অনেকক্ষণ খালি উইন্ডো খুলে বসে আছি। তোমাকে নিয়ে কিছু লিখতে চাচ্ছি কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছিনা। আমাদের পরিচয় থেকে শুরু করি?
তোমাকে প্রথম দেখি ইউনিভার্সিটির প্রথম দিনেই। প্রথম ক্লাসটা কোথায় হবে বুঝতে না পেরে আমাকে জিজ্ঞেস করলে। সঙ্গে তোমার আম্মা ছিলেন বোধহয়। আমার তখন লম্বা চুল ছিল। সেজন্যই মনে হয় মনে রাখতে পেরেছিলে যে আমি তোমার সাথেই ভর্তি হয়েছি। তখন 'যারে দেখি লাগে ভালো'র বয়স - তাই মনে মনে স্বপ্ন বুনতে শুরু করেছি। তবুও কি একটু বিশেষ চোখে দেখিনি তোমাকে?
তোমাকে এই কথা গুলো বলতে বলতে 'ডেজাভ্যু'র মত লাগছে। আগেই তোমাকে বলেছি বুঝি? তবু বারবার বলতে ইচ্ছে করে যে!
তারপর তোমার সাথে কিভাবে ঘনিষ্ট হলাম? কখন তোমাকে বলেছি যে, তোমাকেই চাই? কখন বলেছি যে, তোমাকে না পেলে আমার চলবে না কিছুতেই মেয়ে? মনে নেই।
মনে আছে শুধু সেই উথাল পাথাল সন্ধ্যা। মনে আছে কেমিস্ট্রি পরীক্ষা শেষে রমনা পার্কের বেঞ্চিতে বসে ক্লান্ত দুজনের একসাথে ঘুমঘুম বিকেল। মনে আছে শুধু দুঃখের প্রহরগুলোতে একে অপরের সান্নিধ্য; বিভ্রান্তিকর সময়গুলোতে পরম ভরসা।
অনেকগুলো বছর পেরিয়ে গেছে মেয়ে। প্রেমিকা থেকে আমার স্ত্রী হয়েছ তুমি। দুঃখ, বেদনা, কষ্ট, আনন্দ, ভালোবাসার সাথী হয়েছো। পরম যতনে সাজিয়েছো তুমি আমাদের সংসার। তবু কসম বলছি, সপ্তাহ শেষে এখনো তোমার শহরে গেলে আমার সেই প্রথম দিনের মতই শিহরন হয়।
সময় গড়িয়ে গিয়েছে অনেক। অনেক কাজের মাঝে, ব্যাস্ততার মাঝে তোমাকে যে কথাটা কখনই বলা হয়ে ওঠেনা, আজ আমাদের এই বিশেষ দিনে তোমাকে সে কথাটাই বলতে চাই মেয়ে। তুমি আমার গদ্য, পদ্য, গান আর আটপৌরে জীবনের প্রেরনা হয়ে থেকো সারাক্ষণ, সবসময়।
মন্তব্য
লাকি ইউ। সারা জীবন প্রেরনা হয়ে থাকুক, এই শুভ কামনাই রইল।
থ্যাঙ্ক ইউ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কঠিন ভালোবাসার গল্প ভাইসাহেব। আজীবন এমনই চলুক। ...
থ্যাঙ্ক ইউ ব্রো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বিবাহবার্ষিকী মামু। অনেকদিন তো হল! এবার আমাদেরকে চাচা-মামা ডাক শোনার সুযোগ করে দ্যান।
কে কারে কি কয়
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
দ্রোহী চাচা ভালা আছেন? মনডা ভালা?
শখ মিটছে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা। আপনাদের জীবন মধুময় হোক।
ডি,এম, কামরুজ্জামান।
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ কামনা
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
থ্যাঙ্কু ব্রো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই লিখাটা অবশ্যই:
১। সারাদিন অফিস + প্র্যাকটিস শেষে; ঘরে ফিরে বউয়ের ঠেলাঠেলিতে; ইমেইল খুলে বউয়ের পাঠানো ই-কার্ড পেয়ে; গিলটি ফিলিংস থেকে লেখা না।
২। বিয়ের পঞ্চম বছরেই ভালোবাসা হারিয়ে দুজন দু শহরে - এই অনুভুতি থেকে লিখা না।
৩। অনলাইনে একটা ফুলের তোড়া অর্ডার করতে চেয়ে; পরে ভুলে গিয়ে; শেষ মুর্হুতে বিবাহ বাঁচাইতে গিয়ে লিখা পোস্ট না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ডিসক্লেইমার এবং লেখা দুটাই ভালো লাগলো ... ...
