শুভেচ্ছা।

সবাই বলছে, এই ফাঁকে আমিও বলে যাই, সচলায়তনের সন্ধান দেওয়ার জন্য আমি রেজওয়ান ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

আদি ব্লগের নোংরামিতে ত্যক্ত হয়ে যখন ব্লগে আসাই বন্ধ করে দিয়েছিলাম তখন রেজওয়ান ভাই আমার ব্যক্তিগত ইংরেজী ব্লগে গিয়ে জানিয়ে এসেছিলেন সচলায়তনের কথা।

আবারও শুভ জন্মদিন !


অলমিতি বিস্তারেণ

দময়ন্তী এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা৷
খুব ভাল থাকুন৷
--------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনেক অনেক শুভকামনা...

এম. এম. আর. জালাল এর ছবি

রেজওয়ানকে জন্মদিনের শুভেচ্ছা।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

দ্রোহী এর ছবি

শুভ জন্মদিন রেজওয়ান ভাই। আসলেই অনেকদিন আপনাকে দেখি না।

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন!

জি.এম.তানিম এর ছবি

শুভ জন্মদিন!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রেজওয়ান এর ছবি

ধন্যবাদ সবাইকে আমাকে উইশ করার জন্যে।

বাংলাদেশে কিছুক্ষণের মধ্যেই ৯ তারিখ হয়ে যাচ্ছে। তাই বেশ পুলকিতই লাগছে। দেশে থাকতে জন্মদিন মানে ছিল বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া করা। এই বিদেশ বিভুঁইয়ে থাকি যেন একটি দ্বীপে। সেসব সুখ আশা করতে নেই এখানে। আমার মেয়ে জন্মদিনে আমাকে দেবার জন্যে একটি ছবি একেছে, সেটি আকড়ে ধরে আছি। আর সচলের বন্ধুদের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে সত্যি যেন পুরোনো দিনে ফিরে গেলাম। জয়তু ভার্চুয়াল ওয়ার্ল্ড।

ইদানিং ব্লগিং করা বেশ মিস করছি। আসলে পড়াশোনা আর কাজ নিয়ে একটু ব্যস্ত।

তবে সময় করে নিয়মিত ব্লগ ও কমেন্ট পড়ি। কাজেই সচলায়তন থেকে দুরেও নই আমি।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

রেজওয়ান এর ছবি

দুবার মন্তব্য এসে যাওয়ায় একটি মুছে দিলাম।

রেনেট এর ছবি

শুভ জন্মদিন, রেজওয়ান ভাই। দিনটি ভালো কাটুক।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন রেজওয়ান ভাই।
ভাল থাকুন সব সময়।

মাহবুব লীলেন এর ছবি

শুভজন্মদিন

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন।

নজমুল আলবাব এর ছবি

শুভ জন্মদিন প্রস্তরপূর্ব যুগের ব্লগার রেজওয়ান ভাই।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

ধুসর গোধূলি এর ছবি

- শুক্না কাঁথা দেনেঅলা হিমু গেলো কই?
কাঁথা দিলে অয় দিবো, আমি নিরেট শুভেচ্ছাটাই জানায়ে যাই রেজওয়ান ভাই। (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুবিনয় মুস্তফী এর ছবি

হ্যাপি বার্থডে ওস্তাদ!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন, রেজওয়ান হাসি

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনে অনেক শুভেচ্ছা, রেজওয়ান ভাই। বাংলা ব্লগের বিবর্তন নিয়ে একটি সার্বজনীন রচনা এক সময় আশা করি আপনার কাছ থেকে। আপনি সেই মুষ্টিমেয় ব্যাক্তির একজন যিনি সবমহলে শ্রদ্ধা ও গ্রহনযোগ্যতা বজায় রেখেছেন, অনেক দিন ধরে দেখেছেনও।

হাসান মোরশেদ এর ছবি

অভিনন্দন রেজওয়ান ভাই । জন্মদিন এবং তারপরের সকল দিন শুভ হোক, সুন্দর হোক ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শামীম রুনা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

s-s এর ছবি
লুৎফর রহমান রিটন এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভকামনা।

হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!

নিঘাত তিথি এর ছবি

আদিব্লগার রেজওয়ান ভাই,
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি তোমাদেরই কোন একজন। সাহিত্যিক নই তবে সাহিত্য পড়তে ভালবাসি। টেকি নই তবে টেকনলজি পছন্দ করি। গাইতে পারিনা তবে সঙীতে ভেসে থাকি।

গুরুদেবের সাথে একই দিনে জন্মানো মানুষটির আত্মপরিচয় দেবার সময়ও প্রথম বাক্যটি গুরুদেবের কাছ থেকে কিঞ্চিত ধার করা হবে এ আর বিচিত্র কী। আত্মপরিচয়ের পরের তিনটি বাক্য পড়লে মনে হয় এ'কি আমিও নই? এ'কি আমারও মনের কথা নয়?

গরিষ্ঠের মনের কথা অকপটে-অবলীলায় যিনি বলে দিতে পারেন তিনি নিঃসন্দেহে আমাদের লোকই তো হবেন।

সেই আমাদের লোকটিকে জন্মদিনের শুভেচ্ছা। দীর্ঘায়ু হন, সুস্থ্য থাকুন, আনন্দে থাকুন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

আরিফ জেবতিক এর ছবি

রেজওয়ানেন্দ্র ঠাকুরকে জয়ন্তী শুভেচ্ছা ।

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন রেজওয়ান ভাই


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

অতন্দ্র প্রহরী এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা।

গৌতম এর ছবি

দেরিতে হলেও শুভ জন্মদিন, রেজওয়ান ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রানা মেহের এর ছবি

দেরীতে করা শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন রেজওয়ান ভাই।
এবার ঢাকায় আসলেন, দেখা হবে হবে করেও হলো না। দুঃখ রয়ে গেল ভাই।

রণদীপম বসু এর ছবি

গতকাল তো অনলাইনেই ঢু্কি নাই। এরই মধ্যে এতো কাণ্ড ঘটে গেলো !

জন্মদিনে পোস্টফেক্টো শুভেচ্ছা ! ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।