তোমার বিরহে জি মাইনর থেকে বেজে উঠে নোটগুলো
মেঘের আড়ালে থেকে উঁকি দিয়েই লুকিয়ে যায় রোদ্দুর
রাস্তা পার হতে গিয়ে বেঘোরে প্রাণ দেয় ধুসর খরগোশ।
তোমার অনুপস্থিতিতে অনুষ্ঠান শুরু হতে গিয়েও থমকে দাঁড়ায় কয়েক মিনিট
প্রধানমন্ত্রী ইউ এনের সভায় কাষ্ঠ হাসি দিয়ে ছবি তোলেন
হেলথ কেয়ার রিফর্মের বিলটা বেঘোরে প্রাণ দেয়।
তোমার শূণ্যতায় বসন্তের পাতাগুলো লাল-হলুদ-সবুজ
মেঘ গুলো কাঁদতে থাকে সকাল-বিকাল-দুপুর
খুব ভোরে শীতল শ্লীট জেঁকে বসে উইন্ডশীল্ডে।
তোমার অভাবে উপত্যকার ভাঁজে ভাঁজে হাহাকার
অডোমিটার গোনে ত্রিশ হাজার মাইল
ফোন মারা যায় নয়শ ডলার বিলে
তবু মেয়ে তুমি থেকে যাও দূরে।
আর আমার আঙ্গুল গুলো ফেটে শব্দ ঝরে ঝরে
ভেসে যায় সচলায়তনের নীড়পাতা।
মন্তব্য
একমাত্র কবিতাই পাড়ে এভাবে মনের কথা বলতে । অসাধারণ হয়েছে বস ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ডিসক্লেইমারঃ
ইহা একটি দ্বিতীয় শ্রেনীর খবিতা। প্রথম কয়েক লাইন মাথায় আসছিল দেইখা লিখতে বসছিলাম। শেষমেষ যাচ্ছেতাই হইছে। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মানলাম না । আমার পুরো কবিতাই ভাল লেগেছে ।যদি এটা দ্বিতী্য় শ্রেনির হয়, তবে আমার প্রথম শ্রেনির কবিতা দরকার নেই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
মামু। এইটারে গান বানাইয়া আপলোডাইতে কয়দিন লাগতে পারে?
দুশ্চিন্তায় ফালায় দিলেন!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুশ্চিন্তার কিছু নাই, গিটার নিয়ে শুরু করে দিন বস ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেকদিন ধরে মনে মনে আপনার একটা লেখা খুঁজতেছিলাম, এক্কেবারে লাইন লাইন ধরে চুলচেরা সমালোচনা করতাম
কিন্তু এই কবিতাটায় সব ছাড়িয়ে মনের আকুতির যে সরল প্রকাশ ঘটেছে, তাতে মুগ্ধ না হয়ে পারলাম না।
সমালোচনা করতে পারলাম না বলে দুঃখিত, আসলেই ভাল্লাগছে আপনার এই দ্বিতীয় শ্রেনীর( স্বঘোষিত!) কবিতাটি
-এটুকু বাদ্দিলে আরও ভাল্লাগতো।
আহারে চমৎকার একটা সমালোচনা মিস করলাম! শেষ লাইনগুলো বদলে দিতে বলছেন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমিতো ভাবলাম অডিও ফাইলও আছে লগে। গান বানাইয়া আপলোডাও। এইটা আসলে এক্টা গান ....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
গান বানাবো? আমমম দেখি বস.....
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাল লাগল৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
থ্যাঙ্কইউ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
লেখাটা বেশ ভাল্লাগছে
ধন্যবাদ অমিত। দিনকাল কেমন চলে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
চলে যায় কোনওভাবে
"ফোন মারা যায় নয়শ ডলার বিলে"- এইটা ক্লাসিক হৈছে মাইরি!
সুমন্নচিকেতা'র তুমি'দের তো কিছু কিছু আইডিয়া পাওয়া গ্যাছে কালের আবহে, আপ্নের এই 'তুমি' কে বস? 'ন্যায়'?! এই মেয়ের নাম কি 'সততা'? না কি নাম নাই?
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নাম নাই থাকুক ব্রো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ঠিকাছে বস।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কবিতার প্রথম তিন লাইন পড়ে খুব ভাল লাগ্লো। কমেন্ট করতে গিয়ে মানিক ভাই এর গরম চা দেখে, চা বানিয়ে নিয়ে এলাম। পরের ৯ লাইন আসলে ক্ষেত্র তৈরি করছিলো আমার মনে। খুব উৎসুক হয়ে ভাবসিলাম কার জন্য কার জন্য...। এই টান টানটা রেখে দিলেই ভালো হত আমার মনে হচ্ছে।
বি,দ্রঃ ইল্লি, তুমি কবি আমি জানতাম না। আমার কবিতা তেমন পড়া হয় নি, তাই কবিতা বুঝিনা...প্রেম পত্র লিখতে যা ইউজ করতে হয়েছে তাই। যারা জীবনানন্দ , সুধীরন্দ্র কে বোঝে বলে আমি তাদের রীতিমতো শ্রদ্ধা করি কারণ আমার মাথার উপর দিয়ে যায়।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
আমি কবি না। কবিতা একটা এবস্ট্রাক্ট শিল্প। এখানে কবির কাজ হল একটা আইডিয়া দেয়া পাঠককে। পাঠকের কাজ সেই আইডিয়ার উপর নিজের মতো করে একটা মানে দাঁড় করানো।
কবিতা যারা লেখে তাদের একদল অতিরিক্ত এবস্ট্রাক্ট করে ফেলে - এদেরটা মাথার উপর দিয়ে চলে যায়, বিরক্ত লাগে। আরেকদল অতিরিক্ত এক্সপ্লিসিট - পড়লেই বোঝা যায়, কবিতার মানেটা খুব স্পষ্ট, পাঠকের ভাবনার অবকাশ নাই। আমি এই দ্বিতীয় দলে।
তাই আমি কবিতার মত করে আসলে গদ্যই লিখি। আমি কবি না। কবিতা লিখতে পারি না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ভাল চেষ্টা করেছেন।
মন্তব্যের চেষ্টা করার জন্য ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মোবাইলায়তনে এই পোস্ট দেখার সময় ভেবেছিলাম কোনো গান-টান হবে বোধহয়। এখন কম্প্যুটারে দেখি কবিতা। তবে শেষ তিন লাইন ছাড়া বাকিটা ব্যাপক হইছে। মামু ভাইয়ের মতো আমিও বলি- ওইটুকু বাদ্দিলে ভাল্লাগতো।
এইটারে গান হিসেবে পাচ্ছি কবে? (প্রশ্নইমো)
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
থ্যাঙ্ক ইউ গৌতম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
যে কোন মাইনরই নি:সন্দেহে বিরহের ভালো প্রতিশব্দ হতে পারে। যদিও আঙ্গুল ফাটার শব্দে আমার ঘোর কেটে গেলো।
হে হে হে। আপনাকে বলা হয় নাই। শেষমেষ কিন্তু BOSS GT-10 কিনছিলাম।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
BOSS GT-10!! এলাহী ব্যাপার স্যাপার। আমার অবশ্য হালকা প্রমোসন হইছে। zoom 505 থেকে G-2.1u।
সাড়ে তিনশ ডলারে সেকেন্ড হ্যান্ড পাইলাম। নতুনের মতই। কিনা ফালাইলাম। কিন্তু আমার জন্য প্রয়োজনাতিরিক্ত। G-2.1u ভালো জিনিস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গাঞ্চাই!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
গাঞ্জাই!?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আছে?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
সুর দেন... গান বানান...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আমার আবার শেষ তিন লাইনই অসাধারণ লাগসে...
---------------------------------------------------------------------------
মধ্যরাতের কী-বোর্ড চালক
আমিও ভাবছিলাম শেষ তিন লাইনই পাঞ্চ লাইন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিরহগীতি ভালো হয়েছে; আবেগ খুব একটা ধরা পড়েনি যদিও
সরি, জি মাইনর কী বা কোথায়?
জি মাইনর হল একটা স্কেল। আমার গলা জি-মাইনর বা এ-শার্প থেকে তো। তাই এটার কথা বলা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
খরগোশটা কি সত্যিই মারছেন নাকি কল্পনা?
মরে নাই। গাড়ি ঘুরায়া বাঁচায় দিছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
প্রকৃতিপ্রেমিক কি সত্যি সত্যি জি মাইনর কী জানে না?
সন্দেহ হচ্ছে না হতেই পারে। তবুও....
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
জি মাইনর যে গানের সাথে সম্পর্কযুক্ত তা জানতামনা, ধারণা করেছিলাম যদিও। তবে এ-শার্প শুনেছিলাম। কবিতার শিরোনামে জি মাইনর পড়ে প্রথমে "এশিয়া মাইনর" এর কথা মনে পড়েছিল।
ভাল হইছে, কবিতা ভাব আসছে।
শুধু বেঘোরে প্রাণের রিপিটেশনটা এড়ানো গেলে আরও ভাল হতো।
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
গুড ক্যাচ!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ
**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
থ্রাঙ্ক ইউ তানবীরাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
গান হয় নাই?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধুম্মিয়া। আপ্নে যে কেন নিয়মিত লেখেন না।
কবিতা অনেক ভালো লাগছে মুর্শেদ ভাই।
গান হয় নাই এটার? মনে হচ্ছে সুর দিলে অনেক ভাল লাগবে।
গানটা কোথায়?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
থ্যাঙ্কু। গান করা হয় নাই এটার।
হয়নাই?
এত দিন না হলেও এখন করে ফেলেন।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
নতুন মন্তব্য করুন