লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ১২/০৬/২০০৭ - ২:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:
কম্পিউটার ডকুমেন্ট জমিয়ে রাখে। কিন্তু প্রায়ই দেখা যায় আমরা ডকুমেন্ট খুঁজে পাইনা। সার্চ দেই - ফাইলনেম, ডেট সবকিছু ব্যবহার করে তন্ন তন্ন করে কিছুই খুঁজে পাওয়া যায় না।
উপরন্তু ফাইল কে তৈরী করছে, কবে তৈরী করছে, কোথাও প্রকাশিত হয়েছিল কিনা এইসব ব্যাপারও আলাদা করে জমাতে হয়। এমন যদি হত যে প্রতিটা ফাইল নিজেই স্টোর করবে কোথায় প্রকাশিত, কে লিখেছে, আর কোন কোন ডকুমেন্টের সাথে সর্ম্পকিত তাহলে বেশ হত।
আমার মনে হয় ভবিষ্যতে ডকুমেন্টগুলো এমনই স্মার্ট হবে। একটা ডকুমেন্ট খুঁজতে গিয়ে সেটা না পেলেও একইরকম অন্যান্যগুলো পাওয়া যাবে। তখন একের ল্যাজ ধরে বাকিগুলোকে বের করে ফেলা যাবে।
মন্তব্য
নীড়পাতা.কম ব্লগকুঠি
নতুন মন্তব্য করুন