শুভকামনা।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভেচ্ছা ও শুভকামনা ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অভিনন্দন আর শুভকামনা! ভালো থাকুন দুজনেই।
একটা কঠিন রোম্যাণ্টিক গান আপনাদের জন্য -
থ্যাঙ্কু বস।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মাহবুব,
শুভ বিবাহবার্ষিকী।
উৎবচন
যে যার বউকে ভালবাসুন। ত্য় খুব খিয়াল কইরা।
থ্যাঙ্কু।
আবার জিগস্!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক অনেক শুভকামনা!
থ্যাঙ্কু!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অভিনন্দন ভাই।
[অফটপিক: আজকাল কেউ আর বিশেষ দিনগুলোতে ছোট ভাইদের দওয়াত দিয়ে খাওয়ানোরে সময় পায়না। ব্যস্ততা এভাবেই ভাইয়ে ভাইয়ে দূরত্ব বাড়ায়... :P]
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এহেম... ইয়ে মানে...
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বার্ষিকী । কিন্তু জিনিস কৈ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
জিনিস কৈ! ইমেইল কৈরা দেই?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
পুরা সচল কি এ্যাটাচমেন্টে আটবো ?
নীড়পাতা.কম ব্লগকুঠি
ও সচল আপগ্রেড...। ১২ তারিখে একটা শো আছে। ঐটা নিয়ে একটু ব্যাস্ত হয়ে পড়ছি। ১২ তারিখের পরেই আবার বসব।
তবে এখনকার পরিবর্তনগুলি ছোটখাট। মানে মাথার চুল ছিড়ার মত প্রবলেম মোটামুটি সমাধান করে ফেলছি। এখন নিয়মতি সপ্তাহ দুয়েক বসলে হয়ে যাবে বলে আশা করি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ কামনা রইলো। ভালো থাকবেন- দুজনেই !!
_________________________________________
সেরিওজা
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জটিল রোমান্টিক পোষ্ট। অভিনন্দন রইল আপনার ও ভাবীর জন্য।
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
বেশী জটিল হয়ে গেলো?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তোমরা যারা পেম করে বিয়ে করেছ তাদের ব্যাপারস্যাপারই আলাদা
শুভ বিবাহবার্ষিকী
কে কারে কী কয়!!!
কে কারে কী বলে সেটা আসলে একটা ভ্রাম্ত ধারণা
কেউ কি কাউরে কিছু কইছে ? কই, শুনলাম না তো !
অনেক অনেক অভিনন্দন ! সারাজীবন দুজন প্রথম দিনটির মতোই থাকুন ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
মিয়া....
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
রোম্যান্টিক মানে শুধু কি রোম্যান্টিক, একেবারে কইশ্যা কশা টাইপ রোম্যান্টিক !!!
বিয়াপক ভালু লাগলো, সুখে থাকেন দু'জনেই। যেনো হাজার হাজার নির্ঘুম রাত বসে বসে সুখের খোঁজ না করতে হয়।
===============================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
বিয়াপক থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিবাহবার্ষিকি মুবারক।:-)
স্বপ্নদ্রোহ
থ্যাঙ্কু স্বপ্নদ্রোহ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক শুভেচ্ছা দুজনকেই !!!
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিবাহবার্ষিকীর অভিনন্দন, আপনাকে একা না, দুজনকেই...
লেখাটা পড়ে খুব ভালো লাগলো... অনেক ভালো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজু ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুর্দান্ত লেখা!!
শুভেচ্ছা রইল দুইজনের জন্যেই।
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভেচ্ছা দুজনকেই
ভালো থাকুন
...........................
Every Picture Tells a Story
থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বিবাহবার্ষিকী মুর্শেদ ভাই!
আপনাদের জন্য থাকলো আমার শুভ কামনা.....
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাহ! কী ভালো লাগলো! শুভ কামান রইলো আপনাদের জন্য!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কামান? খাইছে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বিবাহবার্ষিকী
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
________________________________________________
হইয়া আমি দেশান্তরী, দেশ-বিদেশে ভিড়াই তরী রে
ধন্যবাদ প্রবাসিনী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা
ধন্যবাদ বংশী বাদক রাহিন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বিবাহবার্ষিকী। লেখা দারুণ হয়েছে।
অগ্রজরা থাকলে এই একটা সুবিধা- আগামীতে এই লেখা কপি-পেস্ট করে দিলেই আমার কাজ চলে যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
প্রচুর আবেগী পোস্ট; আপনার আবেগ ছুঁয়ে গেল আমাকেও, যখন মন খারাপ থাকে তখন এই জাতীয় স্মৃতিচারণে পর্যাপ্ত শান্তি পাওয়া যায়! .... .... অনেক অনেক সুখে বাকি জীবনটা পার করেন। আর কি বলব?
