ডিপিরিভিউ.কম শব্দটি ডিজিটাল ফটোগ্রাফী রিভিউ থেকে এসেছে। এই ওয়েবসাইটটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বিভিন্ন ক্যামেরার টেকনিক্যাল রিভিউ এবং অন্যান্য মডেলের ক্যামেরার সাথে তুলনা করবার টুল। এছাড়া লেন্স রিভিউ, শেখার জন্য ক্যামেরা গ্লোসারী, একটি ফোরাম এবং একটি ব্লগও রয়েছে। আর সবকিছুই ব্যবহারকারীর জন্য ফ্রী।
অনেকে বলে থাকেন ওয়েবসাইটটি ক্যাননের পয়সায় পরিচালিত। তাই বেশীরভাগ আর্টিকেল ক্যানন ক্যামেরার প্রতি বায়াসড থাকে। আমার কাছে অবশ্য অনেকাংশে ফেয়ার মনে হয় রিভিউ গুলো।
আরেকটা অভিযোগ হচ্ছে, এখানে অতিমাত্রায় টেকনিক্যাল রিভিউ থাকে। এতে করে সাধারন ব্যবহারকারী একটু ভড়কে যেতে পারেন। আমি অবশ্য টেকনিক্যাল রিভিউ খুব পছন্দ করি। না জানার চেয়ে অনেক ভালো সেটা।
সবমিলিয়ে ডিজিটাল ফটোগ্রাফীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সাইট এই ডিপরিভিউ। আশা করি এটা আপনার কাজে আসবে।
লিংক: http://dpreview.com/
মন্তব্য
শোহেইল ভাইকে চ্যালেঞ্জ দিয়ে দৌড়াচ্ছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
চ্যালেঞ্জ গ্রহণ করলাম।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মিয়া অলরেডী তো আপনার থেকে আগায় আছি। আমি ফ্লাডিং কইরা ভাসায় দিমু। আপনে একটা পোস্ট করলে আমি দুইটা। আপনে একটা ফ্লিকার একাউন্ট খুললে, আমি দুইটা। তারচে' এখনই হার বরন করে নেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
বিগসি, আপনি কিন্তু বুইঝেন, মাহবুব কিন্তু আপনাকে প্রচ্ছন্নভাবে চাপ দিচ্ছে
ওরেব্বাশ ! লিঙ্কে ঢুইক্যা দেখতেই তো আমার ডর লাগতেছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নিকনাইট দের জন্যে http://www.kenrockwell.com/ জরুরী সাইট। http://www.dpreview.com/ আমাজনের কিনে নেওয়া।
------------
উদ্ভ্রান্ত পথিক
ধন্যবাদ! আমাজন কিনে নিয়েছে সেটা জানা ছিলনা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
আপনার ফ্লিকার আ্যাকাউন্টটা জানতে চাইছি।
udvranto। প্রোফাইলে লিংক আছে। তবে ছবি আপলোড করা হয়নি তেমন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
নতুন মন্তব্য করুন