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দুজনের জন্য অনেক অনেক শুভেচ্ছা!
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অফুরন্ত অভিনন্দন, মুর্শেদ ভাই। দু'জনকেই।
সামনের জন্য আরো অনেক অনেক শুভকামনা।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অফুরন্ত ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক অনেক অনেক শুভেচ্ছা
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অনেক অনেক অনেক ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভকামনা*নক্ষত্র
ধন্যবাদ*নক্ষত্র
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অভিনন্দন সুমন ভাই, আপনি আর ভাবী, দুইজনকেই। গতবারের মতন আপনাদের সেইরম একটা কঠিন ফটুক ঝুলান দেখি খোমাখাতায়!
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আইচ্ছা দিমুনে এট্টা ফটুক।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অভিনন্দন সুমন-মৌটুসী।
ধন্যবাদ হিমু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অসাধারণ ! অনেক অ-নে-ক শুভ কামনা রইলো ... "সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ তিথীডোর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিয়ের পর ভালো বাসার খোঁজে যে ভালোবাসা পালিয়ে যায়নি, সে দেখে পরম ভালো লাগলো। ভালো থাকুন, ভালো বাসতে থাকুন। সকল শুভ কামনা।
ধন্যবাদ ফকির ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
জানাই অনেক অনেক অনেক অভিবাদন.....
লেখাটা অসাধারণ।
--------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
ধন্যবাদ জুয়েইরিযাহ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভেচ্ছা সুমন ভাই, একটা ডুয়েট আবৃত্তি হয়ে যাবে না এই উপলক্ষে?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হবে?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ঠাকুর ঘরে কে রে?
আমি কলা খাই না
সত্য কথাটা অন্যভাবে বলার এই টেকনিকটা পছন্দ হইছে আমার
অভিনন্দন
হে হে হে...
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
উদ্ধৃতি:
সপ্তাহ শেষে এখনো তোমার শহরে গেলে আমার সেই প্রথম দিনের মতই শিহরন হয়।
-এ অনুভূতি যেন বজায় থাকে বাকি দিনগুলোতেও।
.
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
থাকবে আশার করি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বুয়েটের কথা মনে পড়লে আমার স্মৃতিতে যে জায়গার কথা সবচে' কম মনে হয় সেটা হচ্ছে সিভিল বিল্ডিং-এর দক্ষিণ দিকের পাঁচতলা লাল বিল্ডিংটার কথা। অথচ আমার পরিচয়টা গড়ে উঠেছে সেখানে। ইএমই বিল্ডিংটাকে আমার কাছে সবসময় হৃদয়হীন, প্রেমহীন, বিভীষিকাময় এক জায়গা বলে মনে হয়েছে। আমি বুয়েট ছাড়ার দুই বৎসরের বেশি সময় পরে সেই প্রেমহীন ভবনের দুই তরুণ-তরুণী পরস্পরের প্রেমে পড়ছে, সেই হৃদয়হীন ভবনে নিজেদের হৃদয়ের কথা উজার করে দিচ্ছে এ'কথা ভাবতেও অবাক আনন্দে মন ভরে ওঠে। অভিনন্দন প্রিয় মুর্শেদ! অভিনন্দন মৌটুসী!!
পৃথিবীতে কোটি কোটি নরনারী বিয়ে করে সংসার করতে পারে। কিন্তু বিবাহপূর্ব প্রেমকে বিয়ের পরেও বৎসরের পর বৎসর অটুট ও বর্ধণশীল রাখতে পারে কমজনই। পারস্পারিক বোঝাপড়া বা নির্ভরতার নাম দাম্পত্য হতে পারে, তবে প্রেম নয়। মুখে এ'কথা স্বীকার না করলেও এই সত্য সবাই জানেন। বিয়ের এতদিন পরও আপনাদের মধ্যকার অফুরান প্রেম প্রমাণ করে আপনারা জয়ী হয়েছেন। আপনাদের জয়যাত্রা আমৃত্যু অব্যাহত থাকুক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
"হৃদয়হীন, প্রেমহীন, বিভীষিকাময়"? কন কি!?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অনেক, অনেক অভিনন্দন মুর্শেদ এবং মৌটুসী (ঠিক বললাম তো?)! এই প্রেম বজায় থাকুক
ধন্যবাদ স্নিগ্ধাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সপ্তাহ শেষে এখনো তোমার শহরে গেলে আমার সেই প্রথম দিনের মতই শিহরন হয়।
শিহরন অটুট থাকুক সকল সময়। দারুন লেখা।
অভিনন্দন দুজনকেই ।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ধন্যবাদ তানবীরাদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা অভিনন্দন, মৌটুসী ও মুর্শেদ।
আশা করছি তোমার মেজশালিকে নিয়ে এর চেয়েও হৃদয়কাড়া, পেমেগড়া পোস্ট লিখতে পারবো, এমনি কোনো এক বর্ষণমুখর দিনে। খালি তুমি যদি রাজী থাকো মিয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ ধুসর।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভেচ্ছা ও শুভকামনা দু'জনকেই।
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বিবাহবার্ষিকী, ভালো থাকুন আজীবন বস!
অফ টপিকঃ সানগ্লাস কি চুরি হয়ে গেছে? নাহলে আর পর্ব বের হয় না
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
শেষ করব সময় করে।
ধন্যবাদ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন দুজনকে৷
"মৌটুসী' নামটি ভারী মিষ্টি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ দময়ন্তীদি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শুভ বিবাহবার্ষিকী বস!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
পাঁচ নয় , আরো পাঁচশ বছর সুখে শান্তিতে, প্রেমে ও ভালোবাসায় হাত ধরে রাখুন পরষ্পরের।
শুভ কামনা।
ভীষণ রোমান্টিক!
শুভ বিবাহবার্ষিকী মুর্শেদ ভাই-ভাবীকে।
প্রেমের তরীতে ভেসে বেড়ান আজীবন এই শুভকামনায়।
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...
অভিনন্দন আপনাকে আর ভাবীকে। সুখী থাকুন চিরজীবন।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন দুজনকে।
পাঁচ নয় , আরো পাঁচশ বছর সুখে শান্তিতে, প্রেমে ও ভালোবাসায় হাত ধরে রাখুন পরষ্পরের।
অভিনন্দন সুমন ভাই, আপনি আর ভাবী, দুইজনকেই। গতবারের মতন আপনাদের সেইরম একটা কঠিন ফটুক ঝুলান দেখি খোমাখাতায়!
শুভেচ্ছা সুমন ভাইআর মৌসুমী ভাবী, একটা ডুয়েট আবৃত্তি হয়ে যাবে না এই উপলক্ষে?
শিহরন অটুট থাকুক সকল সময়।
শুভ বিবাহবার্ষিকী ।
(কপাইলাম আর পেস্টাইলাম, মাগার লগে দিয়া কিন্তু শুভেচ্ছাইলামও)
দৃশা
একটু দেরী হয়ে গেল। অনেক অনেক শুভেচ্ছা। আশা করি শীঘ্রই আপনারা একই শহরেই থাকতে পারবেন, উইকএন্ডের জন্য অপেক্ষা করা লাগবেনা
বিবাহবার্ষিকীতে আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা
---------------------
আমার ফ্লিকার
বিয়েবার্ষিকীতে শুভেচ্ছা- যদিও একটু লেইট।
বিবাহবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা! আজীবন এরকমই অনুভূতি থাকুক!! বছর গুণতে গিয়ে যেন আবার অনুভূতিতে মরচে না ধরে!
-মেঘবালিকা।
বিবাহবার্ষিকীতে অনেক অনেক শুভেচ্ছা! আজীবন এরকমই অনুভূতি থাকুক!! বছর গুণতে গিয়ে যেন আবার অনুভূতিতে মরচে না ধরে!
আমি এতদিন পর এখানে ২০০৮ এর ছবিতে করা সাম্প্রতিক মন্তব্যটা আরেকবার করা জরুরি মনে করছি -
ছবিটা দেখে সামান্য হলেও (যৎকিঞ্চিৎ, বেশি না ) আফসোস হয়েছে এখনো প্রেম ট্রেম করতে পারলাম না ভেবে
ভাল থাকুন দু'জনায়। ATB
যাযাবর ব্যাকপ্যাকার
_______________________________
তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ,
প্রাণপণে এ পৃথিবীর সরাব জজ্ঞাল
থ্যাঙ্কু ব্যাকপ্যাকার। তোমার কপালে প্রেম নামক যন্ত্রনা জুটুক সেই কামনা রইল।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন